দিয়াবাতের পাঁচে ব্রাদার্সের জালে মোহামেডানের গোল উৎসব
২১ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের ১২তম ম্যাচে মালির ফরোয়ার্ড অধিনায়ক সুলেমান দিয়াবাতের হ্যাটট্রিকে ব্রাদার্স ইউনিয়নের জালে গোল উৎসবে মেতেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে অপেক্ষাকৃত কম শক্তির দল ফর্টিস এফসির বিপক্ষে বসুন্ধরা কিংস এবং তলানীর দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে কষ্টের জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড।
গতকাল বিকালে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এক সময়ের তারুণ্যের অহংকার খ্যাত গোপীবাগের ব্রাদার্সকে ৮-০ গোলে বিধ্বস্ত করে মোহামেডান। বিজয়ী দলের হয়ে দিয়াবাতে একাই করেন ৫ গোল। বাকি তিনটির মধ্যে স্থানীয় মিডফিল্ডার শাহরিয়ার ইমন, জুয়েল মিয়া ও নাইজেরিয়ান ডিফেন্ডার ইমানুয়েল টনি একটি করে গোল করেন। পুরো ম্যাচ জুড়েই ীছর মোহামেডানের আধিপত্য। শুরু থেকেই একের পর এক আক্রমণে ব্রাদার্সের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখেন দিয়াবাতে-ইমনরা। তাদের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে ব্রাদার্সের ডিফেন্ডারদের। যদিও গোল পেতে প্রায় আধঘন্টা অপেক্ষায় থাকতে হয়েছে সাদাকালোদের। ম্যাচের ১৫ মিনিটে প্রথম সুযোগটি পায় মতিঝিলের দলটি। এসময় উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফারভের ফ্রি কিক ব্রাদার্সের মানব দেয়ালে লেগে মাঠের বাইরে চলে যায়। এরপর আরও ক’টি সুযোগ পেলে গোল পায়নি সাদাকালোরা। অবশেষে ম্যাচের ৩৪ মিনিটে প্রথম গোলের দেখা মেলে। এসময় মাঝ মাঠের কিছুটা সামনে থেকে ব্রাদার্সের ছোট বক্সে বল ফেলেন মোজাফফারভ। সেই বল ইমনের পায়ে গেলে তিনি দারুণ শটে গোল করে মোহামেডানকে এগিয়ে নেন (১-০)। ৪৩ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সুলেমান দিয়াবাতে। এসময় বাঁ প্রান্ত থেকে বক্সে দিয়াবাতকে পাস দেন বল পাঠান ইমানুয়েল টনি। তার পাস ধরে পোস্টের কাছ থেকে ফাইনাল টাচে গোল করেন দিয়াবাতে (২-০)। প্রথমার্ধের যোগকরা সময়ে (৪৫+২ মিনিট) মোজফফারভের জোগান দেয়া বলে নিজের গোলের জোড়া পূর্ণ করেন দিয়াবাতে (৩-০)। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে গোলক্ষধা আরও বেড়ে যায় মোহামেডানের। আক্রমণের ধারায় থেকে ম্যাচের ৬৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াবাতে। বাঁ প্রান্ত থেকে জাফর ইকবালের ক্রসে বক্সে বল পেয়ে হেডে গোল করেন তিনি (৪-০)। এদিন দিয়াবাতে ছিলেন অপ্রতিরোধ্য। আরেকটু সময় পেলে ডাবল হ্যাটট্রিকই করে ফেলতেন তিনি। ম্যাচের ৭২ মিনিটে নিজের চতুর্থ গোলটি করে দিয়াবাতে (৫-০)। ৭৬ মিনিটে জাফর ইকবালের পাস থেকে বল পেয়ে শটে গোল করে ব্যবধান ৬-০ করেন জুয়েল। ৮৭ মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বল পোস্টের কাছে লাফিয়ে উঠে হেডে ব্রাদার্সের জাল কাঁপান ইমানুয়েল টনি (৭-০)। এর দুই মিনিট পর বল নিয়ে ব্রাদার্সের বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করে দলের পক্ষে অষ্টম ও নিজের পঞ্চম গোলটি করেন দিয়াবাতে (৮-০)। এখানেই শেষ হয় মোহামেডানের গোল উৎসব। লিগের প্রথম পর্বে ব্রাদার্সকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল সাদাকালোরা। ম্যাচ জিতে ১২ খেলায় সাত জয় ও পাঁচ ড্রতে ২৬ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয় স্থান ধরে রাখলো মোহামেডান। সমান ম্যাচে তিন ড্র ও নয় হারে ৩ পয়েন্ট নিয়ে সবার শেষে ব্রাদার্সের নাম।
এদিন রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে লিগের আরেক ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে কষ্টের জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তারা ১-০ গোলে হারায় ফর্টিসকে। ম্যাচের ২৩ মিনিটে বসুন্ধরার ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল দামাসেনো দলের পক্ষে একমাত্র গোলটি করেন। ১২ ম্যাচে দশ জয় এবং একটি করে ড্র ও হারে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বসুন্ধরা। সমান ম্যাচে তিন জয়, চার ড্র ও পাঁচ হারে ১৩ পয়েন্ট পাওয়া ফর্টিসের অবস্থান ছয়ে। এদিকে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে নিজেদের ১২তম ম্যাচে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারায় রহমতগঞ্জকে। ১২ ম্যাচ শেষে তিন জয়, চার ড্র ও পাঁচ হারে ফর্টিসের সমান ১৩ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে সপ্তম স্থানে জায়গা পেয়েছে চট্টগ্রাম আবাহনী। সমান ম্যাচে এক জয়, সাত ড্র ও চার হারে ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে থেকে অবনমনের শঙ্কায় ভুগছে রহমতগঞ্জ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক