'টেন হেগকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইউনাইটেড'
২৩ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ এএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ এএম
অনেক প্রত্যশা নিয়েই চলতি মৌসুম শুরু করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।চ্যাম্পিয়নস লীগেও জায়গা নিশ্চিত হওয়ার পর রেড ডেভিলস এবার অনন্ত শূন্য হাতে মৌসুম শেষ করবে না বলেই প্রত্যাশা ছিল ভক্তদের। ছন্নছাড়া ফুটবলে অনেক আগেই প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়নস লীগের স্বপ্ন শেষ এরিক টেন হেগের দলের। তবে বিবর্ণ ফুটবল মৌসুম এখনও শিরোপা দিয়ে শেষ করার সুযোগ আছে ইউনাইটেডের।কভেট্রির বিপক্ষে নাটকীয় জয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে রেড ডেভিলসরা।ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল দলটি ফাইনাল খেলবে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে।
হাইভোল্টেজ এই ম্যাচের আগে নতুন করে আলোচনায় ইউনাইটেড কোচ হিসেবে এরিক টেন হেগের ভবিষ্যৎ,তাকে আর ওল্ড ট্রাফোর্ডে দেখা কিনা।
ইংল্যান্ডের সাবেক তারকা স্ট্রাইকার অ্যালান শিয়ারার অবশ্য হেগকে আগামী মৌসুমে ইউনাইটেড ডাগআউটে আর দেখছেন না।তার মতে, সিটিকে হারিয়ে ইউনাইটেড এফএ কাপ জিতলেও চাকরি থাকবে না টেন হাগের। প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা বললেন, ডাচ কোচকে বরখাস্ত করার সিদ্ধান্ত এরই মধ্যে নিয়ে ফেলেছে ইউনাইটেডের মালিকপক্ষ।
এফএ কাপের ফাইনালে উঠলেও সেমিফাইনালে কভেন্ট্রি সিটির বিপক্ষে ইউনাইটেড যেমন খেলেছে, সেটি দেখার পরই টেন হাগের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন শিয়ারার। রোববারের সেই ম্যাচে ৩-০ গোলে এগিয়ে গিয়েও কভেন্ট্রিকে ৯০ মিনিটের মধ্যে হারাতে পারেনি ইউনাইটেড।অবিশ্বাস্য ভাবে শেষদিকে ৩ গোল শোধ করে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া চ্যাম্পিয়নশিপের দলটি ভাগ্য সহায় থাকলে জিতেও যেতে পারত। অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে অফসাইডের কারণে ভিএআর বাতিল করে কভেন্ট্রির চতুর্থ গোলটিতে। পরে টাইব্রেকারে আর স্নায়ু ঠিক রাখতে পারেনি দ্বিতীয় সারির দলটি,টাইব্রেকারে হেরে যায় ৪-২ গোলে।
ম্যাচটি দেখার পর ‘রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে টেগ হেগের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন শিয়ারার। সাবেক নিউক্যাসল তারকা বলেন, এফএ কাপ জিতলেও চাকরি বাঁচবে না টেন হেগের। সঞ্চালক গ্যারি লিনেকার ও মিকাহ রিচার্ডসকে শিয়ারার বলেন, ‘আমার মনে হয়, ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজারের (কোচ) ভবিষ্যৎ এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে। আমার বিশ্বাস, ওরা এফএ কাপ জিতলেও তাকে চলে যেতে হবে। আমার মনে হয় না এফএ কাপ জয় তাকে নিয়ে সিদ্ধান্ত নিতে কোনো ভূমিকা রাখবে। তখন হয়তো ব্যাপারটাকে দুঃখজনক মনে হবে, তবে আমি করি, এফএ কাপ জেতাটা যথেষ্ট হবে না।’
ইউনাইটেডের খেলার ধরন ও খেলোয়াড়দের শরীরিভাষা, মৌসুমজুড়ে পারফরম্যান্স দেখেই নাকি এমনটা মনে হয়েছে শিয়ারারের, ‘খেলোয়াড়দের দেখুন, ওদের আচরণ খেয়াল করুন, লিগে ওরা কেমন করছে, সেটি দেখুন। আমার তো মনে হয়, সে এরই মধ্যে চাকরি হারিয়ে ফেলেছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার