নগর প্রতিদ্বন্দ্বিদের হারিয়েই ইন্টারের শিরোপা উদযাপন
২৩ এপ্রিল ২০২৪, ০২:৫৮ পিএম | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ০৩:০৩ পিএম
মিলান ডার্বিতে উদযাপনের প্রস্তুতি নিয়েই মঠে এসেছিল ইন্টার মিলান সমর্থকরা। তাদেরকে হতাশ করেনি দল। নগর প্রতিদ্বন্দ্বিদের ২-১ গোলে হারিয়ে ইতালিয়ান সিরি-এ শিরোপা জয় করেছে ইন্টার মিলান।
সান সিরোতে সোমবার রাতে ইন্টারের টানা ষষ্ঠ ডার্বি জয়ের ম্যাচে গোল করেছেন ফ্রান্সেসকো আকারবি ও মার্কোস থুরাম। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের চেয়ে ১৭ পয়েন্ট এগিয়ে থেকে পাঁচ ম্যাচ হাতে রেখে ২০তম লিগ শিরোপা জয় করার কৃতিত্ব দেখালো ইন্টার।
২০২১ সালে ইন্টার সিরি-এ শিরোপা জয় করেছিল। এরপরের দুটি শিরোপা যায় এসি মিলান ও নাপোলির ঘরে।
কোচ হিসেবে সিমোনে ইনজাগির এটাই প্রথম লিগ শিরোপা। যে কারণে সান সিরোর ৭৫ হাজার এ্যাওয়ে সমর্থকদের সামনে ইনজাগির উচ্ছ্বাসটা ছিল একটু বেশী। শেষ বাঁশি বাজার সাথে সাথে ইন্টার সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে, এসময় গ্যালারি আতশবাঁশির আওয়াজ ও রঙে মুখরিত হয়ে উঠে।
ম্যাচ শেষের ১০ মিনিট আগে ফিকায়ো টোমোরির গোলে মিলান শেষ মুহূর্তে লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু উত্তেজনাকর ম্যাচটিতে শেষ হাসি হাসে ইন্টার। ম্যাচে দুই দল মিলে লাল কার্ড দেখেছে তিনটি।
আবেগ আপ্লুত ইন্টার অধিনায়ক লটারো মার্টিনেজ বলেছেন, ‘আমি একটু বেশী আবেগী হয়ে পড়েছি। কারণ এই দিনটির জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। এই জয়টা আমাদের প্রাপ্য ছিল। পুরো যাত্রাটা অভূতপূর্ব ছিল। আমাদের এই ধারা বজায় রাখতে হবে। কারণ আমরা বেশ কিছু শিরোপা জয় করেছি। আরো শিরোপা জয়ের ক্ষুধা আমাদের মধ্যে আছে।’
দ্বিতীয় দল হিসেবে ইন্টার ২০টি ইতালিয়ান শিরোপা জয় করেছে। এই তালিকায় ৩৬টি শিরোপা জিতে শীর্ষে আছে জুভেন্টাস।
ইনজাগির দল অনেকটা দাপটের সাথেই এই শিরোপা ঘরে তুলেছে। প্রতিপক্ষ দলগুলোকে বেশ খানিকটা পিছনে ফেলে প্রথম দল হিসেবে মিলান ডার্বিতে শিরোপা নিশ্চিতের রেকর্ড গড়েছে। আর এই পরাজয়ে ইনজাগির প্রতিপক্ষ সিমোনে পিওলি বিদায়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
২০২২ সিরি-এ শিরোপা জয়ী পিওলি বলেছেন, ‘গণমাধ্যমের সূত্র অনযায়ী ১৪ মাস আগে ইনজাগি দলে জায়গা ধরে রাখা নিয়ে প্রচন্ড চাপের মধ্যে ছিল। আর এখন সে কি অর্জন করেছে। আমি এখানে থেকে খুশী। আমি দলকে নিয়ে ভাল কাজ করেছি, আমার মনে হয়েছে অল্প কিছু জায়গায় দলের উন্নতির প্রয়োজন আছে।’
আগেই শিরোপা দৌড় থেকে ছিটকে গিয়েছিল আগের চ্যাম্পিয়ন নাপোলি। জুভেন্টাস অবশ্য লড়াইয়ে আভাস দিয়েছিল। কিন্তু ফেব্রুয়ারিতে তারা হঠাৎ করে ছিটকে যায়। ইন্টার সব মিলিয়ে টানা ১৩টি জয় তুলে নিয়ে অন্য দলগুলোর সাথে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেয়।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে অবশ্য ইন্টারকে বিদায় নিতে হয়েছে। মার্চে এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হেরে তারা বিদায় নেয়। কিন্তু ঐ সময়ের মধ্যে ঘরোয়া লিগের শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল।
ইনজাগি, মার্টিনেজ ও ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো বারেলার ভবিষ্যত এর মাধ্যমে প্রায় নিশ্চিত হয়ে গেছে। ট্রান্সফার মার্কেটে তারা চুক্তি নবায়নের দ্বারপ্রান্তে রয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। কোভিড মহামারীতে যে পরিমান আর্থিক ক্ষতি ক্লাবটির হয়েছে তা কাটিয়ে ওঠাও এই শিরোপা মাধ্যমে সম্ভব হবে বলে সকলের বিশ^াস। মৌসুমের শেষে নাপোলি থেকে পিওতর জিলেনিস্কি ও মেহদি টারেমি ফ্রি এজেন্ট হিসেবে দলে আসা নিশ্চিত হয়েছে। বড় তারকা হিসেবে থুরামও দলে টিকে থাকছেন।
থুরাম বলেছেন, ‘সত্যিই অভাবনীয় এক অনুভূতি। আমরা আমাদের সমর্থকদের জন্য এটা জয় করতে চেয়েছিলাম, সেটা করে দেখিয়েছি। এটা আমার প্রথম লিগ শিরোপা। এ কারনেই আমি বেশি গর্বিত।’
ম্যাচের ১৮ মিনিটে বেঞ্জামিন পাভার্ডের ফ্লিক-অনে আকারবি গোল করলে ইন্টারের পার্টি তখনই শুরু হয়ে যায়। সাত মিনিট পর ফেডেরিকো ডিমারকোর নিখুঁত কাট-ব্যাক থেকে লটারো মার্টিনেজ বল ধরতে ব্যর্থ হলে ব্যবধান দ্বিগুন করা হয়নি। থুরামও একইভাবে গোলের সুযোগ হাতছাড়া করেন। বারেলার পাসে বিরতির সাত মিনিট আগে থুরামের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
বিরতির পরপরই থুরাম আর কোন ভুল করেননি। ৪৯ মিনিটে দুর্দান্ত একক গোলে তিনি ব্যবধান দ্বিগুন করেন। সিরি-এ অভিষেক মৌসুমে এনিয়ে ১২ গোল করলেন ফরাসি এই ফরোয়ার্ড। থিও হার্নান্দেজের একটি জোড়ালো শট রুখে দেন ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার। ৮০ মিনিটে টোমোরি ফিরতি একটি বলে মাথা ছুইয়ে এসি মিলানের হয়ে এক গোল পরিশোধ করেন। ইনজুরি টাইমে মিলান ম্যাচে ফিরে আসার লড়াই ছাপিয়ে মাথা গরম করা শুরু করে। যে কারনে থিও হার্নান্দেজ ও ডেভিও কালাব্রিয়াকে লাল কার্ড দেখতে হয়েছে। ইন্টারের ডেনজেল ডামফ্রাইয় শেষ মুহূর্তে লাল কার্ড পেয়েছেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার