পুলিশকে কাঁদিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে মোহামেডান
০৮ মে ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ০৮ মে ২০২৪, ১২:১৫ এএম
ঘরোয়া ফুটবলে চলতি মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে প্রথমে পিছিয়ে থেকে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারায় মোহামেডান। বিজয়ী দলের হয়ে নাইজেরিয়ান মিডফিল্ডার এমানুয়েল সানডে ও স্থানীয় মিডফিল্ডার শাহরিয়ার ইমন একটি করে গোল করেন। পুলিশের পক্ষে সান্তনার গোলটি করেন উজবেকিস্তানের ডিফেন্ডার উখতামভ। জাতীয় দল ও মোহামেডানের সাবেক তারকা ফুটবলার যিনি বর্তমানে কোচ, সেই আলফাজ আহমেদের হাত ধরেই গত মৌসুমে চিরপ্রতিদ্ব›দ্বী ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলেছিল সাদাকালোরা। সমর্থকদের প্রত্যাশা এবারও এই টুর্নামেন্টের শিরোপা জিতবে মোহামেডান। সে লক্ষ্যে সেমিফাইনাল পর্যন্ত আসতে তেমন বেগ পেতে হয়নি ঐতিহ্যবাহীদের। তবে পুলিশের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইটা মোটেই সহজ ছিলনা তাদের জন্য। ক’দিন আগেই ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বে মোহামেডানের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়েছিল পুলিশ। ফেডারেশন কাপের প্রথম সেমিতেও তারা ছিল দুর্বার। মোহামেডানের বিপক্ষে দারুণ খেলেছে সার্ভিসেস দলটি। ম্যাচে পুলিশ যে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে তাতে এক সময় সাদাকালোদের ফাইনাল শঙ্কার মুখে পড়েছিল। সমান তালে লড়ে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য শেষ করলেও দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় পুলিশই! যদিও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে পারেনি তারা। মোহামেডানের মালির ফরোয়ার্ড ও অধিনায়ক সুলেমান দিয়াবাতে যেন এক জাদুকর ফুটবলার। মাঠে তার উপস্থিতি মানেই শক্তির সঞ্চার করে পুরো দলকে। গত শুক্রবার বিপিএলের ম্যাচ ইনজুরির কারণে খেলতে পারেননি দিয়াবাতে। তাই চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে সাদাকালোরা। তবে কাল সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ বলেই নিজের বাঁ হাতে ব্যান্ডেজ নিয়ে মাঠে নামেন দিয়াবাতে। আর তাতেই বাজিমাত। পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
প্রথমার্ধে সফল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে এগিয়ে যায় পুলিশ। ম্যাচের ৪৭ মিনিটে পুলিশের ভেনিজুয়েলার ফরোয়ার্ড অ্যাডওয়ার্ড মরিল্লোর স্পট কিক বক্সে পেয়ে দারুণ হেডে বল জালে জড়ান উজবেকিস্তানের ডিফেন্ডার উখতামভ (১-০)। তবে পিছিয়ে পড়লেও আত্মবিশ্বাস হারায়নি মোহামেডান। উল্টো ম্যাচে ফিরতে আক্রমণের ধার বাড়িয়ে দেয় তারা। ধারাবাহিক আক্রমণে থেকে ম্যাচের ৬৮ মিনিটে সমতায় ফেরে সাদাকালোরা। এসময় মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের শট বøক করেন প্রতিপক্ষের ডিফেন্ডার। তবে পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। বল আরিফের কাছে গেলে তিনি তা পাঠিয়ে দেন বক্সে থাকা এমানুয়েল সানডের কাছে। দারুণ শটে পুলিশের গোলরক্ষক রাসেল মাহমুদকে পরাস্ত করেন সানডে (১-১)। সমতায় ফেরার পর এগিয়ে যেতে মরিয়া হয়েই আক্রমণে যান মোহামেডানের ফরোয়ার্ডরা। ফলে সাফল্যও পান তারা। ম্যাচের ৭৯ মিনিটে ডান প্রান্ত থেকে এমানুয়েল সানডের ক্রসে ডান পোস্টের কাছ থেকে হেডে লক্ষ্যভেদ করেন শাহরিয়ার ইমন (২-১)। মাত্র ১১ মিনিটের মধ্যেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আলফাজ আহমেদের শিষ্যরা। এরপর অলআউট খেলেও আর গোল পায়নি পুলিশ। বাকি সময় মোহামেডানও পারেনি ব্যবধান বাড়াতে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই ফাইনালে পৌঁছে যায় সাদাকালোরা। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে আগামী মঙ্গলবার। যে ম্যাচে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী লিমিটেড। এই ম্যাচের বিজয়ীদের বিপক্ষে আগামী ২১ মে বিকালে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে মোহামেডান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়