নেইমার-জেসুস-রিচার্লিসনহীন ব্রাজিলের চমক এভানিলসন
১২ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১২ মে ২০২৪, ১২:০৩ এএম
আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ফুটবলের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশীপ। কনেমবল ও কনকাকাফ অঞ্চলের এই ট্রর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও মেক্সিকো। চমক রেখেই গতপরশু রাতে ২৩ সদস্যের ব্রাজিল দল ঘোষণা করেন কোচ দরিভাল জুনিয়র। চোটের সঙ্গে লড়াই করা নেইমারহীন দলে নতুন মুখ একটি। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা এভানিলসন ডাক পেয়েছেন প্রথমবারের মতো। চলতি মৌসুমে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর হয়ে দারুণ ছন্দে আছেন তিনি।
আর্সেনালের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার রিচার্লিসন বাদ পড়েছেন। জেসুস ছন্দহীনতার জন্য ডাক না পেলেও রিচার্লিসনের ঠাঁই হয়নি চোটের কারণে। দুই অভিজ্ঞ ফরোয়ার্ডের অনুপস্থিতিতে কপাল খুলে গেছে এভানিলসনের। এর আগে ২০২০ সালে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের হয়ে কেবল দুটি ম্যাচ খেলেছেন এভানিলসন। পর্তুগিজ লিগে এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পোর্তোর সর্বোচ্চ গোলদাতার আসনে আছেন এভানিলসন। লিগে ২৫ ম্যাচে ১৩ গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেছেন তিনি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৩৯ ম্যাচ। তার নামের পাশে ২৪ গোলের সঙ্গে রয়েছে ছয়টি অ্যাসিস্ট। ব্রাজিলের ঘরোয়া ক্লাব ফ্লুমিনেন্সে ক্যারিয়ার শুরু করা এভানিলসন ইউরোপে পাড়ি জমান ২০২০ সালে। ৮৮ লাখ ইউরো খরচ করে তাকে দলে নিয়েছিলো পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো। সেই থেকে এখন পর্যন্ত পর্তুগিজ লিগে দাপপের সাথে খেলছেন এই ফুটবলার। কোপা আমেরিকার জন্য ঘোষিত দলে আক্রমণভাগের মূল অস্ত্র রিয়াল মাদ্রিদের দুই ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। এছাড়াও বার্সেলোনার রাফিনিয়া, আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পালমেইরাসের এন্দ্রিক ও জিরোনার সাভিওকে সঙ্গী হিসেবে পাচ্ছেন এভানিলসন। এবারের কোপা আমেরিকার গ্রুপ পর্বে ‘ডি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা। তবে মূল লড়াই শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ৯ জুন মেক্সিকো এবং ১৩ জুন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে দরিভালের শিষ্যরা। কোপা আমেরিকার ইতিহাসে এপর্যন্ত ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। সবশেষ কোপার শিরোপা জিতেছিলো ২০১৯ সালে। এছাড়া গত আসরে ঘরের মাঠ মারাকানায় ফাইনালে আর্জেনটিনার কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে ব্রাজিল। কোপায় সর্বোচ্চ ১৫ বার করে শিরোপা জিতেছে আর্জেনটিনা ও ব্রাজিল।
এদিকে, পাঁচটি বিশ্বকাপ খেলা গোলরক্ষক গিয়েরমো ওচোয়াকে ছাড়াই কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে মেক্সিকো। প্রায় দুই দশক ধরে মেক্সিকোর গোলবার সামলেছেন ওচোয়া। এবার সেই বিশ্বস্ত গোলরক্ষককে ছাড়াই কোপা আমেরিকার দল ঘোষণা করলো মেক্সিকো।
কোচ খাইমে লোসানোর ৩১ জনের প্রাথমিক দলে ওচোয়ার পাশাপাশি জায়গা হয়নি অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল হিমিনেজ ও হারভিং লোজানোরও। ঘোষিত দলে জায়গা হয়েছে অনূর্ধ্ব-২৩ দলের ১০ ফুটবলারের। ২০০৫ সালে মেক্সিকো জাতীয় দলে অভিষেক হয় ওচোয়ার। এরপর খেলেছেন ১৫০টি ম্যাচ। জাতীয় দলে তার চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল দুইজন- আদ্রেয়াস গার্দাদো ও ক্লাউদিও সুয়ারেজ। কাতার বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে রবার্ট লেভান্দোভস্কির পেনাল্টি ঠেকিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন ওচোয়া। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড হিমিনেজ মেক্সিকোর হয়ে খেলেছেন ১০৪ ম্যাচ। যেখানে দেশটির হয়ে ষষ্ঠ সর্বোচ্চ ৩৩ গোল করেছেন। ২৮ বছর বয়সী লোজানো মেক্সিকোর হয়ে খেলেছেন ৭০ ম্যাচ। এবারের ডাচ লিগে পিএসভি আইন্দোভেনকে শিরোপা জেতায় কার্যকরী ভূমিকা রেখেছেন তিনি। কোপা আমেরিকায় এবার ‘বি’ গ্রুপে খেলবে মেক্সিকো। এই গ্রুপে তাদের সঙ্গে রয়েছে ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জ্যামাইকা। এর আগে আগামী ৩১ মে বলিভিয়ার বিপক্ষে, ৫ জুন উরুগুয়ের বিপক্ষে ও ৮ জুন ব্রাজিলের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
মোহনপুর উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মুন সাধারণ সম্পাদক মাহবুব বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না:সালাম
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আমার খাবার কি ফর্টিফায়েড?
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে