ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১
পিএসজিকে বিদায় দিয়ে রিয়ালের পথে

স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে এমবাপ্পে

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১২ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১২ মে ২০২৪, ১২:০৩ এএম

গল্পটা আসলে একটি স্বপ্নপূরণের পথে যাত্রার। আজ থেকে আরও অনেক বছর আগে এক কিশোর ঘরভর্তি নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি লাগিয়ে দেখেছিলেন সেই স্বপ্ন। ছেলেটির প্রতিভার বিপরীতে স্বপ্নটা মোটেই আকাশকুসুম ছিল না। গতি, ড্রিবলিং, স্কোরিংয়ের সহজাত যে প্রতিভা নিয়ে কিলিয়ান এমবাপ্পে নামের কিশোরটি বেড়ে উঠছিলেন, তার রিয়াল মাদ্রিদে যাওয়ার স্বপ্নটা তাই মোটেই বাড়াবাড়ি ছিল না। তবে স্বপ্ন যদি অত সহজেই ধরা দেবে সেটা আর স্বপ্ন কেন!

সব অনুকূলে থাকার পরও এমবাপ্পেকে স্বপ্ন পূরণের জন্য লড়তে হচ্ছে গত প্রায় ৭ বছর ধরে। নাহ, এখনো তা পূরণ হয়নি। কিন্তু সেই স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় বাধাটি অবশেষে টপকে গেলেন এমবাপ্পে। গতপরশু রাতে এক ঘোষণায় জানিয়েছেন, এ মৌসুম শেষেই পিএসজি ছাড়তে যাচ্ছেন। আজ রাতে তুলুজের বিপক্ষে ম্যাচটিই হবে তার শেষ ম্যাচ। তার এই ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবেই শেষ হয়ে গেল এমবাপ্পের পিএসজি-অধ্যায়। আর একই সঙ্গে শুরু হয়ে গেল তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ক্ষণগণনাও।

২০১৭ সালে মোনাকো থেকে ১৮ কোটি ইউরোতে পিএসজিতে আসেন এমবাপ্পে। তখনই এমবাপ্পেকে নিয়ে রিয়ালের আগ্রহের কথা শোনা গিয়েছিল, কিন্তু গুঞ্জন ডালপালা মেলার আগেই এই ফুটবল-প্রতিভাকে নিজেদের দখলে নেয় পিএসজি। প্রথম কয়েক মৌসুম পিএসজি-এমবাপ্পের যৌথ সংসারটা ভালোই ছিল। কিন্তু ২০২১ সালের জুনে এমবাপ্পের স্বপ্নের ক্লাব তাঁকে কেনার আগ্রহ দেখানোর পর থেকেই শুরু হয় অমীমাংসিত থ্রিলার সিরিজের। ব্যাপারটা এমন ছিল যে পিএসজি ছাড়বে না আর রিয়াল হটবে না।

এরপর থেকে প্রত্যেকটি দলবদলেই এমবাপ্পেকে নিয়ে পিএসজি-রিয়ালের দ্বৈরথ ছিল বিশেষ কিছু। যখনই মনে হচ্ছিল, এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়া সময়ের ব্যাপার, তখনই ঘটনায় আসে নতুন মোড়। এমনকি এমবাপ্পের রিয়ালে যাওয়া ঠেকাতে নাক গলাতে হয় খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁকোকেও। গত দলবদলেও যেমন চুক্তি নবায়ন নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছিল এমবাপ্পে ও পিএসজি। এমবাপ্পেকে প্রাক-মৌসুম সফর থেকে বাদ দেওয়ার পাশাপাশি চুক্তি নবায়ন না করলে বেঞ্চে বসিয়ে রাখার হুমকিও দেয় প্যারিসের ক্লাবটি। পরিস্থিতি এমন ছিল যে এমবাপ্পের পিএসজিতে থাকাটাই মনে হচ্ছিল অসম্ভব এক ব্যাপার। কিন্তু যথারীতি সেই অসম্ভবই পরে সম্ভব হয়েছে।

এ মৌসুমের পুরোটাজুড়ে পিএসজির হয়ে খেলেছেন এমবাপ্পে। এর মধ্যে অবশ্য শীতকালীন দলবদলে আবার আলোচনায় আসে এমবাপ্পের দলবদল প্রসঙ্গ। গুঞ্জন শোনা যাচ্ছিল, জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ করতে যাওয়া এমবাপ্পের সঙ্গে আগাম চুক্তি স্বাক্ষর করে রাখবে রিয়াল। যদিও আনুষ্ঠানিকভাবে সে ঘোষণা আর আসেনি।
যদিও গত ১৯ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, রিয়ালের সঙ্গে আরও দুই সপ্তাহ আগে চুক্তি সম্পন্ন করেছেন এমবাপ্পে। ১ জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে রিয়ালের খেলোয়াড় হতে যাচ্ছেন। এর আগে পিএসজি সভাপতির সঙ্গে দেখা করেই নাকি চুক্তি নবায়ন না করার কথা জানিয়ে আসেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। সে সময় রিয়ালের সঙ্গে এমবাপ্পের ৫ মৌসুমের চুক্তির কথাও জানায় মার্কা। শুধু এটুকুই নয়, রিয়ালে এমবাপ্পের বেতন কাঠামো কেমন হতে পারে তা-ও জানিয়ে দেয় স্প্যানিশ সংবাদমাধ্যমটি। সূত্রের বরাত দিয়ে মার্কা জানায়, রিয়ালে এমবাপ্পের বেতন হবে বার্ষিক ১ কোটি ৫০ লাখ ইউরো থেকে ২ কোটি ইউরোর মধ্যে, এর সঙ্গে বোনাসও যুক্ত হবে।

রিয়াল যাদিও এমবাপ্পেকে দলে নেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে এমবাপ্পের পিএসজি ছাড়ার ঘোষণার পর এখন সবার চোখ রিয়ালের ওপরই নিবদ্ধ। এমবাপ্পে নিজে জানিয়ে দিলেও তিনি কিন্তু এখনো পিএসজিরই খেলোয়াড়। তাই এই মুহূর্তে রিয়াল স্বাভাবিকভাবেই আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেবে না। তা ছাড়া অতীতের অভিজ্ঞতা থেকেও শিক্ষা নিয়েছে রিয়াল। এর আগে একাধিকবার কাছাকাছি গিয়ে ব্যর্থ হয়েছে তারা। এবার তাই শেষটা দেখে নিয়েই হয়তো আনুষ্ঠানিক ঘোষণার পথে হাঁটবে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

একটা স্বপ্নযাত্রার গল্প শুনিয়ে শুরু হয়েছিল এ লেখাটা। এমবাপ্পে ও রিয়ালের চুক্তি ঘোষণার মধ্য দিয়ে সত্যি হবে সে স্বপ্ন। তবে এমবাপ্পের রিয়ালে আসাটা কিন্তু স্বপ্নপূরণে প্রথম ধাপ। রিয়ালে সাফল্য না পেলে স্বপ্নটা শেষ পর্যন্ত অপূর্ণই থেকে যাবে। তবে সেসব এখনো দূরের বাতিঘর। আপাতত এমবাপ্পের সাদা জার্সি পরার স্বপ্নটা পূরণ হোক।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

গাজা-লেবাননে নিহত আরো ২২২

গাজা-লেবাননে নিহত আরো ২২২

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

‘অধ্যাপক’ হিসেবে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৯২২ জন

‘অধ্যাপক’ হিসেবে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৯২২ জন

ঢাবিতে মতবিনিময় সভায় যৌন নিপীড়ক শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ

ঢাবিতে মতবিনিময় সভায় যৌন নিপীড়ক শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ

সেনাবাহিনীর নারী সদস্যরা হিজাব পরতে পারবেন

সেনাবাহিনীর নারী সদস্যরা হিজাব পরতে পারবেন