মেজর লিগ সকারের যে নিয়মে অসন্তুষ্ট মেসি
১৩ মে ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ মে ২০২৪, ১২:০৫ এএম
আঘাত পেয়ে চিকিৎসা নিতে ১৫ সেকেন্ডের বেশি সময় নিলে মাঠের বাইরে থাকতে হবে দুই মিনিট। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের নতুন এই নিয়মে অসন্তুষ্টি প্রকাশ করেছেন লিওনেল মেসি।
লিগের দল ইন্টার মায়ামি অধিনায়কের পর দলটির প্রধান কোচ জেরার্দো মার্তিনো শীঘ্রই নিয়মে সংশোধন আনার পরামর্শ দিয়েছেন। তার মতে, এই নিয়মে ফাউলের শিকার হওয়া দলকেই পেতে হচ্ছে শাস্তি।
বাংলাদেশ সময় রোববার সকালে মন্ট্রিয়েলকে ৩-২ গোলে হারায় মায়ামি। ম্যাচে এই নিয়মের শিকার হন মেসি। ৪০তম মিনিটে মন্ট্রিয়লের ডিফেন্ডার জর্জ ক্যাম্পবেল ফাউল করেন মেসিকে। সঙ্গে সঙ্গে হাঁটু চেপে ধরে শুয়ে পড়েন আর্জেন্টাইন মহাতারকা। মাঠের ভেতর ছুটে আসেন মায়ামির চিকিৎসকরা। অবশ্য কড়া ট্যাকল করেও কার্ড পাননি ক্যাম্পবেল।
মেসির প্রাথমিক চিকিৎসা নিতে ১৫ সেকেন্ডের বেশি লেগে যায়। কার্যকর হয় এমএলএসের নতুন নিয়মটি। যার ফলে দুই মিনিট মাঠের বাইরে থাকতে হয় মেসিকে, যা একদমই পছন্দ হয়নি বিশ্বকাপজয়ী তারকার। ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় মেসি বলেন, “এই ধরনের নিয়ম…খুবই বাজে।”
এমএলএসের নতুন আইনি অনুযায়ী, “কোনো খেলোয়াড়ের সম্ভাব্য চোটের কারণে যদি রেফারি খেলা বন্ধ করে দেন, ওই খেলোয়াড় যদি ১৫ সেকেন্ডের বেশি সময় মাঠে পড়ে থাকেন এবং চিকিৎসকরা মাঠে প্রবেশ করলে, খেলোয়াড়টিকে দুই মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে।”
এই নিয়মের কারণে গুরুত্বপূর্ণ ওই সময়ে মাঠের বাইরে থাকায় ফ্রি-কিক নিতে পারেননি মেসি। ওই ঘটনার একটু পরই আরেকটি ফ্রি কিক পায় মায়ামি এবং তা থেকে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা দলকে গোল এনে দেন মাতিয়াস রোহাস। পরে লুইস সুয়ারেস ও বেনহামিন ক্রেমাস্কির গোলে ৩-২ ব্যবধানে জেতে মায়ামি।
ম্যাচ শেষে নতুন এই নিয়ম নিয়ে হতাশা প্রকাশ করেন মায়ামি কোচ। মার্তিনোর মতে, ফাউলের শিকার হয়ে মেসিকেই পেতে হয়েছে শাস্তি। ক্যাম্পবেলকে হলুদ কার্ড দেখানো উচিত ছিল বলেও মনে করেন তিনি।
“লিওর বেলায় যেটা হয়েছে, তাকে পরিষ্কারভাবে ফাউল করা হয়েছে। ওই খেলোয়াড়ের হলুদ কার্ড প্রাপ্য ছিল, সেটা করা হলে মেসিকে দুই মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হতো না।”
“আমি যা বুঝলাম, যে দল ফাউলের শিকার হয়েছে তাদেরকেই শাস্তি দেওয়া হয়েছে। নতুন এই নিয়মের কিছু দিক অবশ্যই সংশোধন করতে হবে। পরিষ্কার ফাউল ছিল এবং হলুদ কার্ড দেখানো উচিত ছিল। শেষ পর্যন্ত যা হলো, আমরাই লিওকে দুই মিনিটের জন্য হারালাম।”
এই জয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও সুসংহত করল মায়ামি। ১৩ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট ২৭। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিনসিনাতি। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার ১২ নম্বরে মন্ট্রিয়ল।
বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় ওরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মায়ামি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ