আবাহনী না বসুন্ধরা কিংস
১৪ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৪ মে ২০২৪, ১২:০৩ এএম
ঘরোয়া ফুটবলে চলমান মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনাল আজ। যে ম্যাচে বর্তমান রানার্সআপ ঢাকা আবাহনী লিমিটেড মুখোমুখি হবে বসুন্ধরা কিংসের। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি। এর আগে গত ৭ মে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ফাইনালে জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফলে আজকের ম্যাচে যারা জিতবে তারা আগামী ২১ মে মোহামেডানের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে। এবারের ফেডারেশন কাপের ফাইনালে কে হবে মোহামেডানের সঙ্গী? এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের ফুটবলপ্রেমীদের মনে। চলতিমৌসুমে ঢাকা আবাহনী এখন পর্যন্ত কোনো ট্রফির দেখা পায়নি। তবে ইতোমধ্যে মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা পাঁচ শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। এখন কিংসের সামনে রয়েছে ট্রেবল জেতার হাতছানি। ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হতে পারলে তারা প্রথমবারের মতো ট্রেবল জিতে ইতিহাস গড়বে। তবে তার আগে ফেডারেশন কাপের ফাইনালে উঠতে হবে তাদের।
শেষ চারে সাফল্য পেয়ে দু’দলই চাইবে ফাইনালে উঠতে। মৌসুমের দুই আসরে সেরা হয়ে এখন পুরোপুরি উজ্জীবিত রয়েছে বসুন্ধরা কিংস। তাই তাদের হারিয়ে ফাইনালে ওঠা যে আবাহনীর জন্য বেশ কঠিন হবে তা অনুমেয়ই। কিংস তিন ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করলেও রানার্সআপ হওয়ার দৌঁড়ে মোহামেডানের চেয়ে পিছিয়ে আছে আবাহনী। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়। এছাড়া লিগের দ্বিতীয় পর্বে লড়াই করলেও বসুন্ধরার বিপক্ষে হার এড়াতে পারেনি আবাহনী। ফেডারেশন কাপের সেমিফাইনালে আজ অবশ্য লড়াই করে ঘুরে দাঁড়াতে চায় আবাহনী। দলের অন্যতম মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় গতকাল বলেন, ‘আমরা জেতার জন্যই মাঠে নামবো। শেষ সময় পর্যন্ত একই তালে খেলতে পারলে ফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আশা করছি সবাই নিজেদের সেরাটা দিতে পারবে বসুন্ধরার বিপক্ষে।’ আবাহনীর বর্তমান ম্যানেজার কাজী নজরুল ইসলাম এসময় দলের তারকা খেলোয়াড় ছিলেন। নিজ ক্যারিয়ারে দলের সাফল্যের ভাগিদার হয়ে এবার ম্যানজার হিসেবেও সফল হতে চান তিনি। ফেডারেশন কাপের ফাইনালে যাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী নজরুল, ‘আমরা লিগ কিংবা স্বাধীনতা কাপ পাইনি। ফেডারেশন কাপে সম্ভাবনা আছে। কাল (আজ) যদি দলের সব খেলোয়াড় ভালো খেলতে পারে তাহলে হয়তো ফাইনালে যেতে পারবো আমরা। তবে বসুন্ধরা কিংস শক্তিশালী দল। তাদের বিপক্ষে লড়াইটা বেশ জমজমাটই হবে।’ কিংসের বিপক্ষে লিগের দ্বিতীয় পর্বে ২-১ ব্যবধানে হারলেও দারুণ লড়াই করেছিল আবাহনী। তাই ফেডারেশন কাপেও কর্নেলিয়াস-ওয়াশিংটনদের বিপক্ষে রবিনহো-মিগুয়েলদের আরও একটা জম্পেস লড়াই দেখার অপেক্ষায় আছেন সমর্থকরা।
এদিকে গত শনিবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিপিএলে নিজেদের ১৫তম ম্যাচে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে টানা পাঁচ শিরোপা নিশ্চিত করার পর পুরোপুরি উৎসব করেনি কিংসরা। তাদের মগজে ফেডারেশন কাপের সেমিফাইনাল। বিশেষ করে আবাহনীর বিপক্ষে লড়াই অনেকটাই চিরপ্রতিদ্ব›দ্বীর মতো। তাইতো বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রæজোন বলেন, ‘বিপিএলে চ্যাম্পিয়ন হলেও এখনই আনন্দ নয়। আমাদের সামনে সেমিফাইনাল ম্যাচ রয়েছে। আবাহনী ভালো দল। তাদের বিপক্ষে খেলতে হবে। দলের সবাইকে প্রস্তুতি নিতে হবে। তবে আমরা মৌসুমে ট্রেবল জিততে চাই। সেই লক্ষ্যে সবাই খেলবে।’ ডিফেন্ডার তপু বর্মণও আশাবাদী কণ্ঠে বলেন, ‘মৌসুমে ট্রেবল জেতার পথে এগিয়ে যেতে হলে ফেডারেশন কাপের সেমিতে আবাহনীকে হারাতে হবে। আমরা এই মৌসুমে তিনটি ট্রফি জিতে উৎসব করতে চাই।’
শক্তিশালী দল গড়েও গত মৌসুমে ফেডারেশন কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল বসুন্ধরা কিংসকে। মোহামেডানের কাছে সেমিতে ২-১ গোলে হেরে শেষে স্থান নির্ধারণী ম্যাচে শেখ রাসেলকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় হয়েছিল তারা। ঘরোয়া ফুটবলের অন্যতম শক্ত দলটির জন্য ছিল সেটি দারুণ হতাশার। অন্যদিকে গত ফেডারেশন কাপের সেমিফাইনালে শেখ রাসেলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েই ফাইনালে নাম লিখিয়েছিল ঢাকা আবাহনী। ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্ব›দ্বী মোহামেডান ও আবাহনী। মর্যাদার সেই লড়াইটিতে দারুণ প্রতিদ্ব›দ্বীতা করেও টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া করে আবাহনী। নির্ধারিত সময়ের খেলা ৪-৪ ব্যবধানে ড্র থাকায় টাইব্রেকারে ৪-২ গোলে জয় পেয়ে দীর্ঘ ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল মোহামেডান। যে সাফল্য এবারও ফাইনাল পর্যন্ত নিয়ে আসে তাদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত