শিরোপা খরা ঘোচালো জুভেন্টাস
১৭ মে ২০২৪, ১২:১৪ এএম | আপডেট: ১৭ মে ২০২৪, ১২:১৪ এএম
তিন বছর পর শিরোপা খরা ঘুচালো ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে সফল দল হয়েও গত তিন বছরে ঘরে তুলতে পারেনি কোনো শিরোপা। অবশেষে ইতালিয়ান কাপ জিতে খরা ঘুচিয়েছে দলটি। ঘরোয়া লিগে ২০১৯-২০ মৌসুমে শিরোপা জয়ী জুভেন্টাসের এবারও লিগে সময়টা ভালো কাটছে না। এপর্যন্ত ৩৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। লিগে শিরোপা পুনরুদ্ধার করতে না পারলেও এ মৌসুমে অন্তত একটি ট্রফি জিতলো ক্লাবটি। বুধবার রাতে কোপা ইতালিয়ার ফাইনালে আটালান্টার মুখোমুখি হয় জুভেন্টাস। ফাইনালে ১-০ গোলে আটালান্টাকে হারিয়ে দলকে শিরোপা এনে দিলো ম্যাসিমিলিয়ানো অ্যাল্লেগ্রি। সবশেষ শিরোপা জয়ের ম্যাচেও এই দলকে ২-১ গোলে হারিয়েছিল জুভেন্টাস। ইতালিয়ান কাপে সবচেয়ে বেশি ফাইনাল খেলা ও চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড জুভেন্টাসের। ২২ বার ফাইনাল খেলে ১৫টি শিরোপা জিতেছে তারা। এবারের ফাইনালে প্রথমার্ধের একমাত্র গোলে জয় তুলে নেয় জুভেন্টাস। খেলা শুরুর ৪ মিনিটের মধ্যেই গোল আদায় করে নেয় অ্যাল্লেগ্রির দল। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন সার্বিয়ান তারকা দুসান ভøাহোভিচ। শুরুতেই পিছিয়ে পড়া আটালান্টা ম্যাচের বাকি ৮৬ মিনিট শুধু লড়াই-ই করে গেছে ঠিকই কিন্তু গোল করে খেলায় ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ঐ এক গোলের জয়ে উৎসবে মাতে জুভেন্টাস ভক্তরা। দলের এই সাফল্যে নতুন এক রেকর্ড গড়লেন আল্লেগ্রি। প্রথম কোচ হিসেবে জিতলেন পাঁচটি ইতালিয়ান কাপ শিরোপা। চারবার করে জয়ের কীর্তি আছে সভেন-গোরান এরিকসেন ও রবের্তো মানচিনির। দলকে শিরোপা জয়ের আনন্দে ভাসাতে পেরে উচ্ছ্বসিত অ্যাল্লেগ্রি বলেন, ‘ছেলেদের জন্য আজ খুব খুশি, তারা ক্লাবে, সমর্থক ও আমার জন্য আনন্দ বয়ে এনেছে। জেতা কখনোই সহজ নয়, তবে এটা আমাদের ডিএনএ-তে আছে। আগামী বছর আমি জুভেন্টাসের কোচ না থাকলেও, আমি শক্তিশালী একটা দল রেখে যাব। ক্লাব এর মূল্যায়ন করবে।’
এদিকে, মেজর লিগ সকারে পয়েন্ট হারিয়েছে মেসিবিহীন ইন্টার মিয়ামি। আগের ম্যাচে মন্ট্রিয়লের বিপক্ষে ৩-২ গোলে জেতা ইন্টার মিয়ামি এবার গোলশুন্য ড্র করেছে ওরলান্ডো সিটির সাথে। মন্ট্রিয়লের বিপক্ষে পাওয়া চোটের কারনে ওরলান্ডো সিটির বিপক্ষে মাঠে নামতে পারেননি লিওনেল মেসি। তাই মেসিহীন ম্যাচটা জিততেও পারেনি ইন্টার মিয়ামি। গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ম্যাচ। মেসি না থাকায় তার জায়গায় একাদশে স্থান পেয়েছেন রবার্ট টেইলর। আক্রমণে নেতৃত্ব দিয়েছেন লুইজ সুয়ারেজ এবং ম্যাতিয়াস রোজাস। ম্যাচে মাত্র তিনটি শটই গোল বরাবর নিতে পেরেছে মিয়ামি। পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকা জর্ডি আলবা এদিন বদলি হিসেবে ৬৪ মিনিটে নেমেছেন ঠিকই কিন্তু দলের হয়ে কাজের কাজ কিছুই করতে পারেনি। টানা ৫ জয়ের পর ওরলান্ডোর বিপক্ষে হোঁচট খাওয়া মিয়ামি নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। এপর্যন্ত ১৪ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট সংগ্রহ করেছে মেসির দল। কোচ গেরারডো মার্টিনো জানিয়েছেন, এই ম্যাচে না খেললেও মেসির ইনজুরি খুব বেশি গুরুতর নয়। খুব শিগগিরই ফিরে আসবেন তিনি, ‘তার হাঁটুতে একটা সমস্যা হচ্ছে। কিন্তু অনুশীলন করেছে প্রতিটি দিন।’
আগামী মৌসুমে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে চেলসির খেলা নিশ্চিত হলেও ম্যানচেস্টার ইউনাইটেডকে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে গুরুত্বপুর্ন ম্যাচে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। নিজেদের রেকর্ড হলুদ কার্ডের ম্যাচে এই জয়ে ইউরোপিয়ান কাপে জায়গা করে নিলো অলব্লুজরা। এই ম্যাচে রাহিম স্টার্লিং ও ময়েজেস কাইসেদো হলুদ কার্ড পাওয়ায় এক মৌসুমে ১০৩ টি হলুদ কার্ড পাওয়ার রেকর্ড করলো চেলসি। কোল পালমার আর ক্রিস্টোফার এনকুকুর গোলে জয় এক প্রকার নিশ্চিত হয়েছিলো চেলসির। কিন্তু খেলা শেষের যোগ করা সময়ের ৭ মিনিটে ব্রাইটনের হয়ে ব্যবধান কমান ড্যানি ওয়েরব্যাক। এই জয়ে ৩৭ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলে ৬ষ্ঠ স্থানে উঠে এলো চেলসি। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট পাওয়া ব্রাইটন আছে দশ নম্বরে। লিগের আরেক ম্যাচে নিউ ক্যাসলকে ৩-২ গোলে হারিয়ে ইউরোপিয়ান কাপে খেলার আশা বাঁচিয়ে রেখে ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে ম্যান ইউ’র হয়ে কোবি মাইনো, অ্যামাদ দিয়ালো এবং রাসমুস হুজলান্ড একটি করে গোল করেন। নিউ ক্যাসেলের হয়ে দুই গোল শোধ করেন অ্যান্থনি গরডন ও লুইস হাল। দু’দলই ৩৭ করে ম্যাচ খেলে সমান ৫৭ পয়েন্ট অর্জন করেছে। প্রিমিয়ার লিগের শিরোপা থেকে ছিটকে পড়লেও এ মৌসুমে ট্রফি জেতার সুযোগ আছে ম্যান ইউ’র। আগামী ২৫ মে এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দি ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে অল রেডরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক