জার্মানির ইউরো দলে ৪ গোলরক্ষক, নেই নাব্রি-হুমেলস
১৭ মে ২০২৪, ০৬:২৭ এএম | আপডেট: ১৭ মে ২০২৪, ০৬:২৯ এএম
আসন্ন ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক জার্মানি। এই দলে গোলরক্ষক আছেন চারজন। তবে জায়গা হয়নি বরুশিয়া ডর্টমুন্ডকে ফাইনালে তোলার অন্যতম নায়ক ম্যাটস হুমেলসের। নেই নেই সার্জ নাব্রি, লিওন গোরেৎসকা, টিমো ভেরনার, নিকলাস সুলেরাও।
জার্মানি জাতীয় দলের কোচ ইউলিয়ান নাগলসমান বৃহস্পতিবার ২৭ সদস্যের দল ঘোষণা করেন। ৭ জুনের মধ্যে তালিকা থেকে একজন বাদ পড়বেন। দলে আছেন অবসর ভেঙে ফেরা তারকা মিডফিল্ডার টনি ক্রুস।
আগামী ১৪ জুন শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের লড়াই।
দুই নিয়মিত গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ও মার্ক-আন্ড্রে টের স্টেগেন এবং অলিভার বাউমানের সঙ্গে ডাক পেয়েছেন স্টুটগার্টের আলেকসান্দার নুবেল। এছাড়া গত সাত মাসে যাদেরকে খেলিয়েছেন নাগেলসমান, তাদের বেশিরভাগই আছেন দলে।
সবশেষ ২০১৬ ইউরোয় সেমি-ফাইনালে খেলেছিল সেই সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এরপর থেকে দলটির পারফরম্যান্সে কেবল অবনতিই হয়েছে। পরের দুই বিশ্বকাপেই তারা ছিটকে পড়ে গ্রুপ পর্ব থেকে। আর সবশেষ ২০২১ ইউরোয় তারা কোনোমতে পেরোতে পারে গ্রুপ পর্ব।
তবে তাদের খেলা সবশেষে দুই ম্যাচ থেকে প্রেরণার আশা করছেন নাগেলসমান। ওই মাসে দুটি প্রীতি ম্যাচ খেলে দুটিতেই জয় পায় তারা; ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে জয়ের পর নেদারল্যান্ডসকে হারায় ২-১ ব্যবধানে।
“যখন হাতে এমন একটা স্কোয়াড থাকে, যে দল এখনও গড়ে উঠছে এবং একই সঙ্গে ভঙ্গুরও, তখন মার্চের অমন পারফরম্যান্সের পর দলে নতুন উপাদান যোগ হলে বিস্ফোরণ ঘটতে পারে এবং আবার ভাঙাচোরা অবস্থা থেকে শুরু করতে হতে পারে।”
দলে চার গোলরক্ষক নেওয়ার ব্যখ্যায় নাগেলসমান বলেন, “আমরা চার গোলরক্ষক বেছে নিয়েছি এবং চার জনকে নিয়েই টুর্নামেন্টে যাব। নুবেল ডাক পাওয়ার যোগ্য। কেন চার গোলরক্ষক? অনুশীলনেও গোলরক্ষক প্রয়োজন এবং মানুয়েলের (নয়ার) সবসময় সেটা করতে হবে না। আমরা অনুশীলনে সবার (ওয়ার্কলোড) নিয়ন্ত্রণ করতে পারব এবং চাপটা সবার মাঝে ছড়িয়ে দেব।”
“এর ফলে (মূল দলে) ২২ জন মাঠের খেলোয়াড় থাকবে। আমি খুব ভালোভাবেই এতে দল গড়তে পারব। অন্তত ২০ জন ঠিকঠাক অনুশীলনও করতে পারবে, যদি কয়েকজন বাইরেও থাকে।”
নাব্রি ফিট থাকলে অবশ্যই ইউরোয় খেলতেন। হুমেলস ও গোরেৎসকাকে বাদ দেওয়ার কারণ ব্যাখ্যায় জার্মানি কোচ বলেন, "তাদের দুজনের সঙ্গেই আমার লম্বা আলাপ হয়েছে। ওরা দুজনই হতাশ, আর সেটা বোধগম্যও। দিন শেষে আমাকে দলের চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়। জাতীয় দলে থাকার জন্য সবই করেছে তারা। আমি বোঝানোর চেষ্টা করেছি. কী কারণে তাদের রাখা যাচ্ছে না।"
২০১৪ বিশ্বকাপজয়ী দলের তিনজন আছেন এই দলে। রিয়াল মাদ্রিদের টনি ক্রুস ও বায়ার্ন মিউনিখের নয়্যারের সাথে আছেন টমাস মুলার।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়াই দিয়ে যাত্রা শুরু হবে জার্মানির। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। ইউরো শুরুর আগে ইউক্রেন ও গ্রীসের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি।
জার্মানির ইউরো ২০২৪-এর প্রাথমিক দল:
গোলকিপার: অলিভার বাউমান, ম্যানুয়েল নয়্যার, আলেক্সান্ডার নুবেল, মার্ক-আন্দ্রে টের স্টেগেন।
ডিফেন্ডার: ভালদেমার অ্যান্টন, বেঞ্জামিন হেনরিকস, জশুয়া কিমিখ, রবিন কচ, ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টাড, ডেভিড রাউম, আন্তোনিও রুডিগার, নিকো শ্লটারবেক, জোনাথান টাহ।
মিডফিল্ডার: রবার্ট আনড্রিখ, ক্রিস ফুরিখ, পাসকাল গ্রো, ইকলায় গুনদোয়ান, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, আলেক্সান্দার পাভলোভিচ, লেরয় সানে, ফ্লোরিয়ান ভার্টজ।
ফরোয়ার্ড: ম্যাক্সিমিলিয়ান বেইয়ের, নিকলাস ফুলক্রুগ, কাই হাভার্টজ, টমাস মুলার ও ডেনিস উনদাব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজন ধারালো অস্ত্রাঘাতে হত্যা;আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ,দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা
ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে