ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে, দলে ফিরলেন কান্তে
১৮ মে ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৮ মে ২০২৪, ১২:০০ এএম
আগামী ১৫ জুন জার্মানীতে পর্দা উঠবে ইউরোপ ফুটবলের সেরা আসর ইউরো ২০২৪ এর। টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে কিলিয়ান এমবাপ্পেকে অধিনায়ক করে ২৫ সদস্যের ফ্রান্স দল ঘোষণা করেছে কোচ দিদিয়ের দেশম। ২০১৮ এর বিশ্বকাপ জয়ের নায়ক ও কাতার বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে দারুণ অবদান রাখা এই স্ট্রাইকার প্রথমবার কোনও বড় টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন। গত বছর মার্চে জাতীয় দলের অধিনায়কত্ব পান কিলিয়ান এমবাপ্পে। দলে একমাত্র নতুন মুখ পিএসজির ২১ বছর বয়সী উইঙ্গার ব্রাডলি বারকোলা। তবে এবারের দলে একমাত্র চমক এনগোলো কান্তে। দুই বছর পর ফরাসী দলে ফিরলো এই মিডফিল্ডার। ২০২২ সালের জুনের পর থেকে আর ফ্রান্সের জার্সিতে খেলার সুযোগ পাননি কান্তে। ইনজুরির কারণে মিস করে ফেলেছেন ২০২২ সালের কাতার বিশ্বকাপও। তবে ২০১৮ সালের বিশ্বকাপ দলে ছিলেন এই তারকা মিডফিল্ডার। ইনজুরির কারণে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতেও অনিয়মিত হয়ে পড়েন ফরাসী এই তারকা। পরে চেলসি ছেড়ে যোগ দেন সউদি প্রো লিগের দল আল ইত্তিহাদে। ইনজুরি কাটিয়ে সউদি লিগে নিয়মিত ম্যাচ খেলেছে এনগোলো কান্তে। ২৬ সদস্যের ফ্রান্স দলে এনগোলো কান্তে ছাড়াও দলে জায়গা পেয়েছেন অলিভার জিরু, কিলিয়ান এমবাপ্পে ও অ্যান্তোনিও গ্রিজম্যানের মত তারকারা। এবারের ইউরোতে ‘ডি’ গ্রুপে খেলবে ফ্রান্স। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও পোল্যান্ড। ১৮ জুন নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ ২০০০ সালের আসরে ইউরোর শিরোপা জিতেছিল ফ্রান্স। এরপর প্রায় ২৪ বছরে আর শিরোপা ছুঁতে পারেনি ফরাসিরা। গেল আসরের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে এমবাপ্পেদের। সেবার সেরা আটের ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিলো ফরাসীরা।
এদিকে, কোপা আমেরিকার শিরোপার লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেনটিনা। আগামী মাসে যুক্তরাষ্ট্রে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে ৯ জুন প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। পাঁচ দিন পর ওয়াশিংটন ডিসির ম্যারিল্যান্ডের ল্যান্ডোভারের কমান্ডার্স ফিল্ডে গুয়াতেমালার মুখোমুখি হবে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। প্রস্তুতি ম্যাচের প্রথম প্রতিপক্ষ ইকুয়েডর খেলচে এবারের কোপায়। ফলে এই দলটির বিপক্ষের ম্যাচটিই চ্যালেঞ্জ হিসেবে দেখছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনী। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে এ পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র একটিতে হেরেছে ইকুয়েডর। কোপা আমেরিকায় আর্জেন্টিনা-ইকুয়েডর দু’দলই নিজেদের গ্রুপ পর্ব পার হলে দেখা হতে পারে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে। তাই কোপার প্রস্তুতির জন্য ইকুয়েডরকে সেরা প্রতিপক্ষ মানছেন আর্জেন্টিনা কোচ স্কালোনী। ইকুয়েডরকে ‘কঠিন প্রতিপক্ষ’ আখ্যা দিয়ে স্কালোনি বলেন, ‘খেলোয়াড়রা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে নামবে। অনেকেই মৌসুম জুড়ে প্রচুর ম্যাচ খেলেছে। যে দুটি ম্যাচ আছে, এর মধ্যেই প্রস্তুত হয়ে যাবে দল। ইকুয়েডর কঠিন প্রতিপক্ষ। আর গুয়েতেমালা ম্যাচে অনেক দর্শক হয়। সেটাও ভালো ম্যাচই হবে। কারণ, মানুষ দিন শেষে ভালো ফুটবলই দেখতে আসে।’ আরেক প্রতিপক্ষ গুয়েতেমালা নেই এবারের কোপা আমেরিকায়। আগামী ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে এবারের কোপা আমেরিকার আসর। এবারের আসরে গ্রুপ ‘এ’-তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ পেরু, চিলি ও কানাডা। কোপায় ২০ জুন কানাডার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। ২৫ জুন নিউজার্সিতে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চিলি। আর ২৯ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পেরুর বিপক্ষে খেলবে লিওনেল মেসিরা। অন্য দিকে ‘বি’ গ্রুপে ইকুয়েডরের সাথে আছে মেক্সিকো, ভেনেজুয়েলা ও জ্যামাইকা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজন ধারালো অস্ত্রাঘাতে হত্যা;আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ,দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা বিকালে
নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা
ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!
ঘুস নেওয়ার অভিযোগ, টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ
তালাক নিয়ে যুক্তরাজ্যে যেতে চান বাশার আল-আসাদের স্ত্রী
গভীর রাতে মেসে ছাত্রীদের বিক্ষোভ, মালিকের দুই ছেলেকে পুলিশে সোপর্দ
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড