ট্রফি উৎসবের ম্যাচ জিততে পারেনি বসুন্ধরা
১৯ মে ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৯ মে ২০২৪, ১২:০২ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগের ম্যাচে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে টানা ৫ শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা কিংস। তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হলেও ট্রফি উৎসবের ম্যাচে জিততে পারেনি তারা। নিজেদের ১৬তম ম্যাচে এসে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সামনে হোঁচট খেল লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা। গতকাল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক দলকে ২-২ ব্যবধানে রুখে দেয় পুলিশ। বসুন্ধরার পক্ষে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন সানডে উদোহ ও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ একটি করে গোল করেন। পুলিশের হয়ে দুই গোল শোধ দেন যথাক্রমে স্থানীয় ফরোয়ার্ড মাহদি ইউসুফ খান ও ভেনেজুয়েলার ফরোয়ার্ড এডওয়ার্ড মরিলো। চলতি লিগে এটি কিংসদের দ্বিতীয় ড্র। এর আগে তারা একটি ম্যাচ হেরেছিল ও একটিতে ড্র করেছিল।
ঘরের মাঠে কাল পুলিশের বিপক্ষে ম্যাচের পর বসুন্ধরা কিংস বুঝে নেয় চ্যাম্পিয়ন ট্রফি। ট্রফি উৎসবের ম্যাচটি জয়ে রাঙাতে না পারলেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বিজয়ীরা। যদিও গোলের দেখা পেতে প্রথমার্ধের প্রায় শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় বসুন্ধরাকে। আক্রমণের ধারায় থেকে ম্যাচের ৪৪ মিনিটে নাইজেরিয়ান এমফন উদোহর গোলে লিড নেয় কিংস (১-০)। এই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে তারা। ম্যাচের ৫০ মিনিটে মাহদি খানের গোলে সমতায় ফেরে পুলিশ (১-১)। সমতায় ফিরে এগিয়ে যেতে মরিয়া হয়েই লড়েন পুলিশের ফরোয়ার্ডরা। সাফল্যও পান তারা ম্যাচের ৬৯ মিনিটে। এসময় ভেনেজুয়েলার ফরোয়ার্ড এডওয়ার্ড মরিলো গোল করলে এগিয়ে যায় পুলিশ (২-১)। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সার্ভিসেস দলটি। ম্যাচের ৭১ মিনিটে ব্রাজিলিয়ান ডরিয়েলটনের গোলে সমতায় ফেরে বসুন্ধরা কিংস (২-২)। বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও আর গোল হয়নি। ফলে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণের ম্যাচটি ড্র করেই মাঠ ছাড়েন রবসন রবিনহো-রাকিব হোসেনরা। ম্যাচ শেষে বসুন্ধরা কিংসের কোচ ও অধিনায়কের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। এসময় উপস্থিত ছিলেন কিংস সভাপতি ইমরুল হাসান ও বাংলাদেশ ফুটবল ফেডারেনশের কর্মকর্তারা।
২০১৮-১৯ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লিখিয়ে একের পর এক ট্রফি জিতেই চলেছে বসুন্ধরা কিংস। গত মৌসুমে প্রথম দল হিসেবে টানা চতুর্থ শিরোপা জিতে রেকর্ড গড়েছিল তারা। এবার সেই রেকর্ডকে আরো উঁচুতে তুললো স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের দল। ২০০৭ সালে দেশে পেশাদার ফুটবল শুরু হওয়ার পর লিগে সর্বাধিক ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। তারা টানা তিনবার চ্যাম্পিয়ন হয়ে বিপিএলে প্রথম হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড গড়লেও বসুন্ধরা কিংস ডাবল হ্যাটট্রিক করার অপেক্ষায় আছে। আর একবার চ্যাম্পিয়ন হতে পারলেই একমাত্র দল হিসেবে শিরোপা জয়ের ডাবল হ্যাটট্রিক করে ইতিহাস গড়বে তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া