অপরাজিত থেকেই শাবির লেভারকুসেনের শিরোপা উৎসব
১৯ মে ২০২৪, ০৯:২৬ এএম | আপডেট: ১৯ মে ২০২৪, ০৯:২৬ এএম
এক যুগ ধরে বুন্দেসলিগা শাসন করা বায়ার্ন মিউনিখও যা পারেনি, অখ্যাত এক দলকে নিয়ে সেটাই করে দেখালেন শাবি আলন্সো। অবনমন অঞ্চলে ধুঁকতে থাকা দলের দায়িত্ব নিয়ে এই স্প্যানিয়ার্ড গড়লেন ইতিহাস। জার্মান শীর্ষ লিগের সুদীর্ঘ ইতিহাসে প্রথম দল হিসেবে বায়ার লেভারকুসেনকে এনে দিলেন অপরাজিত চ্যাম্পিয়নের খেতাব।
বুন্দেসলিগা আসরে নিজেদের শেষ ম্যাচে শনিবার আউসবুর্গকে ২-১ গোলে হারিয়ে ঘরের মাঠে শিরোপা উৎসবের বাঁধনহারা উল্লাসে মাতে লেভারকুসেন।
বে অ্যারেনায় ভিক্টর বোনিফেসের গোলে দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। ১৫ মিনিট পর রবার্ট আন্দরিচের গোলে ম্যাচের নিয়ন্ত্রণও পেয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে কোমুর ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দিলেও, শেষ পর্যন্ত আর কিছু করতে পারেনি সফরকারীরা।
১২০ বছরের বুন্দেসলিগার ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হলো লেভারকুসেন। জার্মান শীর্ষ লিগে লেভারকুসেনেরও প্রথম শিরোপা এটি।
ম্যাচের শেষ বাঁশি বাজতেই শুরু হয়ে যায় লেভারকুসেনের উৎসব। গ্যালারিতে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস, তার মাঝে সবুজ আঙিনায় কোচ-খেলোয়াড়দের নেচে গেয়ে উদযাপন। আতসবাজির ফোয়ারা আর আলোঝলমলে মঞ্চে চ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি।
২০২২ সালের অক্টোবরে আলন্সো যখন লেভারকুসেনের দায়িত্ব নেন, তখন বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ছিল ১৭তম। এদিকে শাবির এটি ছিল শীর্ষ পর্যায়ের কোনো ক্লাবের প্রথম দায়িত্ব। কোচিং অভিজ্ঞতা বলতে ছিল রেয়াল সোসিয়েদাদের ‘বি’ দলের হয়ে তিন বছর কাজ করা। সেই শাবির কোচিংয়েই রেলিগেশনের শঙ্কা উড়িয়ে লেভারকুসেন মৌসুম শেষ করে ষষ্ঠ স্থানে থেকে।

এরপর তো তাদের উত্থানের গল্প হার মানিয়েছে রূপকথাকেও। দলটি সত্যিকার অর্থেই হয়ে ওঠে অজেয়, অপ্রতিরোধ্য। একের পর এক রেকর্ড গড়ে ৫ ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলে লিগ শিরোপা।
বুন্দেসলিগায় টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড, সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অপরাজিত থাকার ইউরোপিয়ান রেকর্ড গড়ার পর গত সপ্তাহে তারা ছুঁয়ে ফলে অজেয় পথচলার ফিফটি।
এবার সেই সংখ্যাকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার পাশাপাশি গড়ল বুন্দেসলিগার ইতিহাসে অপরাজিত থেকে মৌসুম শেষ করার অনন্য কীর্তি।
৩৪ ম্যাচে ২৮ জয় ও ৬ ড্রয়ে ৯০ পয়েন্ট নিয়ে আসর শেষ করল লেভারকুসেন।
মৌসুমের শুরুতে অনেকেই হয়ত টানা ১১ বারের চ্যাম্পিয়ন বায়ার্নের হাতেই দেখছিলেন ১২তম লিগ শিরোপা। কিন্তু শুরু থেকেই তারা যেন নিজেদের হারিয়ে খুঁজছিল। লেভারকুসেনকে চ্যালেঞ্জই জানাতে পারেনি তারা। মৌসুমের শেষটাও টমাস টুখেলের দলের হয়েছে হফেনহেইমের কাছে ৪-২ গোলের বড় পরাজয়ের মধ্য দিয়ে।
বরুশিয়া মশেনগ্লাবাখকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া স্টুটগার্ট হয়েছে রানার্সআপ। তাদের পয়েন্ট ৭৩, বয়ার্নের ৭২।
বুন্দেসলিগা থেকে এবার পাঁচটি দল সরাসরি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পেয়েছে। পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচের অন্য দুই দল হলো লাইপজিগ (৬৫ পয়েন্ট) ও বরুশিয়া ডর্টমুন্ড (৬৩ পয়েন্ট)।
৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট খেলবে ইউরোপা লিগে। আর ৪৬ পয়েন্ট নিয়ে সপ্তম হওয়া হফেনহাইম খেলবে উয়েফা কনফারেন্স লিগে।
দ্বিতীয় স্তরের লিগে নেমে গেছে পয়েন্ট টেবিলের শেষ দুই দল এফসি কোলন ও ডার্মস্টাড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দুই শেয়ারবাজারেই বড় পতন
দিল্লির লকডাউন ঢাকায় দাফন হয়েছে : জাগপা
ইমাম প্রশিক্ষণে সউদী সরকারের সহায়তার আশ্বাস
চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা, নারী গ্রেফতার
পঞ্চদশ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি
কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ডে পতিত ফ্যাসিস্টরা উৎসাহিত হচ্ছে : রিজভী
রাজনৈতিক দলগুলোকে ইউরোপীয় ইউনিয়নের বার্তা
বিআরটিসি বাসে পাইলটিং ভিত্তিতে ই-টিকেট সেবা কার্যক্রম শুরু
ডিএমপি কমিশনারের ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে : সাইফুল হক
মতভিন্নতা সত্ত্বেও প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে স্বাগত জানালো এবি পার্টি
প্রধান উপদেষ্টার ভাষণে দেশবাসী উজ্জীবিত : লেবার পার্টি
দেশকে দ্রুতবেগে বিপদের দিকে ঠেলে দিচ্ছি : ফরহাদ মজহার
দিল্লি-কাবুলের ষড়যন্ত্রেই বেড়েছে সন্ত্রাসী হামলা: শেহবাজ শরীফ
জীবন্ত ফার্ন গাছে বিরল খনিজের সন্ধান
চীনের গুপ্তচর হিসেবে অভিযুক্ত লিন্ডা সানের বিচার শুরু
তীব্র পানি সংটে ইরানের নাগরিক জীবন ঝুঁকিতে
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে চীনকে পাশে পেল ভেনেজুয়েলা
মালয়েশিয়াগামী শ্রমিকদের ৩১৪ কোটি টাকা আত্মসাতে ৫ এজেন্সির বিরুদ্ধে মামলা
গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র বিকল্প : মির্জা ফখরুল