শিরোপার রুদ্ধশ্বাস অপেক্ষা : শেষ ম্যাচে মাঠে নামছে সিটি-আর্সেনাল
২০ মে ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২০ মে ২০২৪, ১২:০৪ এএম
ফর্মের বিচারে ম্যানচেস্টার সিটি ফেভারিট।চলতি বছর ইংলিশ প্রিমিয়ার লীগে এখনো হারের মুখ না দেখা স্কাই ব্লুজরা আজ নিজেদের শেষ ম্যাচে জয় পেলেই টানা চতুর্থবারের মতো ঘরে তুলবে লীগ শিরোপা।তবে জয় ভিন্ন অন্য কোন ফলাফল হৃদয় ভাঙবে স্কাই ব্লুজ সমর্থকদের।অন্যদিকে জয় নিশ্চিতের পাশাপাশি আর্সেনালের প্রার্থনা থাকবে অন্তত যাতে জয়বঞ্চিত থাকে সিটি।
লীগের একেবারে শেষ ম্যাচে মুহূর্তে এসেও এখনো শিরোপার তুমুল লড়াইয়ে আছে এই দুই দল।আজ শেষ ম্যাচ অবশ্য সমাপ্তি ঘটতে যাচ্ছে সেই রুদ্ধশ্বাস অপেক্ষার।
বাংলাদেশ সময় আজ রাত নয়টায় নিজেদের ম্যাচে মাঠে নামবে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে সিটির প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম।অন্যদিকে এভারটনের বিপক্ষে খেলবে গানার্সরা।
পয়েন্ট তালিকায় ৩৭ ম্যাচ শেষে দুই দলের পয়েন্টের ব্যবধান মাত্র দুই।৩৭ ম্যাচে ২৭ জয় ও ৭ ড্র নিয়ে সিটির পয়েন্ট ৮৮।সমানে ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৮৬।
কোন ফলাফলে আজ কী ঘটবে?
ঘরের মাঠে আজ ম্যানচেস্টার সিটি জিতলেই খুব সহজে মিলে যাবে শিরোপা সমীকরণ। ৯১ পয়েন্ট নিয়ে ফের একবার শিরোপা ঘরে তুলবে পেপ গার্দিওলার দল।অন্যদিকে দারুন প্রত্যাবর্তনে লীগ সর্বশেষ কয়েক মাসের দাপট দেখিয়েও আর্সেনালের চ্যাম্পিয়ন হওয়ার ভাগ্য নিজেদের হাতে নেই। শেষ ১৭ ম্যাচে গানার্সরা হেরেছে একবার।তবে আজ সিটি জিতলে এপ্রিলে অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলের সেই হার আরও তিক্ত হওয়ার কথা।
তবে সিটি ড্র করলেও কপাল খুলে যাবে মিকেল আর্তেতার শিষ্যদের। সিটি ড্র করলে এবং এভারটনের বিপক্ষে আর্সেনাল জিতলে উভয় দলের পয়েন্ট সমান হয়ে যাবে। প্রিমিয়ার লিগে পয়েন্ট সমান হলে গোল পার্থক্য নির্ধারণ করে দেবে মুকুটের মালিক, যেখানে এগিয়ে আছে আর্সেনাল।দুই দলের কাছে নিজেদের শেষ ম্যাচ যে আজ তাই মহাগুরুত্বপূর্ণ সে আর বলার অপেক্ষা রাখে না।
কী বলছেন দুই দলের কোচ?
টানটান উত্তেজনার ম্যাচে মাঠে নামার আগে অবশ্য দুই দলের কোচই সবকিছু বাদ দিয়ে শুধু খেলায় মনোযোগ দেওয়ার বিষয় গুরুত্ব দিয়েছেন।আর্সেনাল কোচ আর্তেতা বলেছেন, এটা অনেকের জন্য বিশাল এক সপ্তাহ। এই মুহূর্তটা (ম্যাচের সময়টা) সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা রোমাঞ্চিত, রোববার খেলতে নামার জন্য তর সইছে না। আমরা খুবই আশাবাদী। আমাদের নিজেদের কাজটাও করতে হবে। কারণ, এভারটন কঠিন প্রতিদ্বন্দ্বিতা করবে। আগে আমাদের প্রমাণ করতে হবে যে আমরা প্রতিপক্ষের চেয়ে ভালো দল। এরপর ওয়েস্ট হামকে শুভকামনা জানাতে হবে, যেন ওরা সুন্দর একটি দিন কাটায় এবং আমাদের স্বপ্নপূরণে সহায়তা করে।
অন্যদিকে কঠিন এক চ্যালঞ্জের জন্য প্রস্তুত গার্দিওলা,আমি কঠিন এক ম্যাচের জন্য প্রস্তুত। আমি খেলোয়াড়দের বলেছি, টটেনহ্যামেম ম্যাচের (গত মঙ্গলবার রাতে হয়েছে) দিকে তাকাও, ওরা কীভাবে প্রতিটি বলের জন্য লড়াই করেছে। ওয়েস্ট হাম আমাদের হারাতে প্রস্তুত থাকবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।আমরা প্রথম মিনিট থেকেই সমর্থকদের পাশে চাই এবং (এবারও) একসঙ্গে কাজটা করতে চাই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭