নাটকীয়তার পর সিটিই চ্যাম্পিয়ন
২০ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ মে ২০২৪, ০২:২৩ এএম
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পেপ গার্দিও হাইভোল্টেজ ম্যাচের চাপ কাটাতে ১০ মিনিটের ভেতরই ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেছিলেন।সেটি না হলেও ম্যাচের প্রথম ২০ মিনিটের ভেতর দুই গোলের লিড নিয়ে অনায়াসেই শিরোপা জয়ের পথে ছিল দাপুটে সিটি।বিরতির আগেই ব্যবধান আর্সোনাল ভক্তদের স্বপ্ন জিইয়ে রাখে ওয়েস্ট হ্যাম।অন্যদিকে এভারটনের বিপক্ষে পিছিয়ে পড়ার পর সমতা ফিরায় আর্সেনাল
বিরতির পর রদ্রির সৌজন্যে ফের দুই গোলের লিড স্বাগতিকদের।শেষ মুহূর্তের গোলে এগিয়ে আর্সেনালের তখন নাটকীয়তার প্রার্থনা। সেই প্রার্থনা কাজে লাগেনি। অফসাইড, জমাট রক্ষণে শেষ পর্যন্ত জয়ের হাসি সিটিরই।শিরোপা নির্ধারণী ম্যাচটি স্কাই ব্লুজরা জিতেছে ৩-১ ব্যবধানে।
আর তাতে টানা চতুর্থবারের মতো নিশ্চিত হল দলটির প্রিমিয়ার লীগ শিরোপার মুকুট।লীগের ইতিহাসে টানার চারবার শিরোপা জেতার নজির এটিই প্রথম।
ঘরের মাঠে পরিষ্কার ফেভারিট ছিল সিটি।ম্যাচের শুরু থেকে যেন সেটি প্রমাণ করে গেল দলটি।প্রথম ৩০ মিনিট শেষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা সিটির পরিসংখ্যান ছিল ভীতি জাগানিয়া।প্রথম আধ ঘন্টায় প্রায় ৮৫ শতাংশ সময়েই বল ছিল সিটির দখলে , এর অর্ধ ডজনেরও বেশি শট এর বিপরীতে কোন আক্রমণেই যেতে পারেনি ওয়েস্ট হ্যাম।
ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকেরা। গতকালই মৌসুম সেরার স্বীকৃতি পাওয়া ফোডেন বুলেট গতির এক শটে ইতিহাদে স্বস্তি নিয়ে আসেন।দাপুটে সিটি লিড দ্বিগুণ হয় এই ২৩ বছর বয়সী মিডফিল্ডারের সৌজন্যেই।১৮ তম মিনিটে তার সেই গোলের যোগানদাতা জেরেমি ডেকু।এরপর হল্যান্ড সুবর্ণ সুযোগ মিস না করলে মিনিট পরই ব্যবধান আরো বাড়তে বাড়তে স্বাগতিকদের।
একই সময়ে শুরু হওয়া অন্য খেলায় আর্সেনাল দাপট দেখালেও খেলার বিপরীতে প্রথম গোল হজম করে বসে। যদিও ৪০ তম মিনিটে হজম করা সেই গোল দুর্ভাগ্যই বলা যায়।কিকে বল রক্ষণ প্রাচীরে লাফিয়ে ওঠা রাইসের মাথায় লেগে দিক পাল্টে জালে জড়ায়।
সিটির দুই গোলের লিড, অন্যদিকে প্রিয় দলের পিছিয়ে পড়া- আর্সেনাল সমর্থকরা তখন হয়তো আশায় ছেড়ে দিয়েছিল। তবে এরপর জমে উঠে নাটক।পিছিয়ে পড়ার তিন মিনিটে তকেহিরো তমিয়াসুর গোলে সমতায় ফিরে ম্যাচ। অন্যদিকে ইতিহাসের সিটির টানা আক্রমণের চাপ সামলে ব্যবধান কমায় ওয়েস্ট হ্যাম।
তবে দ্বিতীয়ার্ধে চাপ বাড়তে দেয়নি সিটি। ৫৯ তম মিনিটে সিলভার ক্যাটব্যাক রদ্রির পা ছুঁয়ে জালে জড়ালে স্বস্তিতে নেই হাজারো সিটি সমর্থক। এরপরও সিটির আধিপত্যই ছিলে ম্যাচে।হল্যান্ড আরও ৮৪ তম মিনিটে একবার হতাশ না করলে আগেভাগেই জয় নিশ্চিত করে ফেলতে পারতো স্কাই ব্লুজরা।তবে এরপরেও ছিল রোমাঞ্চ।
সমতায় থাকা আর্সেনাল ম্যাচের ৮৯ তম মিনিটে কাই হাভার্টজের করা গোলে স্বস্তির জয় তুলে নেয়।ইতিহাদে নির্ধারিত ৯০ মিনিট শেষে পাঁচ মিনিট যোগ করা সময় দেওয়া হয়।যোগ করার সময়ের ঠিক আগে ওয়েস্টহ্যাম একবার সিটির জায়গায় বল পাঠালেও অফসাইডে খড়গে সেটি বাতিল হয়।আর তাতে ম্যাচ হওয়ার আগেই উচ্ছ্বসিত আসেন মাঠে,শুরু করেন বাঁধভাঙ্গা উদযাপন। এতে শেষ মুহূর্তে খেলা একটু বিঘ্নও হয়।
তবে আনুষ্ঠানিকতার শেষ মুহূর্ত সেরে সিটি খেলোয়াড়রাও যোগ দেন উল্লাসে।এরপর চলতে থাকে উল্লাস, ইতিহাদে যখন খুশির জোয়ার তখন্য অবশ্য রাজ্যের হতাশা ভর করেছে এমিরেটস স্টেডিয়াম স্বপ্ন নিয়ে আশা হাজারো আর্সেনাল সমর্থকদের চেহারায়।না দ্বিতীয় মৌসুমে আসা জাগিয়েও ২০ বছরের শিরোপা করা গোছাতে পারলো না গানার্সরা।দুই মৌসুমেই দীর্ঘ সময় শীর্ষ অবস্থান ধরে রাখার পরেও দেশ দিকে এসে হোঁচট খেয়ে কপাল পুড়েছে আর্তেতার দলের।
টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের দিনে ইতিহাদেও অপরাজিত মৌসুম কাটিয়েছে সিটি। ৩৮ ম্যাচে তোলা ৯১ পয়েন্টের ৪৭টিই এসেছে এ মাঠে। ইংল্যান্ডের শীর্ষ লিগে সিটি এর আগে নিজেদের মাঠে পুরো মৌসুম অপরাজিত ছিল ১৯০৪–০৫, ১৯২০–২১ ও ২০১১–১২ মৌসুমে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭