হঠাৎ অবসরের ঘোষণা দিলেন ক্রুস
২১ মে ২০২৪, ০৬:২৯ পিএম | আপডেট: ২১ মে ২০২৪, ০৬:৪৫ পিএম
ছিলেন রিয়াল মাদ্রিদে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনায়। একই মাঝে হঠাৎ অবসরের ঘোষণা দিলেন দলটির বিশ্বকাপজয়ী ফুটবলার টনি ক্রুস। আসছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন জার্মান তারকা মিডফিল্ডার।
ইন্সটাগ্রামে মঙ্গলবার এক পোস্টে এই সিদ্ধান্ত জানান ৩৪ বছর বয়সী ক্রুস।
“এই গ্রীষ্মেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর একজন সক্রিয় ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ার শেষ হবে। যেমনটা আমি সবসময় বলেছি, রেয়াল মাদ্রিদ আমার বর্তমান এবং আমার ক্যারিয়ারের শেষ ক্লাব হবে।”
আন্তর্জাতিক ফুটবল থেকে অবশ্য আগেও একবার অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে দলের প্রয়োজনে এবং কোচের আহ্বানে গত ফেব্রুয়ারিতে জানান ফেরার সিদ্ধান্ত। এরপর মার্চে ফ্রান্সের বিপক্ষে ২-০ ও নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলে জার্মানির জয়ের ম্যাচে খেলেন তিনি।
জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ের অভিযানে দুর্দান্ত পারফরম্যান্সে রিয়ালের নজর কাড়েন ক্রুস। এরপরই সান্তিয়াগো বের্নাব্যু শিবিরে যোগ দেন তিনি। এরপর গত এক দশকে লুকা মদ্রিচের সঙ্গে গড়ে তোলেন দুর্দান্ত জুটি।
বর্নাঢ্য ক্যারিয়ারে বিশ্বকাপ ছাড়াও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ৫ বার। এ ছাড়া বায়ার্ন মিউনিখের হয়ে তিনটি বুন্দেসলিগা শিরোপা জেতার পাশাপাশি রিয়ালের হয়ে লা লিগা শিরোপা জিতেছেন চারবার। সব মিলিয়ে ক্রুস ক্যারিয়ারে শিরোপা জিতেছেন ৩২টি। তবে বিদায়ের আগে আরও দুটি বড় ট্রফি জেতার সুযোগ ক্রুসের সামনে।
রিয়ালে নিজের শেষ ম্যাচটি ক্রুস খেলবেন বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। এরপর আছে জার্মানির হয়ে ইউরো জেতার সুযোগও। জাতীয় দলের হয়ে এই শিরোপাটি এখনো অধরা ‘স্নাইপার’ খ্যাত এ ফুটবলারের।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১০৮ ম্যাচ খেলা ক্রুস বিদায় ঘোষণায় বলেন, ‘২০১৪ সালের ১৭ জুলাই রিয়াল মাদ্রিদের হয়ে আমাকে পরিচয় করিয়ে দেওয়া দিনটিতে আমার জীবনও বদলে গিয়েছিল। এটি ফুটবলার হিসেবে আমার জীবন তো বটেই, মানুষ হিসেবেও আমাকে বদলে দিয়েছে। সেটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় ক্লাবের হয়ে আমার নতুন অধ্যায়ের শুরু। ১০ বছর পর মৌসুম শেষে অধ্যায়টা শেষ হতে যাচ্ছে। সেই সফল সময়টুকু আমি কখনোই ভুলব না!’
‘আমি আলাদাভাবে তাদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে আন্তরিকভাবে আমাকে স্বাগত জানিয়েছেন এবং আমার ওপর বিশ্বাস রেখেছেন। বিশেষভাবে মাদ্রিদিস্তা, তোমাদের ধন্যবাদ দিতে চাই। যারা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাকে ভালোবাসা দিয়েছ এবং আন্তরিকতা দেখিয়েছ।’
‘আমি আনন্দিত এবং গর্বিত। মানসিকভাবে আমি এটাকেই (অবসর) সিদ্ধান্তের জন্য সঠিক সময় মনে করছি। সব সময় আমার আকাঙ্ক্ষা ছিল পারফরম্যান্সের চূড়ায় থেকে ক্যারিয়ারের ইতি টানা। এই মুহূর্ত থেকে আমার মনে একটাই ভাবনা থাকবে, ১৫তম চ্যাম্পিয়নস লিগ জেতা।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কালিয়াকৈর নিট এশিয়ায় টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকান্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় আগুন
প্রেসিডেন্টের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন
একনেকে দুই হাজার কোটি টাকায় ১০ প্রকল্প অনুমোদন
মার্কিন বিমানবাহী রণতরী হামলা হুথিদের, যুদ্ধবিমান ভূপাতিত
ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠান থেকে অস্ত্রসহ মাদক উদ্ধার
বাংলাদেশী জাতীয়তাবাদ ও রাজনীতি নিয়ে জাতীয় সেমিনার
লোহাগড়ায় কাঠ বোঝাই নসিমন উল্টে হেলপার নিহত
বাসার আল-আসাদ ও আসমা’র ডিভোর্সের সংবাদ প্রত্যাখ্যান রাশিয়ার
রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় মহানগরী জামায়াতের আমিরসহ আহত ৩
সাধারণ ক্ষমার বিনিময়ে দোষ স্বীকার করছেন আসাদের সৈন্যরা
ব্রাহ্মণবাড়িয়া বিদুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু
রাজশাহীতে ছাত্রীনিবাসে নি¤œমানের খাবার, গভীর রাতে রাস্তায় নেমে ছাত্রীদের বিক্ষোভ
কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত
টিকটক-এ ৭ কোটি বারের বেশি দেখা হয়েছে স্বল্পদৈর্ঘ্যের ওয়েব সিরিজ ‘প্রেমের বিকাশ’
সম্মিলিত প্রচেষ্টায় নগরীর যানজট নিরসন করা হবে: বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ
অস্তিত্ব সংকটে ট্রাম্প টাওয়ারসহ ৩৫ বিলাসবহুল ভবন
রাজশাহী সীমান্তে গভীর রাতে বিএসএফের দফায় দফায় গুলি বর্ষন
আজীবন সন্মাননা পাচ্ছেন আবদুল হাদি-খুরশিদ আলম