ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১

নিজেদের ফেভারিট মানতে নারাজ আনচেলত্তি

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৯ মে ২০২৪, ০৭:৪৪ এএম | আপডেট: ২৯ মে ২০২৪, ০৭:৪৪ এএম

ছবি: ফেসবুক

ওয়েম্বলিতে শনিবার বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিশ্চিতভাবেই ফেবারিট রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় রেকর্ড ১৫তম শিরোপা জয়ের অপেক্ষায় লস ব্ল্যাঙ্কোসরা। তবে এই ম্যাচে নিজেদের ফেভারিট মানতে নারাজ দলটির কোচ কার্লো আনচেলত্তি।

জার্মান দল বরুশিয়া বিস্ময়করভাবেই বড় দলগুলোকে পিছনে ফেলে ফাইনালে খেলছে। আর এ কারণেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অপেক্ষাকৃত ছোট নাম ডর্টমুন্ডের বিপক্ষে ইউরোপিয়ান রাজাদের দাপট কতটা ভয়ঙ্কর হয় তা দেখতে অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।

জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তারা খাদের কিনারা থেকে উঠে এসেছে। সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে পরাজিত করতে তাদের কষ্ট করতে হয়েছে। আনচেলত্তির দলের হয়ে বদলী খেলোয়াড় জোসেলুর শেষ মুহূর্তের জোড়া গোলে মাদ্রিদের জয় নিশ্চিত হয়।

পিছিয়ে পড়েও মাদ্রিদের এই ফিরে আসা নতুন ঘটনা নয়। প্রতিপক্ষ ঠিক যখন বিশ্বাস করা শুরু করে যে আজ তারা চেপে বসেছে ঠিক তখনই মাদ্রিদ আঘাত হানে, আর এতেই প্রতিপক্ষের বিদায় নিশ্চিত হয়।

মাদ্রিদ কোচ আনচেলত্তি বলেছেন, ‘আমরা এটা নিয়ে চিন্তা করছি না আমরাই ফেবারিট। এমন একটি দলের বিপক্ষে আমরা ফাইনাল খেলবো যাদের এই শিরোপা জয়ের যোগ্যতা আছে। আমরা জানি কষ্ট করেই আমাদের জিততে হবে। লড়াইটা ফাইনালের মতই হবে।’

গত এক দশকে পাঁচটি শিরোপা নিজেদের করে নিয়েছে মাদ্রিদ। সব মিলিয়ে লস ব্ল্যাঙ্কোসদের শিরোপার কাছাকাছি আছে সাতটি শিরোপা জয়ী এসি মিলান। সবশেষ ১৭ বছর আগে ইতালির ক্লাবটি এই শিরোপা জিতেছিল।

মাদ্রিদের এই আধিপত্যের মূল নায়ক হিসেবে আনচেলত্তি ক্লাব সভাপতিকে চিহ্নিত করেছেন, ‘এখানে একজনই ক্যাপ্টেন আছেন যার নাম ফ্লোরেন্তিনো পেরেজ। দলের বাকি সবাই তার নাবিক।’

মাদ্রিদের সাম্প্রতিক এই সাফল্যের যুগে পেরেজের অবদান থাকলেও ইউরোপিয়ান কাপে গ্যালাকটিকোদের সাফল্যের ইতিহাস অনেক পুরনো। ১৯৫০’র দশকে যখন এই প্রতিযোগিতা শুরু হয় তখন ক্লাব প্রধান ছিলেন সান্তিয়াগো বার্নাব্যু। তখনো মনে হয়েছিল এই প্রতিযোগিতা যেন মাদ্রিদের জন্যই তৈরী করা হয়েছে। ১৯৫৬ থেকে ১৯৬০ সালের মধ্যে পাঁচবার মাদ্রিদ ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জণ করে। ১৯৬৬ সালে ষষ্ঠ শিরোপা জয়ের পর মাদ্রিদকে সাত নম্বরটি অর্জনে ৩০ বছর অপেক্ষা করতে হয়েছে। জুভেন্টাসকে হারিয়ে ১৯৯৮ সালে ঐ শিরোপা শেষ পর্যন্ত ঘরে আসে। ২০০০ সালে ভ্যালেন্সিয়াকে সহজেই পরাজিত করে অষ্টম শিরোপা ঘরে তুলে মাদ্রিদ। এর কিছুদিন আগেই মাদ্রিদের সভাপতি হিসেবে নির্বাচিত হন পেরেজ।

এরপরের ইতিহাস পুরোটাই গ্যালাকটিকোময়। এই যুগে প্রবেশের সাথে সাথে মাদ্রিদের তারকা খেলোয়াড়রাও ভিন্ন এক খ্যাতি পেতে শুরু করে। ২০০২ সালে জিনেজিন জিদানকে নিয়ে নবম শিরোপা ঘরে আসে। এর মাধ্যমে মাদ্রিদ বিশে^র সবচেয়ে বর্ণাঢ্য ক্লাবের তকমা পায়। একে একে বড় তারকাদের আকর্ষনে পরিণত হয় বার্নাব্যু।

২০০০’র দশকে শিরোপার দিক থেকে মাদ্রিদ কিছুটা পিছিয়ে পড়লেও ভবিষ্যতে সাফল্যের আশায় চলে গ্রাউন্ডওয়ার্ক। ২০০৯ সালে পেরেজ পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হবার পর আনচেলত্তি ও জিদান মিলে মাদ্রিদকে আরো সাফল্য উপহার দিয়েছে। তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো, করিম বেনজেমা ও গ্যারেথ বেল প্রতিপক্ষ দলগুলোর জন্য ত্রাস হয়ে উঠেন। ২০১৪ সালে নগর প্রতিদ্বন্দ্বী এ্যাথলেটিকো মাদ্রিদকে পরাজিত করে ১০ম শিরোপা জয় করে। মাদ্রিদের হয়ে রোনাল্ডো চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি অর্জণ করেন।

মাদ্রিদের নতুন তারতকা এখন জুড বেলিংহাম ও ভিনিসিয়াস জুনিয়র। তরুণ এই খেলোয়াড়রা ক্লাবের ইতিহাসের পাতায় নাম লেখাতে মুখিয়ে আছে, একের পর এক সাফল্যে তারা সেই অবদানও রেখে চলেছে।

২০২২ সালের ফাইনালে প্যারিসে লিভারপুলের বিপক্ষে ১-০ গোলের জয়ে ভিনিসিয়াস জয়সূচক গোলটি করেন।

পেরেজ সবসময়ই চেয়েছেন কিভাবে মাদ্রিদ তাদের ঐতিহ্যকে আরো সামনে এগিয়ে নিতে যেতে পারে। তারই ধারাবাহিকতায় সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম সংষ্কার করে ক্লাবের রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্র তৈরী করা হয়েছে। মাদ্রিদও তাদের স্কোয়াডকে নতুন করে শক্তিশালী করেছে।

ক্লাবের পরবর্তী তারকা হিসেবে দলে আসছেন কিলিয়ান এমবাপে। এই মুহূর্তে নিঃসন্দেহে যিনি বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড। তার আসার আগে লন্ডনে ডর্টমুন্ডের বিপক্ষে জয় স্বাভাবিক ভাবেই দলকে আরো উজ্জীবিত করবে। এটা নিশ্চিত যে ইতোমধ্যেই বিশ্বের সেরা ক্লাব পরিচিত মাদ্রিদকে এমবাপ্পের নতুন করে পরিচিত করে দেবার কিছু নেই। এখন সমর্থকদের মধ্যে একটাই শঙ্কা তারকা সমৃদ্ধ দলে সতীর্থদের সাথে কিভাবে এমবাপ্পে নিজেকে মানিয়ে নিবেন।

গত সাত বছরে প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হাতে তুলতে পারেননি এমবাপে। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যই হয়তো তাকে মাদ্রিদে ডেকে এনেছে।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাজবাড়ীতে নিখোঁজের ২দিন পর ধান ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে নিখোঁজের ২দিন পর ধান ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

ইরানের পরিষেবা রপ্তানি বেড়েছে ২০ শতাংশ

ইরানের পরিষেবা রপ্তানি বেড়েছে ২০ শতাংশ

দিনাজপুর সীমান্তে থেকে বিজিবির হাতে বিএসএফ জওয়ান আটক

দিনাজপুর সীমান্তে থেকে বিজিবির হাতে বিএসএফ জওয়ান আটক

তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন: তদন্ত কমিটি গঠন

তিন কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন: তদন্ত কমিটি গঠন

স্তব্ধ গদর, বন্ধ সিপিইসি! পাকিস্তানে বিক্ষোভে উদ্বিগ্ন চীন

স্তব্ধ গদর, বন্ধ সিপিইসি! পাকিস্তানে বিক্ষোভে উদ্বিগ্ন চীন

আমিরাতে প্রবাসীদের সহজ সেবায় বাংলাদেশি 'মুনির ট্রাভেল এন্ড ট্যুরিজম'-এর উদ্বোধন

আমিরাতে প্রবাসীদের সহজ সেবায় বাংলাদেশি 'মুনির ট্রাভেল এন্ড ট্যুরিজম'-এর উদ্বোধন

অধীরের বদলে কেন শুভঙ্কর, পশ্চিমবঙ্গ কংগ্রেসের হাল ফিরবে?

অধীরের বদলে কেন শুভঙ্কর, পশ্চিমবঙ্গ কংগ্রেসের হাল ফিরবে?

নতুন সুড়ঙ্গ দিয়ে যুক্ত হচ্ছে ডেনমার্ক ও জার্মানি

নতুন সুড়ঙ্গ দিয়ে যুক্ত হচ্ছে ডেনমার্ক ও জার্মানি

গায়েবী মামলার ক্ষেত্রে দায়ীদের চিহ্নিত করতে কমিশন গঠনে হাইকোর্টে রিট

গায়েবী মামলার ক্ষেত্রে দায়ীদের চিহ্নিত করতে কমিশন গঠনে হাইকোর্টে রিট

ডিএমপিতে ট্রাফিক আইনে একদিনে ৭৭৬ মামলা, জরিমানা ৩৫ লাখ ৬ জাজার

ডিএমপিতে ট্রাফিক আইনে একদিনে ৭৭৬ মামলা, জরিমানা ৩৫ লাখ ৬ জাজার

যশোরের জামায়াত নেতাসহ নিহত ২

যশোরের জামায়াত নেতাসহ নিহত ২

ভারতে হানা মাঙ্কিপক্সের সেই ভয়ানক ভ্যারিয়েন্টের

ভারতে হানা মাঙ্কিপক্সের সেই ভয়ানক ভ্যারিয়েন্টের

ময়নাতদন্তের রিপোর্টে আবু সাঈদের শরীরে গুলির চিহ্ন-মাথায় গর্ত

ময়নাতদন্তের রিপোর্টে আবু সাঈদের শরীরে গুলির চিহ্ন-মাথায় গর্ত

সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি

সড়ক দুর্ঘটনায় সালথা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতিসহ দুজন নিহত

সড়ক দুর্ঘটনায় সালথা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতিসহ দুজন নিহত

নোবিপ্রবি উপাচার্যের সাথে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

নোবিপ্রবি উপাচার্যের সাথে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম

চাঁদপুরে বেড়েছে ইলিশের দাম

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত