ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামছে ফ্রান্স

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৬ জুন ২০২৪, ০৭:০২ পিএম | আপডেট: ১৬ জুন ২০২৪, ০৭:০২ পিএম

ছবি: ফেসবুক

শেষ দুটি বিশ্বকাপের ফাইনালে খেলার সুখস্মৃতি নিয়ে সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে ইউরো চ্যাম্পিয়নশীপ শুরু করতে যাচ্ছে কিলিয়ান এমবাপের ফ্রান্স। যদিও বৈশ্বিক এই টুর্নামেন্টে ফ্রান্সের রেকর্ড খুব একটা সমৃদ্ধ নয়।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে শিরোপা জিতেছিল লেস ব্লুজরা। ঐ সময় টিনএজার এমবাপে নিজের প্রতিভার জানান দেন। ২০২২ ফাইনালে পেনাল্টিতে আর্জেন্টিনার কাছে পরাজিত হলেও এমবাপের লড়াকু পারফরমেন্স এখনো সকলের মনে গেঁথে আছে।

ডি-গ্রুপে ফ্রান্স-অস্ট্রিয়া ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সোমবার রাত একটায়। একই গ্রুপে একই দিন সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও পোল্যান্ড।

২০২১ উয়েফা নেশন্স জয়ী ফ্রান্স একবারই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। ২০১২ সালে দিদিয়ের দেশ্যম জাতীয় দলের দায়িত্ব নিয়ে ইউরোর শিরোপা উপহার দিয়েছিলেন। তারপর থেকে এখন পর্যন্ত ফরাসিদের সাথে টিকে আছেন। ২০১৬ ইউরোর স্বাগতিক ফ্রান্স ফাইনালে পর্তুগালের কাছে অতিরিক্ত সময়ে হেরে হতাশ করেছিল। তিন বছর আগে শেষ ষোলতে সুইজারল্যান্ডের কাছে পেনাল্টিতে হেরে বিদায় নেয়। এমবাপে পেনাল্টি মিস করেছিলেন। রিয়াল মাদ্রিদে সদ্য যোগ দেয়া ২৫ বছর বয়সী এমবাপে এবার জার্মানীতে সেই ভুলের দুঃসহ স্মৃতিকে পিছনে ফেলে দলকে ভাল কিছু উপহার দিতে মুখিয়ে আছেন।

দুইবারের ইউরোর জয়ী ফ্রান্স সর্বশেষ ২০০০ শিরোপা জয় করেছিলেন, যে দলের অধিনায়ক ছিলেন দেশ্যম। দেশ্যম সম্পর্কে এক সাক্ষাতকারে এমবাপে বলেছেন, ‘দারুন এক সাফল্য সাথে নিয়ে দেশ্যম খেলোয়াড় হিসেবে জাতীয় দল ছেড়েছিলেন। এখন দলকে আরো ইতিহাসের সাক্ষী বানাতে হলে আমাদের কিছু একটা করে দেখাতে হবে। কারন কোচ হিসেবে সে এখনো ইউরোর শিরোপার স্বাদ পায়নি। এটা হয়ে গেলে তার সবকিছুই অর্জন হয়ে যাবে।’

আগামী ১৪ জুলাই বার্লিনে শিরোপা তুলে ধরার অন্যতম ফেবারিট হিসেবেই ফ্রান্সকে বিবেচনা করা হচ্ছে। এই অলিম্পিক স্টেডিয়ামেই ২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইতালির কাছে পেনাল্টিতে পরাজিত হয়ে স্বপ্নভঙ্গ হয়েছিল ফরাসিদের।

সাম্প্রতিক ফর্মে মোটেই সন্তুষ্ট হতে পারছে না ফ্রান্স। গত সপ্তাহে কানাডার সাথে গোলশুন্য ড্র করে ইউরো প্রস্তুতি শেষ করেছে দেশ্যমের দল। জার্মানীতে সেরা ফর্ম ফিরে পেতে যেকোন মূল্যেই নিজেদের সেরাটা দিতে চায় এমবাপ্পে, ডেম্বলে, গিরুদরা। দেশ্যম অভিজ্ঞ আঁতোয়ান গ্রীজম্যানের পজিশন নিয়ে কিছুটা পরীক্ষা চালিয়েছেন।

কিন্তু কাতারে মধ্যমাঠে দুর্দান্ত খেলা এ্যাথলেটিকো মাদ্রিদের এই তারকা নিজের মূল পজিশনেই খেলতে চাচ্ছেন। ফ্রান্সের বাম সাইডে কিছুটা পরিবর্তন দেখা যেতে পরে। মার্কোস থুরামের পিছনে ফুল-ব্যাক থিও হার্নান্দেজকে কিছুটা উপরে উঠিয়ে আনা হতে পারে। ইন্টার মিলানের ফরোয়ার্ড থুরামের এমবাপ্পের সাথে আক্রমনভাগে শুরু করার কথা রয়েছে। ৩৭ বছর বয়সী অলিভার গিরুদের মূল দলে সুযোগ না পাবার সম্ভাবনাই বেশী।

এবারের দলে ফিরেছেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার এন’গোলো কান্তে। ইনজুরি কারণে কাতার বিশ্বকাপ  খেলা হয়নি সৌদি আরবে খেলা এই তারকা। দুই বছর বিরতির পর আবারো দেশ্যম তাকে দলে ডেকেছেন।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সার্বিয়াকে বিদায় করে শেষ ষোলোতে ডেনমার্ক

সার্বিয়াকে বিদায় করে শেষ ষোলোতে ডেনমার্ক

বিবর্ণ ফুটবলে ফের জয়হীন থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

বিবর্ণ ফুটবলে ফের জয়হীন থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ফিরেই গোল পেলেন এমবাপে,তবুও জয় পেলনা ফ্রান্স

ফিরেই গোল পেলেন এমবাপে,তবুও জয় পেলনা ফ্রান্স

ডাচদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সার্বিয়া

ডাচদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সার্বিয়া

ওয়েল সাবরা বিএটি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে গোলাম মইন উদ্দীনের স্থলাভিষিক্ত হচ্ছেন

ওয়েল সাবরা বিএটি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে গোলাম মইন উদ্দীনের স্থলাভিষিক্ত হচ্ছেন

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর পুনর্বিন্যাসকৃত মৌখিক পরীক্ষার সময়সূচি

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর পুনর্বিন্যাসকৃত মৌখিক পরীক্ষার সময়সূচি

যাতায়াতের দুর্ভোগ লাঘব হোক

যাতায়াতের দুর্ভোগ লাঘব হোক

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ চাই

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ চাই

সেন্টমার্টিনের অদূরে গুলি এবং খ্রিষ্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত কি একসূত্রে গাঁথা?

সেন্টমার্টিনের অদূরে গুলি এবং খ্রিষ্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত কি একসূত্রে গাঁথা?

পশ্চিমের ইসলামোফোবিয়া ও নরেন্দ্র মোদির নতুন মন্ত্রীসভা

পশ্চিমের ইসলামোফোবিয়া ও নরেন্দ্র মোদির নতুন মন্ত্রীসভা

নতুন শ্রমবাজার খুঁজতে হবে

নতুন শ্রমবাজার খুঁজতে হবে

টিআরপিতে সেরার আসন ধরে রাখল ফুলকি

টিআরপিতে সেরার আসন ধরে রাখল ফুলকি

স্টার ওয়ারসে ফিরছেন ডেইজি রিডলি

স্টার ওয়ারসে ফিরছেন ডেইজি রিডলি

সিঙ্গেল লাইফে ভালো আছেন মোনালিসা

সিঙ্গেল লাইফে ভালো আছেন মোনালিসা

সাম্প্রদায়িক উত্তেজনায় ফের উত্তপ্ত ভারতের যোধপুর

সাম্প্রদায়িক উত্তেজনায় ফের উত্তপ্ত ভারতের যোধপুর

পরীমণির সাথে অনৈতিক সম্পর্কের জেরে চাকরি হারাচ্ছেন পুলিশ কর্মকর্তা

পরীমণির সাথে অনৈতিক সম্পর্কের জেরে চাকরি হারাচ্ছেন পুলিশ কর্মকর্তা

সঙ্গীতজীবনের ৬০ বছর পূর্তিতে রুনা লায়লাকে চ্যানেল আই-এর সংবর্ধনা

সঙ্গীতজীবনের ৬০ বছর পূর্তিতে রুনা লায়লাকে চ্যানেল আই-এর সংবর্ধনা

চীনে আবার ছুরি হামলা, গ্রেপ্তার ১

চীনে আবার ছুরি হামলা, গ্রেপ্তার ১

ফজর সুন্নত নামাজের পূর্বে কাজা বা নফল নামাজ পড়া প্রসঙ্গে।

ফজর সুন্নত নামাজের পূর্বে কাজা বা নফল নামাজ পড়া প্রসঙ্গে।

ময়মনসিংহে ফেইসবুকে পোস্ট দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

ময়মনসিংহে ফেইসবুকে পোস্ট দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা