রক্তাক্ত এমবাপে,আত্মঘাতী গোলে ফ্রান্সের জয়ের স্বস্তি
১৮ জুন ২০২৪, ০৩:৪০ এএম | আপডেট: ১৮ জুন ২০২৪, ০৬:১৮ এএম
ইউরোতে নিজেদের প্রথম ম্যাচেই এমন কঠিন পরীক্ষা দিতে হবে তা হয়তো ভাবতেই পারেনি ফ্রান্স।আসরের হট ফেভারিটদের শুধু মাঠে পরীক্ষায় ফেলেনি অস্ট্রিয়া, এমবাপেকে হারানোর ভয়ও পাইয়ে দিয়েছিল এক পর্যায়ে। তবে কঠিন লড়াই করেও নিজেদের ভুলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রিয়াকে।
ডুসেলডর্ফে সোমবার রাতে ঘটনাবহুল ম্যাচে অস্ট্রিয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে দিদিয়ে দেশামের দল।৩৮ মিনিটে অস্ট্রিয়ান ডিফেন্ডার ম্যাক্সিমিলান ওবারের আত্মঘাতী গোল ম্যাচের ব্যবধান গড়ে দেয়।
ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যাবে কতটা উজ্জীবিত ফুটবল খেলেছে অস্ট্রিয়া।এমবাপে-কন্তেদের বিপক্ষে ম্যাচের ৫২ শতাংশ সময়ই বল নিজেদের দখলে রেখেছিল দলটি।তবে আক্রমণে(১৪) পরিষ্কার এগিয়ে ছিল ফ্রান্সই।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারত ২০২২ সালের রানার্সআপরা।আদ্রিওঁ রাবিওর বাড়ানো বল ধরে বক্সে ঢুকে জোরালো শট নেন এমবাপে, ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান অস্ট্রিয়া গোলরক্ষক পাত্রিক পেন্স।এরপরেও বেশ কয়েকটি সুযোগ হারায় দিদিয়ে দেশামের দল।
দারুণ পাল্টা আক্রমণে ভালোই জবাব দিচ্ছিল অস্ট্রিয়া। তবে ৩৮ তম মিনিটে দলটি হঠাৎ এক ভুল করে বসে।যেখানে অবশ্য অবদান আছে এমবাপেরও।বক্সে থালা গ্রিজম্যানের উদ্দেশ্য তার বাড়ানো ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ডিফেন্ডার মাক্সিমিলিয়ান উবা।এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।
৫৪ তম মিনিটে ব্যবধান দিগুনের সহজ সুযোগ হারাম এমবাপে।সতীর্থের বাড়ানো পাসে প্রতিপক্ষের ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সে ঢুকে গিয়েছিলেন সাবেক এই পিএসজি তারকা।তবে সামনে গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে জাল খুঁজে পাননি এই এমবাপে।
সেই আফসোস অবশ্য যন্ত্রণাই শেষ হয়েছে এমবাপের।৮৬তম মিনিটে হেড করতে গিয়ে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে চোট পান এই তারকা। তাঁর নাক থেকে রক্ত ঝরতেও দেখা যায়।এই সংঘর্ষে তার নাকের হাড় ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। পরে উঠে দাঁড়ালেও খেলা শুরু হওয়ার খানিক পর তীব্র ব্যথায় ফের মাঠে বসে পড়েন এই ২৫ বছর বয়সী ফরোয়ার্ড।'সময় নষ্ট করার' অভিযোগে দেখেন হলুদ কার্ডও।বাড়তি কোনো ঝুঁকি না নিয়ে তাই তাঁকে বদলি করেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম, নামান অলিভিয়ের জিরুকে। ৩৭ বছর ২৬১ দিন বয়সী জিরু তাতে রেকর্ড বইতে নাম তোলেন ইউরোতে ফ্রান্সের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হয়ে।শেষ পর্যন্ত সেভাবে আধিপত্য দেখাতে না পারলেও জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
এই জয় ফ্রান্সের কোচ হিসেবে দিদিয়ের দেশমের ১০০তম জয়। বিশ্বকাপজয়ী দেশমের অধীনে এ দিন ১৫৬তম ম্যাচটা খেলেছে ফ্রান্স।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
দখলমুক্ত হচ্ছে ঢাকার ৫৮ পুকুর
রাশিয়া মলদোভায় গ্যাস সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে
হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি শহিদ পরিবারের
অস্ট্রেলিয়ার সন্তানকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু
প্রতিশোধ নিয়েছে তালেবান, পাক-আফগান সীমান্ত উত্তেজনা চরমে
ব্রাজিলে সন্দেহজনক বড়দিনের কেক বিষক্রিয়া, ৩ জনের মৃত্যু
আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন
আজ ৪৭তম বিসিএসের আবেদন শুরু
দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২৯
গাজীপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, দগ্ধ ৪
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৮ জন নিহত, হাসপাতাল পরিচালক নিখোঁজ
ঝিনাইদহে কাজীর সীল সাক্ষর জালিয়াতি করে বিয়ে!
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ শাজাহানের নবজাতকের দায়িত্ব নিল জেলা প্রশাসক আজাদ জাহান
কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?
বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল