চ্যাম্পিয়ন ইতালির বিদায়, শেষ আটে জার্মানি
০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
ইউরোর শেষ ষোল থেকেই বিদায় নিলো বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। ৩১ বছর পর ম্যাচ জিতে চ্যাম্পিয়নদের বিদায় করে শেষ আটে জায়গা করে নিলো সুইজারল্যান্ড। শনিবার রাতে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শেষ ষোল’র ম্যাচে ইতালিকে ২-০ গোলে হারিয়েছে সুইসরা। ১৯৯৩ সালের পর ইতালির বিপক্ষে জয় পেলো তারা। ২০০৪ সালের পর এই প্রথম ইউরোর কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিলো ইতালি। বার্লিনে অনুষ্ঠিত ম্যাচে যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে সুইজারল্যান্ড। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে তারা। প্রথমার্ধে ইতালিকে খুজেই পাওয়া যায়নি। বরং তাদেরকে একাধিক গোল থেকে বাঁচিয়েছেন গোলকিপার জিয়ানলুইজ দোন্নারুম্মা। খেলার ৩৭ মিনিটেই প্রথম গোল আদায় করে নেয় সুইজারল্যান্ড। ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শটে গোল করেন নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার মার্কো ফ্রিউলার। এক গোলে লিড নিয়েই বিরতিতে যায় সুইসরা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ২৭ সেকেন্ডে দ্বিতীয় গোলও পেয়ে যায় সুইজারল্যান্ড। ভারগাস মার্টিনেজের বক্সের বাইরে থেকে নেওয়া কোনাকুনি শট নিজের সর্বোচ্চ চেষ্টা করেও রুখতে পারেননি ইতালি গোলকিপার। দুই গোল হজমের পর অবশ্য ইতালি কিছুটা গুছিয়ে ওঠে আক্রমণাত্মক ফুটবল শুরু করে। কিন্তু সুইজারল্যান্ডের জমাট রক্ষণকে ফাঁকি দেওয়া সম্ভব হয়নি জিয়ানলুকা সামাকা-ফেদেরিকো চিয়েসাদের। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় ২০২০ ইউরোর চ্যাম্পিয়নদের। ১৯৯৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে ১-০ ব্যবধানে হারার পর বিগত ৩১ বছরে ১১ ম্যাচ পর ইতালিকে হারাল সুইজারল্যান্ড। আর দুই দশক পর আবারও মহাদেশসেরা টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিল ইতালি।
এদিকে, একই রাতে শেষ ষোল’র আরেক ম্যাচে ১৯৯২ এর ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে শেষ আটে পৌছে গেছে জার্মানি। ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে দ্বিতীয়ার্ধের দুই গোলেই জয় তুলে নেয় স্বাগতিকরা। অনাকাঙ্কিত ঘটনায় ম্যাচ থেমে যায় ৩৪ মিনিটে। বজ্রবৃষ্টিতে খেলা বন্ধ থাকে ২০ মিনিট। খেলা মাঠে ফিরেই জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজের হেড ঠেকিয়ে ডেনমার্ককে রক্ষা করেন গোলকিপার শুমেইখেল। বিরতির ঠিক আগে রাসমুস হুজলান্ড একা পেয়ে যান জার্মান কিপার ম্যানুয়েল ন্যয়ারকে। তার আশেপাশে কেউ ছিল না। অরক্ষিত থেকে জার্মানির গোলমুখে শট নেন ড্যানিশ এই তারকা। ন্যয়ার চমৎকার সেভে দলকে রক্ষা করেন। বিরতি থেকে ফিরে দ্বিতীয় মিনিটে গোল করে ডেনমার্ক। ফ্রি কিক থেকে এরিকসেনের বাড়ানো বলে জোয়াকিম অ্যান্ডারসন জাল কাঁপান। কিন্তু অফসাইডের কারনে ভিএআর চেক করে গোল বাতিলের সিদ্ধান্ত জানান রেফারি। খেলার ৫৩ মিনিটে প্রথম গোল পায় জার্মানি। ডি বক্সের মধ্যে ডেনিস ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসনের হাতে বল লাগলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিকে গোল করতে ভুল করেননি কাই হাভার্টজ। এরপর ৬৮ মিনিটে জার্মানির হয়ে দ্বিতীয় গোল করেন জামাল মুসিয়ালা। বাকি সময়ে আর জার্মানদের রক্ষণভাগ ভেদ করতে পারেনি ডেনমার্ক। শেষ পর্যন্ত এবারের ইউরোতে কোনো ম্যাচ না জিতেই বিদায় নিলো ড্যানিশরা। অন্যদিকে ছয় বছর পর কোনও মেজর টুর্নামেন্টে শেষ ষোলোর বাধা টপকালো জার্মানি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানরা। এছাড়া ২০২০ ইউরোতে শেষ ষোলোতেই থেমে যায় তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
টাঙ্গাইলে ছাত্রলীগের কেক কাটার অভিযোগে পরিবহন শ্রমিক গ্রেপ্তার
কমলনগরের রেমিট্যান্স যোদ্ধার আবুধাবিতে মৃত্যু
ফুলপুরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য নগদ অর্থ ও উপকরণ বিতরণ
চবিতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী আটক
আনসার ভিডিপি দেশপ্রেম, মানবিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতীক
দেশে বেকার সংখ্যা ২৬ লাখ ৬০ হাজার
সোহাগ পরিবহনের হেলপার হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
তবে কি গোপনেই বিয়ে সেরে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রাচীর নির্মাণ করে জমি দখল
কুমিল্লার মুরাদনগরে কৃষি জমি রক্ষায় প্রশাসনের মতবিনিময়
থাইল্যান্ডে হাতির আক্রমণে মর্মান্তিক মৃত্যু স্প্যানিশ পর্যটকের
মাদারীপুরে ইউপি সচিবকে ঘুষি মারলেন চেয়ারম্যান
৫০ বছরে পদার্পণ করল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
ভয়াবহ তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র
নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে ৪ দল চূড়ান্ত
ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ
হেলস-সাইফ টর্নেডোয় সিলেটকে উড়িয়ে রংপুরের চারে চার
ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ৮ সেনাসহ নিহত ৯
কয়েক দিন সাগরে ভাসার পর অবশেষে ইন্দোনেশিয়ায় পৌঁছাল ২৬৪ রোহিঙ্গা
গুরুদাসপুরে পুকুরে ডুবে বৃদ্ধা নারীর মৃত্যু