ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

মার্তিনেজের গোলে আর্জেন্টিনার ইতিহাস

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই ২০২৪, ১০:১৩ এএম | আপডেট: ১৫ জুলাই ২০২৪, ০৭:০৫ পিএম

ছবি: ফেসবুক

আক্রমণ-পাল্টা আক্রমণ আর গ্যালারির গগণবিদারি চিৎকারে তখন আগুন ঝরছে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। এমন সময়ে অনেকটা মাঝমাঠ থেকে বল বাড়ালেন জিওভান্নি লো সেলসো। ডান প্রান্ত দিয়ে বল নিয়ে কিছুটা এগিয়ে কোনাকুনি শটে কলম্বিয়ার স্বপ্ন গুড়িয়ে দিলেন লাওতারো মার্তিনেস। স্নায়ুক্ষয়ী লড়াইয়ে জিতে ইতিহাস গড়ল আর্জেন্টিনা।

কোপা আমেরিকার ফাইনালের দ্বিতীয়ার্ধে লিওনেল মেসি চোট নিয়ে মাঠ ছাড়লেও মনোবল হারায়নি আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে কলম্বিয়ার ২৮ ম্যাচের অজেয় যাত্রা থামিয়ে ১-০ গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

কোপা আমেরিকার ৪৮তম আসরে আর্জেন্টিনার এটি টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬তম শিরোপা। এতদিন ১৫টি শিরোপা নিয়ে উরুগুয়ের সাথে রেকর্ডটা ভাগাভাগি করে আসছিলেন মেসি-দি মারিয়ারা। লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বৈশ্বিক বড় শিরোপাও জিতল তারা।

২০২১ কোপা আমেরিকার পর ২০২২ ফিফা বিশ্বকাপ। আর এবার ২০২৪ কোপা আমেরিকা- লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে টানা তিনটি বড় শিরোপা জিতল আর্জেন্টিনা। ইউরোপে এই অর্জন আছে শুধু স্পেনের। ২০০৮ ও ২০১২ সালে ইউরো জয়ের মাঝে তারা ২০১০ সালে জিতেছিল বিশ্বকাপ।

২০১৪ থেকে ২০১৬ সালে তিন বছরে বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার ফাইনালে হেরেছিল আর্জেন্টিনা। এবার তিন আসরের তিনটি ট্রফিই ঘরে তুলল তারা। মাঝে টানা ২৮ বছর কোনো শিরোপার স্বাদ না পাওয়া দলটি এবার চার বছরে পেল তিনটি সাফল্য।

দলের গোল করার পর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ৩ মিনিট বাকি থাকতে তাকে তুলে নেন স্কালোনি। অশ্রুভরা চোখে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠ ছাড়েন দি মারিয়া। শেষটাও হলো তার দুর্দান্ত। ম্যাচ শেষে স্কালোনি বললেন, দি মারিয়ার ক্যারিয়ারের সেরা ম্যাচগুলোর একটি ছিল এটি।

এসময় আবেগতাড়িত হয়ে পড়েন ৩৬ বছর বয়সী দি মারিয়া। আর্জেন্টিনার জার্সিতে এটি তার ১৪৫তম ম্যাচ। এমন দিনে ম্যা অব দা ফাইনালও হয়েছেন তিনি।

ম্যাচের প্রথমার্ধে চোট পাওয়ার পরও অস্বস্তি নিয়েই খেলা চালিয়ে যাচ্ছিলেন মেসি। কিন্তু দ্বিতীর্য়ার্ধে কলম্বিয়ার শারীরিক ফুটবলের সঙ্গে লড়ে আর পেরে ওঠেননি। ৬৫তম মিনিটে অধিনায়ক বন্ধনী বিশ্বাস্ত সতীর্থ দি মারিয়ার হাতে তুলে দিয়ে মাঠ ছাড়েন কান্নাভেজা চোখে। তার জায়গায় নামেন স্ট্রাইকার নিকোলাস গনসালেস।

সাইডলাইনে বসে ছোট্ট বালকের মতো অশ্রু ঝরাতে দেখা যায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহানায়ককে।

ম্যাচে দারুণ ফুটবল খেলেছে কলম্বিয়া। আর্জেন্টিনাকে চুল পরিমান ছাড় তিতে চায়নি তারা। প্রথমার্ধে তো আর্জেন্টিনাকে সেভাবে পাওয়াই যায়নি ম্যাচে। দ্বিতীয়ার্ধের শেষ ভাগ থেকে ম্যাচ জমে ওঠে আক্রমণ আর পাল্টা আক্রমণে। শেষ দিকে আক্রমণে বেশি কার্যকর ছিল আর্জেন্টিনাই।

ম্যাচে ৫৬ শতাংশ বলের দখল ছিল কলম্বিয়ার অনুকূলে। ১৯টি শটের চারটি লক্ষ্যে রাখতে পারে তারা। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে তারা। তবে পোস্টের নিচে ছিলেন আর্জেন্টিনার বিশ্বস্ত এমিলিয়ানো মার্তিনেস।

ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়। কিন্তু কলম্বিয়ান উগ্র সমর্থকদের তোপের মুখে পড়তে হয় নিরাপত্তাকর্মীদের। কয়েক দফায় পিছিয়ে ম্যাচ শুরু হয় প্রায় দেড় ঘণ্টা দেরিতে।

আর্জেন্টিনা শুরুই করেছিল মানসিকভাবে পিছিয়ে থেকে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তারের মা, আলেহান্দ্রো গার্নাচোর ভাইসহ একাধিক খেলোয়াড়ের স্বজনরা আটকে ছিলেন উগ্রপন্থী কলম্বিয়ান সমর্থকদের মাঝে। খেলা শুরুর আগে নিজের মাকে নিরাপদে স্টেডিয়ামে নিয়ে আসতে লকাররুম ছেড়ে বেরিয়ে পর্যন্ত আসেন ম্যাক অ্যালিস্তার।

সুযোগ যে আর্জেন্টিনাও পায়নি তেমন নয়। হুলিয়ান আলভারেজের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। মেসির একটি শট আলভারেজের পায়ে বাধা পেয়ে লক্ষ্যে পৌঁছায়নি। নিকোলাস তালিয়াফিগোর হেড ক্রসবারের উপর দিয়ে যায়।

৩৪তম মিনিটে দারুণ এক আক্রমণে ওঠে বল নিয়ে বাম প্রান্ত দিয়ে ডি বক্সে ঢুকে যান মেসি। কিন্তু শট নেওয়ার সময় ভয়ঙ্কর ট্যাকেলে আঘাত পান আর্জেন্টাইন দলপতি। লম্বা সময় মাঠে চলে শুশ্রুষা। উৎকণ্ঠা ভর করে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে। পরে অস্বস্তি নিয়ে খেলা চালিয়ে যান অধিনায়ক।

 

প্রথমার্ধ শেষে শুরু হয় কলম্বিয়ান গায়িকা শাকিরার স্টেজ শোয়। গানের মুগ্ধতায় মাতিয়ে রাখেন পুরো স্টোডিয়াম।

৫২তম মিনিটে বেঁচে যায় আর্জেন্টিনা। খুব কাছ থেকে হেডে বল ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে দেন দিয়াস। ৫ মিনিট পর বাম প্রান্ত দিয়ে দারুণ ক্ষিপ্রতায় বল নিয়ে এগিয়ে কোনাকুনি শট নেন দি মারিয়া। ঝাপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন কলম্বিয়া গোররক্ষক।

৬৫তম মিনিটে আবারও আঘাত পান মেসি। এবার আর চালিয়ে যেতে পারেননি। অধিনায়ক বন্ধনী বিশ্বাস্ত সতীর্থ দি মারিয়ার হাতে তুলে দিয়ে মাঠ ছাড়েন কান্নাভেজা চোখে। তার জায়গায় নামেন স্ট্রাইকার নিকোলাস গনসালেস।

৭২তম মিনিটে গনসালো মন্তিয়েরে বদলি হিসেবে মাঠে নামেন স্পট কিকে পারদর্শী নাহুয়েল মলিনা।

৭৪তম মিনিটে জালে বল পাঠায় আর্জেন্টিনা। উদযাপন শুরু করতেই অফসাইডের পতাকা তোলে রেফারি। হতাশ হতে হয় লা আলবাসিলেস্তে সমর্থকদের।

চেষ্টা চালিয়েও নির্ধারিত সময়ে পরে আর কেউ জালের দেখা পায়নি। অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে আলভারেজের বদলি নামেন মার্তিনেজ। ৫ মিনিটের মাথায় আসরে নিজের ৫তম গোল করে দরকে এনে দেন কাঙ্খিত জয়। আসরে সর্বোচ্চ গোল তারই।

বাকি সময়ে ব্যবধান ধরে রাখাই যেন ছিল আর্জেন্টিনার মূল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে কলম্বিয়ার ফুটবলারদের সঙ্গে লেগেও গিয়েছিল আর্জেন্টিনার ফুটবলারদের। রেফারি শান্ত করেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ফেটে পড়ে আর্জেন্টিনা শিবির।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন

জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন

চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি

কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান

কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান

যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই

যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই

টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার

টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার

আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট

আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট

লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ

লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ

কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান

কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত

নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক

নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক

শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক

শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক

বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে ইত্যাদি চিত্রায়ন অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত

ঠাকুরগাঁওয়ে ইত্যাদি চিত্রায়ন অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত

কেসিসির সাবেক কাউন্সিলর টিপু কক্সবাজারে খুন

কেসিসির সাবেক কাউন্সিলর টিপু কক্সবাজারে খুন

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ গৃহবধূ আটক

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ গৃহবধূ আটক

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে পিটিয়ে হত্যা!

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় কৃষককে পিটিয়ে হত্যা!

৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

ম্যাচের আগে হঠাৎ বরখাস্ত এভারটন কোচ

ম্যাচের আগে হঠাৎ বরখাস্ত এভারটন কোচ

চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের

চীনের অবিশ্বাস্য সামরিক উত্থানে টনক নড়েছে ভারতের