একজন কিংবদন্তির বিদায়
১৫ জুলাই ২০২৪, ১১:৩৭ এএম | আপডেট: ১৫ জুলাই ২০২৪, ০৭:০৪ পিএম
এমন স্বপ্নীল বিদায় হয় খুব কম খেলোয়াড়েরই। তিনি নিজেও তো ফুটবল ইতিহাসের বিরল প্রতিভাদের একজন। সাক্ষি হয়েছেন আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা খরা কাটানোর পর প্রতিটা মুহূর্তের। হয়ে উঠেছেন দলটির সব সময়ের সেরাদের একজন। প্রায় ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন সেই আনহেল দি মারিয়া।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার সকালে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে শেষ টানলেন ৩৬ বছর বয়সী এই ফুটবলার।
ক্যারিয়ারের শেষ ম্যাচেও ছিলেন দুর্দান্ত। তার মতো ম্যাচে এত গোলের সুযোগ তৈরি করতে পারেনি কেই। ম্যান অব দা ফাইনাল পুরস্কারও তাই উঠেছে তার হাতে। এভাবেই আর্ন্তজাতিক ফুটবলকে বিদায় বললেন এই কিংবদন্তি।
দলের গোল করার পর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ৩ মিনিট বাকি থাকতে তাকে তুলে নেন স্কালোনি। অশ্রুভরা চোখে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠ ছাড়েন দি মারিয়া। শেষটাও হলো তার দুর্দান্ত। ম্যাচ শেষে স্কালোনি বলেন, দি মারিয়ার ক্যারিয়ারের সেরা ম্যাচগুলোর একটি ছিল এটি।
এবারের কোপা আমেরিকার মধ্য দিয়েই যে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন সেই ঘোষণা দিয়ে রেখেছিলেন আগেই। টানা তিন তিন বৈশ্বির শিরোপার রঙে রঞ্জিত হয়ে আনন্দ অশ্রুতে বিদায় নিলেন এই উইঙ্গার।
আগেই ফুটবল ইতিহাসে গ্রেটদের তালিকায় নিজের নাম খোদাই করে ফেলেছিলেন দি মারিয়া। এবারের এই জয় সেটাকে করে তুলেছে আরও স্পষ্ট। আর্জেন্টিনার হয়ে এটি ছিল তার ১৪৬তম ম্যাচ। গোল করেছেন ৩৩টি।
তার গোলগুলো এসেছে দলের ভিষন গুরুত্বপূর্ণ সময়ে। কোপার ২০২১ আসরে ব্রাজিলের বিপক্ষে ফাইনালে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেছিলেন তিনিই। ইতালির বিপক্ষে ফিনালিস্সিমায়ও জালের দেখা পান তিনি। এরপর জীবনের সবচেয়ে বড় অর্জন; কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালেও গোল করেন দি মারিয়া। এবার গোল না পেলেও দারুণ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন তিনি। শেষ পর্যন্ত লাওতারো মার্তিনেজের গোলে বীরের বেশে মাঠ ছাড়ে দি মারিয়ার সতীর্থরা।
২০০৭ সালে জেতেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। টুর্নামেন্টে ৩ গোল করে টানা দ্বিতীয় শিরোপা জয়ে রাখেন বড় অবদান। এরপর ২০০৮ সালের অলিম্পিক দিয়েই শুরু দি মারিয়ার ‘ম্যান অব ফাইনাল’ হয়ে ওঠা। হুয়ান রোমান রিকেলমে, মেসি, সের্হিও আগুয়েরো, হাভিয়ের মাসচেরানোদের নিয়ে গড়া দলে দি মারিয়ার পা থেকে আসে স্বর্ণপদক জেতানো গোল।
তবে জাতীয় দলের জার্সিতে তার যাত্রার শুরুতে বার বার হতে হয়েছে হতাশ। চোটের কারণে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে খেলতে পারেননি। জার্মানির কাছে হেরে হৃদয় ভেঙেছিল কোটি কোটি আর্জেন্টিনা সমর্থকদের। একই পরিণতি হয় পরের দুটি কোপা আমেরিকাতেও। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পরপর দুই বছর চিলির বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে হেরে যায় আর্জেন্টিনা। পরপর তিন ফাইনাল হারের ধাক্কায় আকস্মিক অবসরের সিদ্ধান্ত নেন মেসি। আর দি মারিয়াদের শুনতে হয় নানান সমালোচনা।
২০১৮ বিশ্বকাপে তো কোনোমতে নক আউটে উঠেই বিদায় নেয় দল। পরের বছর কোপায় হয় তৃতীয়। এরপর কোভিডের ধাক্কা কোপা আমেরিকা পিছিয়ে যায় ২০২১ সালে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাটিতে ব্রাজিলকেই হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। ফাইনালের নায়ক সেই দি মারিয়া।
এরপর ইতালির বিপক্ষে ফিনালিস্সিমা ও বিশ্বকাপ ফাইনালেও গোল করে ক্যারিয়ার রাঙিয়েছেন দি মারিয়া। শেষটাও হলো ঐতিহাসিক শিরোপা জয় দিয়ে।
বিদায় কিংবদন্তি, বিদায়!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ
নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা
সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ
কার সাথে সংসার করছেন জয়া?
২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে
টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ
টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম
জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন
চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি
কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান
যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই
টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক