স্পেনের রেকর্ড চার
১৬ জুলাই ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ১৬ জুলাই ২০২৪, ১২:০৮ এএম
ইংলিশদের অপেক্ষা আরো বাড়িয়ে দিয়ে ইউরোর রেকর্ড চতুর্থ শিরোপা ঘরে তুললো স্পেন। আসরে প্রথম থেকে শেষ পর্যন্ত নান্দনিক ফুটবলের পসরা সাজিয়ে ১২ বছর পর ইউরোপ সেরার মুকুট জিতলো স্প্যানিশরা। আর পর পর দ্বিতীয় বারের মত ফাইনালে উঠেও এবারও শিরোপার দেখা পেলোনা ইংলিশরা। রোববার রাতে জার্মানির বার্লিনে অলিম্পিক স্টেডিয়ামে জম্পেস ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারালো স্পেন। আর তাতেই ইউরোপ সেরার খেতাব নিজেদের করে নিলো লা ফুয়েন্তের দল। ৫৮ বছর পর শিরোপার মঞ্চে গিয়েও শূন্য হাতে ফিরলো ইংলিশরা। অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই সতর্ক দুদল। নিজেদের সুরক্ষিত রেখে আক্রমন পাল্টা আক্রমনে কাটে প্রথমার্ধ। যদিও গোলের সুযোগ তৈরী করেছিলো দুদলই। বলের দখলে এগিয়ে থেকে শুরুর দশ মিনিট দাপটেই খেলে স্পেন। তবে এসময় গোলের তেমন সুযোগ তৈরী করতে পারেনি তারা। বরং খেলার ১৬ মিনিটে সুযোগ পেয়েছিলো ইংল্যান্ড। বুকায়ো সাকার বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে ক্রস করেছিলেন কাইল ওয়াকার। কিন্তু সেটা কোনো ইংলিশ খেলোয়াড়ের পায়ে যাওয়ার আগেই কুকুরেইয়া বিপদমুক্ত করেন কর্নারের বিনিময়ে। ২৮ মিনিটে স্পেনের হয়ে একটা সুযোগ নিয়েছিলেন ফ্যাবিয়ান রুইজ। কিন্তু তার শট ইংলিশ ডিফেন্ডার মার্ক গুয়েহির গায়ে লেগে চলে যায় ইংলিশ গোলকিপার পিকফোর্ডের হাতে। প্রথমার্ধের যোগ করা সময়ে আরো একটা সুযোগ পেয়েছিলো ইংল্যান্ড। ডেকলান রাইসের ফ্রিক-কিক থেকে আসা বল স্প্যানিশ ডিফেন্ডার লে নরমান্দের পায়ে লেগে চলে যায় ফাঁকায় থাকা ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেনের পায়ে। তবে তার আড়াআড়ি শট রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। বিরতি থেকে ফিরেই অন্যরূপে স্পেন। ইংলিশরা কিছু বুঝে ওঠার আগেই গোল করে বসে লা ফুয়েন্তের দল। পেলের ৬৬ বছরের রেকর্ড ভেঙ্গে ফাইনালে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে খেলতে নামা লামিনে ইয়ামালের দুর্দান্ত পাসে জাল কাঁপান নিকো উইলিয়ামস। স্প্যানিশ সমর্থকদের উল্লাস থামতে না থামতে আবারো এগিয়ে যাওয়ার সুযোগ স্পেনের। প্রথম গোলদাতা নিকো উইলিয়ামসের পাস থেকে বক্সের মাঝামাঝি জায়গা থেকে নেয়া দানি অলমোর শট অল্পের জন্য বাইরে দিয়ে যায়। এক গোলে পিছিয়ে পড়ে হাল ছাড়েনি ইংল্যান্ড। গোল শোধে বেশ ক’বার স্পেন সীমানায় হানা দেয় তারা। অবশ্য সফলতা আসে ৭৩ মিনিটে। বক্সের ভেতরে জুড বেলিংহ্যামের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত শটে গোল করেন বদলি হিসেবে নামা চেলসি ফরোয়ার্ড কোল পালমার। ঝাঁপিয়ে পড়েও গোল আটকাতে পারেনি স্প্যানিশ গোলকিপার উনাই সিমন। গোল হজম করে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে স্পেন। ৮২ মিনিটে দলকে ফের এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ইয়ামাল। অলমোর পাসে তার জোরাল শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন ইংলিশ গোলকিপার পিকফোর্ড। বেশিক্ষণ অবশ্য অপেক্ষায় থাকতে হয়নি স্পেনকে। অধিনায়ক আলভারো মোরাতার বদলি হিসেবে নামা মিকেল ওইয়ারসাবাল ম্যাচের ভাগ্য গড়ে দেন। ছোটো বক্সের মধ্যে মার্ক কুকুরেইয়ার বাড়ানো পাসে ডান পায়ের সøাইড শটে গোলকিপারকে পরাস্ত করেন তিনি। বার্লিন জুড়ে ইংলিশ সমর্থকদের স্তব্ধ করে দেন রিয়াল সোসিয়েদাদের এই উইঙ্গার। খেলার শেষ দিকে পিছিয়ে পড়েও লড়াই করে গেছে ইংল্যান্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল তারা। ডেকলান রাইসের হেড গোলরক্ষক উনাই সিমন ঝাঁপিয়ে ফেরানোর পর ফিরতি শট নেন মার্ক গেয়ি। কিন্তু গোললাইন থেকে ফিরিয়ে দিয়ে স্পেনকে রক্ষা করেন অলমো। যোগ করা চার মিনিটে আর ভাগ্য পাল্টাতে পারেনি ইংল্যান্ড। গত আসরে ইতালির কাছে টাইব্রেকারে হারের পর আরেকবার ফাইনালে আক্ষেপে পুড়তে হলো ইংলিশদের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন স্পেনের ম্যানসিটি তারকা রদ্রি। আর চার অ্যাসিস্ট ও এক গোলে ইয়াং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ইয়ামাল। ১৯৬৪, ২০০৮ ও ২০১২ সালের পর আবারো ইউরো চ্যাম্পিয়ন হলো স্পেন। জার্মানিকে ছাপিয়ে এখন তারাই ইউরোপের সর্বোচ্চ শিরোপা জয়ী দল। এছাড়া প্রথম ইউরোপিয়ান দল হিসেবে বিশ্বকাপ কিংবা ইউরোতে সাত ম্যাচের সবগুলো জিতে দ্বিতীয়বার এমন কীর্তি গড়লো স্পেন। ২০০২ এর বিশ্বকাপে প্রথম এমন রেকর্ড গড়েছিল ব্রাজিল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কার সাথে সংসার করছেন জয়া?
২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে
টানা চার ম্যাচে রোনালদোর গোল,নতুন বছর জয় দিয়ে শুরু নাসেরের
শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় : উপদেষ্টা মাহফুজ
টঙ্গীবাড়ীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম
জার্মানিতে পাঁচ লাখের বেশি মানুষ গৃহহীন
চীনে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এনআইডি : আইন পর্যালোচনায় রোববার বৈঠকে বসছে ইসি
কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান
যুক্তরাষ্ট্রে টিকটক নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টে চূড়ান্ত লড়াই
টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরানোর কথা ভাবছেন কিয়ার স্টারমার
আগুনে পুড়ল ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
লস অ্যাঞ্জেলেসে দাবানল, প্রবল বাতাসে পরিস্থিতি ভয়াবহ
কাতারের আমিরের উদ্দেশে ফেসবুকে যা লিখলেন তারেক রহমান
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি, মানবিক বিপর্যয় অব্যাহত
নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে ভিডিও ধারণ, যুবক আটক
শেখ হাসিনার সাথে হত্যা মামলায় জড়িত পটুয়াখালীর ইটবাড়িয়া ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আটক
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ঠাকুরগাঁওয়ে ইত্যাদি চিত্রায়ন অনুষ্ঠানে চেয়ার ভাঙচুর-মারামারি, অনুষ্ঠান স্থগিত
কেসিসির সাবেক কাউন্সিলর টিপু কক্সবাজারে খুন