আর্জেন্টাইন মিডফিল্ডারের জোড়া গোলে শীর্ষে ফিরল মায়ামি
১৮ জুলাই ২০২৪, ০৭:৫১ এএম | আপডেট: ১৮ জুলাই ২০২৪, ০৯:০৪ এএম
সিনসিনাটির বিপক্ষে ভুলে যেতে চাওয়া এক হারের পর জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন মিডফিল্ডার ফেদেরিকো রেদোনদোর দুর্দান্ত নৈপূণ্যে নিজেদের মাঠে টরেন্টোকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে জেরার্দো মার্তিনোর দল।
মেজর লিগ সকারে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ফ্লোরিডার চেস স্টেডিয়ামে টরেন্টোকে ৩-১ গোলে হারায় মায়ামি। প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে নেন দিয়েগো গোমেস। সেই গোলে সতায়তা ছিল রেদোনদোর। সেই রেদোনদোই দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ছয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন।
নিজেদের আগের ম্যাচে সিনসিনাটির বিপক্ষে ৬-১ গোলে উড়ে গিয়েছিল মায়ামি। আজ সেই সিনসিনাটি ১-০ গোলে হেরে গেছে সিকাগোর বিপক্ষে। তাতে লাভ হয়েছে মায়ামির। সিনসিনাটির চেয়ে এখন তারা স্পষ্ট ২ পয়েন্টে এগিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে।
২৪ রাউন্ড শেষে ১৫ জয় ও ৫ ড্রয়ে মায়ামির পয়েন্ট ৫০। সমান জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিনসিনাটি।
বল দখলে রেখে গুছিয়ে আক্রমণে উঠে খেলতে পছন্দ করে মায়ামি কিন্তু চোটের কারণে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা দলটি এদিন বল দখলে ছিল পিছিয়ে। প্রথমার্ধে দুই দুইবার তারা বেঁচে যায় প্রতিপক্ষ দুই খেলোয়াড় অবিশ্বাস্যভাবে দুটি সুযোগ নষ্ট করায়। এবকার বাঁচান গোলরক্ষক ডার্ক ক্যাল্ডোর।
ম্যাচের ১৭তম মিনিটে গোলমুখে ফাঁকায় বল পেয়ে গোলরক্ষক বরাবর দূর্বল শট নেন টরেন্টোর লেরন্সো ইনসিনিয়ে। দশ মিনিট পর সেই বাম প্রান্ত দিয়েই আক্রমণে ওঠে টরেন্টো। সতীর্থের বাড়ানো বল লক্ষ্যেই রাখতে পারেননি আরেক স্ট্রাইকার দিয়ান্দ্রে কের। তার নীচু শট গোলপোস্ট ঘেঁসে বেরিয়ে যায়।
গোমেস অবশ্য সেই ভুল করেননি। নিজেদের অর্ধ থেকে প্রতিপক্ষ রক্ষণের মাথার উপর দিয়ে উঁচু করে বল বাড়ান রেদোনদো। অফসাইডের জাল ছিড়ে বল নিয়ন্ত্রণে নেন গোমেস। কিছুটা এগিয়ে ঠিক ডি বক্সের দাগের উপর থেকে নেন উঁচু কোনাকুনি শট। এগিয়ে যায় মায়ামি।
দুই মিনিট পর ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে দূর থেকে কোনাকুনি উঁচু শট নেন টরেন্টো উইঙ্গার ফেদেরিকো বের্নার্দেস্কি। বাম দিকে শূন্যে লাফিয়ে দুর্দান্তভাবে রক্ষা করেন গোলরক্ষক ক্যালেন্ডার।
বিরতি থেকে ফিরে আবারও গোল উৎসব করে মায়ামি। ম্যাচের ৫৩তম মিনিটে ডি বক্সের ডান প্রান্তে ফ্রি-কিক পায় তারা। হুলিয়ান গ্রেসেলের নেওয়ার সেই ফ্রি কিক ব্যাকপোস্টের গোলমুখে রেদোনদোর মাথা খুঁজে নেয়। লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ২১ বছর বয়সী আর্জেন্টাইন।
ছয় মিনিট পর ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে বাম প্রান্তে সতীর্থের ক্রস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে গোলমুখে ঠেলে দেন গোমেস। টোকায় ব্যবধান বাড়াতে একদম ভুল হয়নি রেদোনদোর।
দশ মিনিট পর বামে ঝাপিয়ে আবারও বের্নার্দেস্কিকে হতাশ করেন ক্যালেন্ডার। ৮০তম মিনিটে আর পেরে ওঠেননি ক্যালেন্ডার। দারুণ গোছালো আক্রমণে ব্যবধান কমানো গোলটি করেন মিডফিল্ডার ডেরিক এতিয়েন জুনিয়র।
যোগ করা সময়ে জর্দি আলবার ব্যাকপাসে ইয়ান ফ্রের নেওয়া হেড পোস্টের উপর দিয়ে পাঠিয়ে দেন টরেন্টো গোলরক্ষক। ব্যবধান তাই আর বাড়েনি। তবু জয়ের আনন্দ নিয়েই মাঠ ছাড়ে দল।
আগামী ৪ অগাস্ট মেক্সিকোর ক্লাব টাইগার ইউএএনএলের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগস কাপের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে মায়ামি। চোটের কারণে এই ম্যাচেও মেসিকে পারে না ফ্লোরিডার দলটি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এমন একটি ছবি শুধু ভাবায় না, কাঁদায়ও: মুশফিকুল ফজল আনসারী
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০বছরপূর্তি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত
কিশোরগঞ্জে ধুমধামে করে এক অসহায় মেয়ের বিয়ে দিলেন ছাত্রদল নেতা
দিল্লিতে দূষণ-কুয়াশার কারণে ভ্রমণ ব্যবস্থা বিপর্যস্ত ,যাত্রীদের ভোগান্তি
বাগেরহাটে লখপুর গ্রুপের কর্মহীন শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ
নিকলীতে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘গণঅভ্যুত্থানে আহত ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, আরও যাবেন ২৮ জন’
১০ কোটিতে মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা টিউলিপের চাচীর
জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি
পাকিস্তানকে ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে তালেবান?
টাঙ্গাইলে জিয়া মঞ্চে ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ
পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি, অভিযানে সেনাবাহিনী-পুলিশ-র্যাব
কানাডার লিবারেল পার্টি ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে
স্বৈরাচারের সহযোগীদের রাজনৈতিক দলে ঢোকালে প্রতিরোধ করা হবে : ড. রিপন
দশ বছর পর ফের পুরষ্কৃত মালালা, ফিরছেন পাকিস্তান
ভারতে এক মাসে এক গ্রাহক পেলেন ২১০ কোটির বিদ্যুৎ বিলের কপি
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত
সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা
খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী