প্রীতি ম্যাচের দল পেতে মরিয়া বাফুফে
১২ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১২ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম
র্যাঙ্কিংয়ে নীচে নামতে নামতে দেশের ফুটবল কোথায় গিয়ে ঠেকেছে! এখন ফিফা উইন্ডোতে খেলার জন্য দক্ষিণ এশিয়ার ছোট দলকেও পাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী মাসের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলার জন্য প্রতিপক্ষ হিসাবে ভুটানকে পাওয়ার চেষ্টা করছে তারা। গত ১১ জুন লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটি খেলার পর থেকেই
শুয়ে বসে দিন কাটাচ্ছেন জামাল ভূঁইয়ারা। আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট না থাকায় বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও ছুটি কাটাতে দেশে গিয়েছিলেন। তবে তিনি ঢাকায় ফিরেছেন দুই দিন আগে। ক্যাবেরার লক্ষ্য এখন সেপ্টেম্বর উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলা। আগামী ২ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ফিফা উইন্ডো। হাতে সময়ও কম। এ সময়ের মধ্যে প্রতিপক্ষ ঠিক করতেই পাগলপ্রায় বাফুফে। প্রীতি ম্যাচ খেলতে ইতোমধ্যে নেপাল, ভুটানসহ বেশ কয়েকটি দেশের সঙ্গেই চিঠি চালাচালি করছে তারা। সেপ্টেম্বর উন্ডোর ম্যাচ দু’টি ঘরের মাঠে খেলার পরিকল্পনা ছিল বাফুফের। তবে দেশের সামগ্রিক পরিস্থিতিতে কোনো দেশের আসাও অনিশ্চিত। তাই বাংলাদেশ এখন অ্যাওয়ে ম্যাচ খেলারই সিদ্ধান্ত নিয়েছে। ভুটান ফুটবল ফেডারেশনের সঙ্গে বাফুফের আলোচনা বেশ এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষেই দুই প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার গতকাল বলেন, ‘আগামী বছর মার্চে এশিয়ান কাপের বাছাই টুর্নামেন্ট রয়েছে। প্রতিপক্ষ এখনো জানা যায়নি। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বাছাইয়ের মাধ্যমে ড্র হবে ১৯ ডিসেম্বর। নভেম্বরের র্যাঙ্কিং বিবেচনা করা হবে ড্রয়ের সময়। তাই আমাদের র্যাঙ্কিং বাড়ানো প্রয়োজন। তাহলে সহজ প্রতিপক্ষ পাবো। আমরা চেষ্টা চালাচ্ছি সেপ্টেম্বর উইন্ডোতে ম্যাচ খেলার।’ তিনি যোগ করেন, ‘আমরা যে কয়টি দেশের সঙ্গে ম্যাচ খেলার চেষ্টা করছি তার মধ্যে ভুটানও আছে। এখনই বলা যাচ্ছে না শেষ পর্যন্ত কোন দলকে পাবো। তবে এতটুকু বলা যায় আমরা নিজেরা ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছি। যে দেশের বিপক্ষেই খেলি সেখানে গিয়ে খেলবো।’ এশিয়ান কাপের বাছাইয়ে ২৪ দেশ ছয় গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং আগে যোগ্যতা অর্জন করা ২৪ দল ২০২৭ সালের ১৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সউদী সআরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ টুর্নামেন্টে খেলবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি
হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ
মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই
নাইজেরিয়ায় অতর্কিত বন্দুক হামলা, সরকারি বাহিনীর ২১ সদস্য নিহত
অবৈধভাবে ভারতে প্রবেশের আগেই চুয়াডাঙ্গার সীমান্তবর্তী ঠাকুরপুর থেকে এক নারীকে আটক করেছে বিজিবি
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে : দুলু