‘দুই ম্যাচ জিততেই ভুটানে এসেছি’
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ এএম
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সামনে ব্যস্ত সূচিই অপেক্ষা করছে। চলতি বছর শেষের দিকে। আগামী বছর এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের খেলা রয়েছে জামাল ভূঁইয়াদের। দিনক্ষণ চূড়ান্ত না হলেও ওই বছর রয়েছে সাফ চ্যাম্পিয়নশিপের খেলাও। তার আগে এ মাসের শুরুতে ভুটানের বিপক্ষে দুই ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে লাল-সবুজরা। যার প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আজ। ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। সামনের ব্যস্ত সূচির আগে এ দুই প্রীতি ম্যাচ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রীতি ম্যাচকে সামনে রেখে গতকাল থিম্পুতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দৃঢ় কণ্ঠেই বলেন, ‘দুই ম্যাচ জিততেই ভুটানে এসেছি আমরা।’
ফুটবলে ভুটানের বিপক্ষে বাংলাদেশের সাফল্যই বেশি। দুই দেশের মধ্যে ১২ ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশের জয় ৯টি, ড্র দু’টি এবং হার একটি। একমাত্র হারটি ছিল ২০১৬ সালে এশিয়ান কাপ বাছাইয়ে। ওই হার চরম দুঃসময়ের মুখে ঠেলে দিয়েছিল বাংলাদেশের ফুটবলকে। থম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ওই হারে আন্তর্জাতিক ম্যাচ খেলা থেকে দেড় বছর দূরে ছিল লাল-সবুজের জাতীয় দল। এবারও খেলা একই মাঠে। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা, চাংলিমিথাং স্টেডিয়ামের টার্ফে খেলার সমস্যার পাশাপাশি প্রায় তিন মাস প্রতিযোগিতামূলক ফুটবল থেকে বাংলাদেশ দলের দূরে থাকা এবং এবারের প্রস্তুতির কমতি নিয়েও কথা কম হচ্ছে না। কোচ ক্যাবরেরাও বুঝতে পারছেন সামনে তার জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তবে সব বাধা পেরুতে দারুণ আত্মবিশ্বাসীও বাংলাদেশ কোচ। তার কথায়, ‘আমরা জানি, আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ আছে। ভুটানের খেলোয়াড়দের মতো আমরা মৌসুমের মাঝামাঝি পর্যায়ে নেই, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে মানিয়ে নিতেও আমাদের সময় লেগেছে। তবে আগামী মার্চে যেটা আসছে, আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। তাই ফিফার এই উইন্ডো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খুবই চ্যালেঞ্জিং ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য।’ ক্যাবরেরা যোগ করেন, ‘অবশ্যই ভুটানে আমরা দুই ম্যাচ জেতার জন্য এসেছি। তবে আমাদের আগামী বছরের প্রতিযোগিতাগুলোর জন্য সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের উইন্ডো গুরুত্বপূর্ণ। কেননা, অফিসিয়াল টুর্নামেন্টগুলোই মূল, যেগুলো আগামী মার্চে শুরু হবে এবং এ কারণে ভুটানের বিপক্ষে এই ম্যাচ দু’টিসহ বাকি দুই উইন্ডোকে প্রাধান্য দিচ্ছি। যেন আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি।’
২০১৬ সালে বাংলাদেশের সেই হারে ‘ভুটান ট্রাজেডির নায়ক’ চেনচো গাইয়েলতসেন এবারও রয়েছেন দলটির আক্রমণভাগে। তবে কেবল এই ফরোয়ার্ড নন, বাকিদের দিকেও সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজন বোধ করছেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘ভুটান বিশেষ করে পাল্টা আক্রমণে ভালো। তাদের দলে চেনচো আছে, যাকে আটকানো কঠিন। সে বাংলাদেশেও ক্লাব ফুটবল খেলেছে। তবে তাদের দলে চেনচো ছাড়াও আরও কয়েকজন খেলোয়াড় আছে, যারা দারুণ। এই খেলোয়াড়দের দিকেও দৃষ্টি রাখতে হবে আমাদের। কেননা, তারাও বিপজ্জনক। তবে আশা করি, আমরা তাদের সামলাতে পারব।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড