বাংলাদেশ পাকিস্তানে পেরেছে, ভারতে কেন পারছে না
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ এএম
বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এখন একটাই প্রশ্ন- পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করে এলেও ভারতে পারছে না কেন! ভারত সফরে দুই টেস্ট তিন টি-টোয়েন্টির দুটি সিরিজ খেলবে বাংলাদেশ। এর মধ্যে চেন্নাইয়ে প্রথম টেস্টটি খেলে ফেলেছে, যেখানে সেভাবে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। চেন্নাইয়ে চতুর্থ দিনের প্রথম সেশনে শেষ হওয়া ম্যাচে বাংলাদেশে হেরেছে ২৮০ রানের বড় ব্যবধানে। ভারত ফলোঅন করায়নি বলে হয়তো ইনিংস হার থেকে বেঁচে গেছেন শান্তরা। অথচ পাকিস্তানে যে দলটি ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে এসেছিল, বলতে গেলে সেই দলটি নিয়েই ভারতে গেছে বাংলাদেশ। পরিবর্তন শুধু একটি- চোটের কারণে নেই ফাস্ট বোলার শরীফুল ইসলাম। তার জায়গায় দলে ঢুকেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান জাকের আলী। শরীফুল অবশ্য পাকিস্তানে দ্বিতীয় টেস্টটিও খেলতে পারেননি। তাহলে সমস্যা কোথায়?
ভারতে বাংলাদেশের ব্যর্থতার কারণ আসলে লুকিয়ে আছে ভারত ও পাকিস্তান দল নিয়ে বাসিত আলীর একটি আলোচনায়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার নিজের ইউটিউব চ্যানেলে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মনোভাবের পার্থক্য নিয়ে আলোচনা করেছেন। বাসিত আলীর সেই আলোচনায় উঠে এসেছে ভারতের ক্রিকেটারদের মনোভাবই তাদের পাকিস্তানিদের চেয়ে এগিয়ে রাখে। এখানে উদাহরণ হিসেবে বাংলাদেশকে টেনে এনেছেন বাসিত, ‘আমরা পার্থক্যটা জানি। (ভারতের বিপক্ষে খেলা) একই বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে খেলেছে, তখন এমন মনে হয়েছে যে পাকিস্তান দল সব দিক থেকে পিছিয়ে আছে। এটা সেই বাংলাদেশ, যারা পাকিস্তানকে ধবলধোলাই করেছে। পার্থক্যটা আসলে মনোভাব, চিন্তা আর মানে।’
বাসিত আলীর এই বিশ্লেষণেই স্পষ্ট, ভারতীয় ক্রিকেটারদের মনোভাবই তাঁদের অন্যদের চেয়ে এগিয়ে রাখছে। পাকিস্তানি ক্রিকেটারদের মনোভাবে সমস্যা আছে আর চিন্তা ও মানেও ঘাতটি আছে বলেই বাংলাদেশের কাছে হেরেছে, এ সমস্যাগুলো ভারতের ক্রিকেটারদের নেই বলেই বাংলাদেশ কুলিয়ে উঠতে পারছে না ভারতে; বাসিত আলীর আলোচনার মূল সুর এটাই। মনোভাবের পার্থক্য বোঝাতে গিয়ে বাসিত আলী মূলত ভারত আর পাকিস্তানের পেস বোলারদের বিষয়টি টেনে এনেছেন। একটা সময়ে পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন মরনে মরকেল। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ফাস্ট বোলার এখন ভারতের বোলিং কোচ। একই বোলিং কোচের অধীনে পাকিস্তানের বোলাররা তেমন কিছুই করতে পারেনি, কিন্তু ভারতীয় পেসাররা চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এলোমেলো করে দিয়েছে। বাসিত আলী বলেছেন, ‘পাকিস্তানি বোলাররা নিজেদের ক্রিকেটের চেয়েও বড় মনে করে। তারা মনে করেছিল, আমাদের সামনে মরকেল কিছুই নয়।’ বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের তিন পেসার যশপ্রীত বুমরা (৪), মোহাম্মদ সিরাজ (২) ও আকাশ দীপ (২) মিলে নিয়েছেন ৮ উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইজতেমার মাঠে মুসল্লিদের উপর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কলাপাড়ায় দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই
মেলবোর্নে অনিশ্চিত হেড, অভিষেক হচ্ছে কনস্টাসের
লে. জেনারেল মাইনুলকে বিদেশ যেতে বাধা
ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলমবিরতি
এস আলমের চিনি, ইস্পাত ও ব্যাগ কারখানা বন্ধ ঘোষণা
পটুয়াখালীতে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার দুর্যোগের প্রভাব বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টশন
ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসকে মারধোর
মুফতি মুতাজ সভাপতি মুফতি শুয়াইব সাধারণ সম্পাদক নির্বাচিত
নওগাঁয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান
যুক্তরাষ্ট্রে খুন মাদক পাচারকারী সুনীল যাদব, দায় নিল বিষ্ণোই গ্যাং
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড
বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা
"স্বপ্ন রুরাল ফাউন্ডেশন: তরুণদের হাত ধরে সমাজ বদলের এক নতুন যাত্রা"
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হাজারো ঘর, শিশুসহ নিহত দুজন
সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
নিখোঁজের ৬ দিন পর বিক্রয় কর্মীর লাশ উদ্ধার
চাঁদপুরে জাহাজে ৭ খুন একজনের বাড়ী ফরিদপুর গেরদা ইউনিয়নে