ভিয়েতনামের বিপক্ষে ভালো খেলার প্রত্যাশায় বাংলাদেশ
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:১০ এএম
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই পর্বের ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের হাইপংয়ে ল্যাচ ট্রে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি। কঠিন এই ম্যাচে ভালো খেলার প্রত্যাশায় বাংলাদেশ দল। টুর্নামেন্টের পরের রাউন্ডে যাওয়ার স্বপ্নভঙ্গ হলেও শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে ভালো করতে আত্মবিশ্বাসী লাল-সবুজরা। পাঁচ দলের গ্রুপে ইতোমধ্যে দুই ম্যাচ খেলে মাত্র ১ পয়েন্ট পেয়ে তালিকার চতুর্থ স্থানে আছে কোচ মারুফুল হকের দল। প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলে হারলেও পরের ম্যাচে গুয়ামের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শক্তির বিচারে সিরিয়া ও ভিয়েতনাম সমমানের হওয়ায় নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। যদিও ভিয়েতনামের বিপক্ষে জয়ের আশা করছেন না বাংলাদেশ দলের কেউ। তবে ভালো খেলার প্রত্যাশা করছেন টিম ম্যানেজমেন্ট সহ দলের সবাই। তাই তো এ ম্যাচের আগে গতকাল অনুশীলন শেষে বাংলাদেশ দলের নির্ভরযোগ্য খেলোয়াড় মইনুল ইসলাম মঈন বলেন,‘আলহামদুলিল্লাহ, আমরা সবাই সুস্থ আছি। আগামীকালের (আজ) ম্যাচ নিয়ে ভাবছি। আজ ভালো একটা ট্রেনিং সেশন শেষ করলাম। আমাদের আরও দু’টি ম্যাচ রয়েছে। গত ম্যাচ ড্র করেছি। প্রথমে আমরাই গোল করেছিলাম। মিরাজুলের গোলে আমরা এগিয়ে গিয়েছিলাম শুরুতেই। ম্যাচের শেষ দিকে আমি একটি গোল করেছিলাম। তারপরও ম্যাচটা ড্র হয়েছে। আশা করছি আগামী ম্যাচগুলোতেও গোল করবো। ভিয়েতনামের বিপক্ষে ভালো করতে দলের সবাই নিজেদের শতভাগ দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের লক্ষ্য বাকি ম্যাচগুলোতে ভালো করা।’
বাংলাদেশ দলের সহকারী কোচ জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘আগামীকাল (আজ) আমাদের তৃতীয় ম্যাচ। প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম। আগে খেলা তাদের দু’টি ম্যাচ আমরা দেখেছি। তাদের সবল দিক ও দুর্বলতাগুলো সম্পর্কে জেনেছি। তারা বল পজিশনে রাখে এবং বেশিরভাগ সময় তারা কাউন্টার অ্যাটাক করে। তাদের শক্তি ও দূর্বলতা নিয়ে কাজ করেছি আমরা। ভিয়েতনাম যেহেতু আমাদের শক্ত প্রতিপক্ষ, আমাদের লক্ষ্য থাকবে তাদের দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে ম্যাচে ভালো করা।’ তিনি যোগ করেন,‘দলে কোনো ইনজুরি সমস্যা নাই। সবাই সুস্থ আছে। ছেলেরা ভিয়েতনামের বিপক্ষে নিজেদের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নারী উদ্যোক্তাদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মসূচি
হিমেলের দুচোখ হারানো মামলা মির্জাপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আল্লাহর একাত্ববাদ কায়েম করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে
কুয়াকাটায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৬৭ হাজার জরিমানা
ভ্রমণকারীদের জন্য মেডিকেল ডেবিট কার্ড নিয়ে এল ভিসা ও ব্র্যাক ব্যাংক পিএলসি
সংস্কারবিহীন নির্বাচন দেশে নব্য ফ্যাসিবাদের জন্ম দেবে
নেত্রকোনার পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ
আটঘরিয়ায় নারীর মৃতদেহ উদ্ধার
রামপালে ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত
রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান শাখায় অপ্রীতিকর ঘটনা
খুলনা বারের সাবেক সম্পাদক কারাগারে
ঢাকার উদ্দেশে ছেড়ে গেল ‘রূপসী বাংলা’ ট্রেন, উৎফুল্ল যাত্রীরা
'মেসির সম্মান রক্ষার্থেই বার্সা ছাড়েন নেইমার'
সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতির আল্টিমেটাম মোংলায় প্রতিবাদ সভা এবং বিক্ষোভ
সংস্কার কার্যক্রমের ওপর নির্ভর করছে নির্বাচনের সূচি: আসিফ মাহমুদ
সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন
ইজতেমার মাঠে মুসল্লিদের উপর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কলাপাড়ায় দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই
মেলবোর্নে অনিশ্চিত হেড, অভিষেক হচ্ছে কনস্টাসের