ঢাকা   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | ১০ পৌষ ১৪৩১
ব্রাজিল-আর্জেন্টিনার দুঃসংবাদ

আরো পাঁচ মাস মাঠের বাইরে নেইমার

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন অঞ্চলে নাজুক অবস্থায় রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রাণভোমরা নেইমারকে ছাড়া বাছাইপর্বে এখন পর্যন্ত চার হারের মুখ দেখেছে দরিভাল জুনিয়রের দল। আগামী মাসে বাছাই পর্বের ম্যাচে চিলি আর পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ইনজুরির কারনে অক্টোবরে ফেরা হচ্ছে না নেইমারের এটা নিশ্চিত। তবে নভেম্বর বা আগামী ফেব্রুয়ারিতেও নেইমারকে না পেলে সমস্যার কিছু দেখছেন না কোচ দরিভাল জুনিয়র। এই তারকাকে প্রবলভাবেই দলে চান ব্রাজিল কোচ। তবে তার তাড়া নেই, পুরো ফিট নেইমারকেই জাতীয় দলে দেখতে চান তিনি। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পরের দুই ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছেন দরিভাল। প্রায় এক বছর ধরে মাঠের বাইরে থাকা নেইমার নেই এই দলে। বাঁ হাঁটুর অস্ত্রোপচারের পর এখনও সেরে ওঠার অপেক্ষায় আল হিলালের এই তারকা। তার জন্য অপেক্ষায় আছেন দরিভালও। তবে আরও ধৈর্য ধরতেও আপত্তি নেই ব্রাাজিল কোচের। দল ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি বললেন, ফেরার পর নেইমারকে সেরা চেহারায় দেখতে চান তিনি। ‘আমরা অপেক্ষা করব, আমরা ধৈর্য ধরব। সে যদি অক্টোবরে ফিরতে না পারে, নভেম্বরে এমনকি ফেব্রুয়ারিতেও ফিরতে না পারে, কোনো সমস্যা নেই। তাকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে, খেলতে হবে এবং সবকিছুর ওপরে, চোট থেকে পুরোপুরি মুক্তি পেতে হবে।’ ‘আমরা উপলব্ধি করতে শুরু করেছি যে, সে কতটা গুরুত্বপূর্ণ। সে যদি সামনের বছরগুলোয় ফিরে আসে, বিশ্ব ফুটবলের সেরাদের একজনকে আমরা আমাদের জাতীয় দলে ফিরে পাব তার ক্যারিয়ারের স্মরণীয় সময়ে।’ গত বছরের আগস্টে আল হিলালে নাম লেখানো নেইমার সৌদি ক্লাবটির হয়ে খেলতে পেরেছেন মোটে তিনটি ম্যাচ। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলি ছাড়াও তিনি খেলতে পারেননি গত কোপা আমেরিকায়। তাকে ছাড়া ব্রাজিলের অবস্থাও বেহাল। কোপার কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়া ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে আট ম্যাচের মধ্যে জিতেছে কেবল তিনটিতে। চার হার ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকায় আছে পাঁচে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলের সামনে সুযোগ থাকবে প্লে­ অফ খেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার। সেই লড়াইয়ে ১০ অক্টোবর চিলির সঙ্গে খেলবে ব্রাজিল। এর পাঁচ দিন পর তাদের প্রতিপক্ষ পেরু। এই দুই ম্যাচের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২০ বছর বয়সী সেন্টার-ব্যাক আবনেহ ও ২৩ বছর বয়সী ফরোয়ার্ড ইগো জেসুস। দলে ফিরেছেন দুটি ম্যাচ খেলা ডিফেন্ডার ভান্দেরসনও।
এদিকে, আর্জেন্টিনার সমর্থকদের জন্য দুঃসংবাদ হচ্ছে, তাদের বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খখলা বিষয়ক কমিটি। ‘আপত্তিকর’ আচরণ এবং ‘ফেয়ার প্লে­র মৌলিক নীতি’ ভঙ্গের দায়ে এই শাস্তি দেওয়া হলো ৩২ বছর বয়সী গোলকিপারকে। অসাধারণ পারফরম্যান্সে নায়ক হওয়ার পাশাপাশি বিতর্কিত কান্ডেও নানা সময় আলোচনার জন্ম দিয়েছেন মার্টিনেজ। তেমনই এক ঘটনায় এবার শাস্তি পেতে হলো তাকে। বিশ্বকাপ বাছাইপর্বে ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পাবে না আর্জেন্টিনা। আচরণবিধি ভঙ্গে ভিন্ন দুই ঘটনায় মার্টিনেজকে এই শাস্তি দিয়েছে ফিফা। গত ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন ভঙ্গিতে উদযাপন করেন মার্টিনেজ। ২০২২ বিশ্বকাপ জয়ের পর তার এরকম উদযাপনের জন্যই আলোচনা-সমালোচনা হয়েছিল। এবারের উদযাপনে সেদিকেই হয়তো ইঙ্গিত করছিলেন তিনি। পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পরাজয়ের পর আবার খবরের শিরোণামে আসেন মার্টিনেজ। এবার একজন ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা মারেন এই গোলকিপার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তিনি কারও দিকে চাপ মারছেন। জনি জ্যাকসন নামের সেই ক্যামেরা অপারেটর পরে কলম্বিয়ান সংবাদমাধ্যমে অভিযোগ করেন, মার্টিনেজ তার গায়ে হাত তুলেছেন এবং এই ঘটনায় তিনি ‘খুবইক্ষুব্ধ।’ আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্টিনেজের শাস্তির খবর নিশ্চিত করেছে। পাশাপাশি এটিও জানিয়ে দেয় যে, শাস্তির এই সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নয় । আর্জেন্টিনার ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয় ও ২০২২ বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল মার্টিনেজের। বিশেষ করে টাইব্রেকারে বীরোচিত পারফরম্যান্সে তিনি নিজেকে তুলে নিয়েছেন ভিন্ন উচ্চতায়। তবে বিতর্কও তার পিছু ছাড়ছে না। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। দুইয়ে থাকা কলম্বিয়া পেছনে আছে দুই পয়েন্ট কম নিয়ে।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

'মেসির সম্মান রক্ষার্থেই বার্সা ছাড়েন নেইমার'
মেলবোর্নে অনিশ্চিত হেড, অভিষেক হচ্ছে কনস্টাসের
চট্টগ্রাম আবাহনীর জালে মোহামেডানের গোল উৎসব
ঢাকা মেট্রোকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন রংপুর
ফেরা আরও দীর্ঘ হলো শামির
আরও

আরও পড়ুন

নেত্রকোনার পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ

নেত্রকোনার পূর্বধলায় শীতার্ত মানুষের মাঝে ইসলামী যুব আন্দোলনের কম্বল বিতরণ

আটঘরিয়ায় নারীর মৃতদেহ উদ্ধার

আটঘরিয়ায় নারীর মৃতদেহ উদ্ধার

রামপালে ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত

রামপালে ইউপি চেয়ারম্যান নাসির বরখাস্ত

রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন

রাজবাড়ীর কালুখালীতে এনআরবিসি ব্যাংকের ১০৮তম শাখার উদ্বোধন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান শাখায় অপ্রীতিকর ঘটনা

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান শাখায় অপ্রীতিকর ঘটনা

খুলনা বারের সাবেক সম্পাদক কারাগারে

খুলনা বারের সাবেক সম্পাদক কারাগারে

ঢাকার উদ্দেশে ছেড়ে গেল ‘রূপসী বাংলা’ ট্রেন, উৎফুল্ল যাত্রীরা

ঢাকার উদ্দেশে ছেড়ে গেল ‘রূপসী বাংলা’ ট্রেন, উৎফুল্ল যাত্রীরা

'মেসির সম্মান রক্ষার্থেই বার্সা ছাড়েন নেইমার'

'মেসির সম্মান রক্ষার্থেই বার্সা ছাড়েন নেইমার'

সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতির আল্টিমেটাম  মোংলায় প্রতিবাদ সভা এবং বিক্ষোভ

সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতির আল্টিমেটাম  মোংলায় প্রতিবাদ সভা এবং বিক্ষোভ

সংস্কার কার্যক্রমের ওপর নির্ভর করছে নির্বাচনের সূচি: আসিফ মাহমুদ

সংস্কার কার্যক্রমের ওপর নির্ভর করছে নির্বাচনের সূচি: আসিফ মাহমুদ

সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন

সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন

ইজতেমার মাঠে মুসল্লিদের উপর বর্বর হামলার প্রতিবাদে  কুমিল্লার মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ইজতেমার মাঠে মুসল্লিদের উপর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কলাপাড়ায় দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই

কলাপাড়ায় দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই

মেলবোর্নে অনিশ্চিত হেড, অভিষেক হচ্ছে কনস্টাসের

মেলবোর্নে অনিশ্চিত হেড, অভিষেক হচ্ছে কনস্টাসের

বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক

বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক

ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলমবিরতি

ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলমবিরতি

এস আলমের চিনি, ইস্পাত ও ব্যাগ কারখানা বন্ধ ঘোষণা

এস আলমের চিনি, ইস্পাত ও ব্যাগ কারখানা বন্ধ ঘোষণা

পটুয়াখালীতে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার দুর্যোগের প্রভাব বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টশন

পটুয়াখালীতে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার দুর্যোগের প্রভাব বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টশন

ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে  ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসকে মারধোর

ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে  ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসকে মারধোর

মুফতি মুতাজ সভাপতি মুফতি শুয়াইব সাধারণ সম্পাদক নির্বাচিত

মুফতি মুতাজ সভাপতি মুফতি শুয়াইব সাধারণ সম্পাদক নির্বাচিত