কাউন্সিলর নিয়ে তোড়জোড়
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম
পূর্ব নির্ধারীত দিনক্ষণ অনুযায়ীই আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বহুল আলোচিত নির্বাচন। এই নির্বাচনে বিভিন্ন সংস্থা ও সংগঠনের মনোনীত ১৩৯ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবে বাফুফের আগামী কার্যনির্বাহী কমিটি। যে কারণে ক্লাব, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও সংস্থাগুলোকে নিজেদের সংগঠনের প্রতিনিধির (কাউন্সিলর) নাম বাফুফের কাছে পাঠাতে হবে আগামীকালের মধ্যে। তাই ক’দিন থেকেই এ নির্বাচনের কাউন্সিলর হওয়া নিয়ে চলছে তোড়জোড়। অনেকে কাউন্সিলর হওয়ার চেষ্টায় দৌড়-ঝাঁপ করছেন। আবার যারা নির্বাচন করবেন, তারা ভোটগুলো নিজের পক্ষে আনার জন্য পছন্দমতো ব্যক্তিকে বিভিন্ন সংস্থার কাউন্সিলর বানানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। বিভিন্ন ক্লাব ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে রয়েছে নানা পক্ষ। ফলে ওইসব প্রতিষ্ঠানে কাউন্সিলর মনোনয়ন নিয়ে এখনও দর-কষাকষি চলছে। বিশ্বস্ত সুত্রে জানা গেছে,অনেক সংগঠন প্রতিনিধির (কাউন্সিলর) নাম পাঠানোর শেষ দিনে আগামীকাল তা বাফুফেতে পাঠাবে। আবার অনেক সংস্থায় নাম চূড়ান্ত হয়েছে ইতোমধ্যে। সুত্রটি আরও জানায়, ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কয়েকটি ক্লাবের কাউন্সিলরশিপ মনোনয়ন ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। এ তালিকায় আছেন- ঢাকা আবাহনী লিমিটেড থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক কাজী ইনাম আহমেদ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর, ফর্টিস এফসি’র শাহীন, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সদস্য সচিব সাব্বির আহমেদ আরিফের নাম। কাউন্সিলর হিসেবে এরাই পাচ্ছেন নিজ নিজ ক্লাবের মনোনয়ন। শেখ রাসেল ক্রীড়া চক্র এবার লিগে অংশ নিচ্ছে না। সবশেষ লিগে অংশ নেয়ায় কাউন্সিলরশিপ চেয়ে তারা বাফুফে চিঠি দিয়েছিল। ফিফার সঙ্গে আলোচনা করে বাফুফে শেখ রাসেলের চিঠির উত্তর দেবে। তবে বিপিএলের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পড়েছে বিশাল সমস্যায়। ২৬ অক্টোবর ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের ক্লাব নেজামেহ’র মুখোমুখি হবে কিংসরা। ফলে তখন বসুন্ধরার অনেক কর্মকর্তাই থাকবেন ভুটানে। তাই কাউন্সিলর মনোনয়ন নিয়ে খানিকটা দোটানায় পড়েছে লিগ চ্যাম্পিয়নরা।
এদিকে বাফুফের টানা চারবারের সভাপতি কাজী মো. সালাউদ্দিন আসন্ন নির্বাচনে অংশ নেবেন না। তার এমন ঘোষণার পরদিনই সভাপতি পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেন ব্যবসায়ী তরফদার মো. রুহুল আমিন। যার মালিকানাধীন সাইফ স্পোর্টিং ক্লাবের নিজস্ব দু’টি দল ছিল। সেই দল দু’টিকেও ফুটবল থেকে প্রত্যাহার করেছেন তিনি। তরফদার রুহুল আমিন দশ বছর ছিলেন চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যান। গত ১৮ আগস্ট ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যানের পদ থেকে তিনি অব্যহতি নেন। তারপরও ধারণা করা হচ্ছে তিনি চট্টগ্রাম আবাহনী থেকেই কাউন্সিলর হওয়ার চেষ্টা করছেন।
অন্যদিকে বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন। পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল)’র দল নোফেল স্পোর্টিং তাবিথের নিজস্ব ক্লাব। তাই তাবিথ নোফেল স্পোর্টিং থেকেই কাউন্সিলর হচ্ছেন। সম্প্রতি আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি হয়েছেন তাবিথ আউয়ালের ছোট ভাই তাজওয়ার আউয়াল। ফলে বাফুফের আসন্ন নির্বাচনে আরামবাগের কাউন্সিলর তাজওয়ারই হচ্ছেন। আরামবাগ ক্লাব পাড়ায় অবস্থিত ঢাকা ওয়ান্ডারার্স থেকে সাঁতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শাহীন, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব থেকে নুরুজ্জামান ও দিলকুশা স্পোর্টিং ক্লাব থেকে হাবিবুন নবী সোহেলের নাম কাউন্সিলর হিসেবে শোনা যাচ্ছে। এবার প্রথমবারের মতো বাফুফের নির্বাচনে ভোটাধিকার পাচ্ছে নারী ফুটবল লিগের শীর্ষ চার ক্লাব। চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টিং ক্লাব থেকে বিসিবির পরিচালক মঞ্জুরুল আলম, রানার্সআপ আতাউর রহমান ভূঁইয়া স্পোর্টিং থেকে সোহেল কাউন্সিলর হচ্ছেন বলে জানা গেছে।
বাফুফের গত তিন নির্বাচনে ‘মোড়ল’ হিসেবে দৃশ্যমান ছিলেন চট্টগ্রাম ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর আ জ ম নাছির উদ্দিন। সরকার পরিবর্তনের পর তিনি এখন আত্মগোপনে। নির্বাচনে প্রভাব রাখা তো দূরের কথা, এবার কাউন্সিলরও নন নাছির। চট্টগ্রাম থেকে এবার কাউন্সিলর হচ্ছেন সাবেক ফুটবলার শহিদুল ইসলাম।
বাফুফেরই শুধু নয়, সব ফেডারেশনের নির্বাচনেই জেলা ও বিভাগের ভোটের ওপর অনেক কিছু নির্ভর করে। তাই বিভিন্ন পক্ষ চায় নিজের অনুকূলে কাউন্সিলর নির্ধারণ। জেলা-বিভাগের দুই সংগঠক অ্যাডভোকেট আলী ইমাম তপন ও আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান কাউন্সিলরশিপ ফরম বিতরণ নিয়ে গত পরশু যুব ও ক্রীড়া উপদেষ্টার সামনে প্রশ্ন তুলেছিলেন,‘বাফুফের একটি পক্ষ নিজেদের ইচ্ছেমতো ভোটার করতে বেশ কয়েকটি জেলায় হাতে হাতে ফরম দিয়েছে। যা একেবারেই বেআইনি। আমরা চাই সেই ফরম বাতিল করে ডাকযোগে সংশ্লিষ্ট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে পাঠানো হোক।’ এই অভিযোগের কারণও ব্যাখ্যা করেন তারা,‘অনেক জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বিভিন্ন মামলার আসামি হয়ে বর্তমানে পলাতক আছেন। হাতে হাতে কাউন্সিলর ফরম দেওয়ায় বাফুফের কয়েকজন কর্মকর্তার ইচ্ছেমতো সেই জায়গা থেকে কাউন্সিলর ঠিক হবে।’
দেশের ফুটবলের অভিভাবক সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের ২১ দিন আগে নির্বাচনী কর্মকা- শুরু করতে হবে। সেই হিসেবে ৫ অক্টোবর থেকে নির্বাচন কমিশনের কাজ শুরু হওয়ার কথা। তাই বাফুফের নির্বাহী কমিটি চলতি সপ্তাহের মধ্যে সভায় বসবে। সেই সভায় নির্বাচন কমিশন গঠন ও বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত কাউন্সিলরদের নাম অনুমোদন করবে তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইজতেমার মাঠে মুসল্লিদের উপর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কলাপাড়ায় দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই
মেলবোর্নে অনিশ্চিত হেড, অভিষেক হচ্ছে কনস্টাসের
লে. জেনারেল মাইনুলকে বিদেশ যেতে বাধা
ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলমবিরতি
এস আলমের চিনি, ইস্পাত ও ব্যাগ কারখানা বন্ধ ঘোষণা
পটুয়াখালীতে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার দুর্যোগের প্রভাব বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টশন
ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসকে মারধোর
মুফতি মুতাজ সভাপতি মুফতি শুয়াইব সাধারণ সম্পাদক নির্বাচিত
নওগাঁয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান
যুক্তরাষ্ট্রে খুন মাদক পাচারকারী সুনীল যাদব, দায় নিল বিষ্ণোই গ্যাং
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড
বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা
"স্বপ্ন রুরাল ফাউন্ডেশন: তরুণদের হাত ধরে সমাজ বদলের এক নতুন যাত্রা"
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হাজারো ঘর, শিশুসহ নিহত দুজন
সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
নিখোঁজের ৬ দিন পর বিক্রয় কর্মীর লাশ উদ্ধার
চাঁদপুরে জাহাজে ৭ খুন একজনের বাড়ী ফরিদপুর গেরদা ইউনিয়নে