লেভার রাতটি গাজ্জানিগারও
০৮ অক্টোবর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৪, ১২:০৭ এএম
লেভান্দোভস্কির হ্যাটট্রিকে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা। রোববার রাতে আলাভেসের মাঠে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচ শুরুর ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূরণ করেন রবার্ট লেভান্দোভস্কি। স্প্যানিশ লা লিগার ইতিহাসে বার্সেলোনার হয়ে এটি চতুর্থ দ্রæততম হ্যাটট্রিক। আগের ম্যাচে ওসাসুনার মাঠে ৪-২ গোলে হেরেছিল বার্সা। এর আগে চলতি আসরে টানা সাতটি জয় তুলে নিয়েছিল তারা। স্পেনের শীর্ষ লিগে বার্সেলোনার পক্ষে দ্রæততম হ্যাটট্রিকের রেকর্ড ক্যামেরুনের স্যামুয়েল ইতোর। তিনি ২০০৮ সালে আলমেরিয়ার বিপক্ষে খেলা শুরুর ২৪ মিনিটে হ্যাটট্রিক করেন। দুইয়ে থাকা স্পেনের হুস্তো তেহাদা ১৯৫৪ সালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক পেয়েছিলেন ২৮ মিনিটের মধ্যে। তিনে অবস্থান করছেন বার্সার ইতিহাসের সেরা ফুটবলার আর্জেন্টিনার লিওনেল মেসি। তিনি ২০১১ সালে মায়োর্কার বিপক্ষে ৩০ মিনিটে হ্যাটট্রিকের স্বাদ নেন। এবারের মৌসুমে লা লিগার গোলদাতাদের তালিকার চ‚ড়ায় নিজের স্থান দৃঢ় করেছেন লেভান্দোভস্কি। ৩৬ বছর বয়সী তারকার নামের পাশে এখন ৯ ম্যাচে ১০ গোল। সঙ্গে আছে দুটি অ্যাসিস্ট। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে তার গোলের সংখ্যা ১২।
লা লিগায় আরেক ম্যাচে অবিশ্বাস্য এক ঘটনার জন্ম দিয়েছেন জিরোনার আর্জেন্টাইন গোলরক্ষক পাউলো গাজ্জানিগা। এক ম্যাচেই তিন পেনাল্টি ঠেকিয়ে রেকর্ড করেছেন তিনি। এক ম্যাচে একটি পেনাল্টি ঠেকানোই অনেক সময় নায়ক হওয়ার জন্য যথেষ্ট। পাউলো গাজ্জানিগা সেখানে পেনাল্টিতে ঠেকিয়ে দিলেন তিনটি শট। অবিশ্বাস্য পারফরম্যান্সে জিরোনাকে জিইয়ে রাখলেন আর্জেন্টাইন গোলরক্ষক। এরপর ম্যাচের একদম শেষ সময়ে নিজেরা পেনাল্টি থেকে গোল করে স্মরণীয় এক জয় আদায় করে নিল তারা। নাটকীয়তায় ঠাসা ম্যাচটিতে অ্যাথলেটিক বিলবাওকে ২-১ গোলে হারায় জিরোনা। শেষ সময়ে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ক্রিস্টিয়ান স্টুয়ানি। তবে জিরোনার জয়ের মূল নায়ক গাজ্জানিগা। গত মৌসুমে চমকপ্রদ পারফরম্যান্সে লা লিগায় তৃতীয় হওয়া জিরোনা এবার মৌসুমের শুরুটা ভালো করতে পারেননি। চার ম্যাচ পর তারা জয়ের দেখা পেল। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা এখন আছে পয়েন্ট তালিকার ১১তম স্থানে। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয়ে বিলবাও। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।
এদিকে, ম্যাচ শুরুর আগে চারিদিকে গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে, ভিলা পার্কে হারলেই নাকি চাকরি হারাতে হবে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হাগকে। ম্যাচটি শেষ পর্যন্ত অবশ্য হারেনি তারা। অবশ্য জিততেও পারেনি। ইংলিশ প্রিমিয়ার লিগে জিততে ভুলেই গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে অ্যাস্টন ভিলার সাথে গোলশ‚ন্য ড্র করেছে রেড ডেভিলসরা। লিগে টানা তিন ম্যাচ জয়শ‚ন্য রইল ইউনাইটেড। এই তিন ম্যাচের কোনোটিতেই জালের দেখা পায়নি তারা। আর সব প্রতিযোগিতা মিলিয়ে দলটি জয়ের দেখা পেল না টানা পাঁচ ম্যাচে।
দু’দলের সা¤প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিলে, এই একটি পয়েন্টও ইউনাইটেডের জন্য বড় প্রাপ্তিই বটে। কেননা, তাদের তুলনায় ভিলার পারফরম্যান্স অনেক ভালো ছিলো। লিগে মাত্র একটি ম্যাচ হেরেছে তারা, জিতেছে চারটিতে। চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচ খেলে জিতেছে দুটিতেই। গত সপ্তাহে তারা হারিয়ে দেয় বায়ার্ন মিউনিখকে। সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে অ্যাস্টন ভিলা। দিনের আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করা চেলসি ভিলার সমান ১৪ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ১৪ নম্বরে নেমে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৮। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ১৭ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থেকে দুইয়ে ম্যান সিটি আর আর্সেনাল রয়েছে তিনে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত