ম্যান সিটির বিরুদ্ধে আর্থিক নীতিমালার ভাঙার অভিযোগ, আদলতের রায় কী বলছে?
০৯ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম
লড়াইটা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ আর প্রিমিয়ার লিগেরই ক্লাব ম্যানচেস্টার সিটির মধ্যে। একদিকে ম্যান সিটির বিরুদ্ধে আর্থিক নীতিমালা ভাঙার ১১৫টি ঘটনায় অভিযোগ এনেছে প্রিমিয়ার লিগ, যে মামলার শুনানি শুরু হয়েছে গত মাসের শেষদিকে। অন্যদিকে লিগ কর্তৃপক্ষ ওই অভিযোগ আনার পর সিটি উল্টো লিগের নিয়মের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছে।
সিটির চ্যালেঞ্জের সে শুনানিরই রায় এসেছে গতকাল, কিন্তু আরবিট্রেশন প্যানেলের সে রায় এমনই অবস্থা হয়েছে যে, ম্যানচেস্টার সিটি ও প্রিমিয়ার লিগ – দুই পক্ষই দাবি করছে, রায়ে তাদের জয় হয়েছে!
ম্যানচেস্টার সিটি বলছে, তারা জিতেছে। ইংলিশ প্রিমিয়ার লিগও দাবি করছে, জয় হয়েছে তাদেরই। সোমবার যুক্তরাজ্যের আর্থিক আদালতে এক রায়ের পর বাদী-বিবাদী দুই পক্ষই নিজেদের বিজয়ী মনে করছে।
টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন সিটি নালিশি আদালতের রায় শোনার পর ‘স্বাগত’ জানিয়েছে। সিটি বলছে, আদালতের রায়ে প্রমাণিত হয়েছে, তারা যে আর্থিক নীতি নিয়ে আপত্তি জানিয়েছে, সেটি ‘বেআইনি’ এবং লিগ কর্তৃপক্ষ ‘ক্ষমতার অপব্যবহার করেছে’।
অন্যদিকে লিগ কর্তৃপক্ষের দাবি, আদালতের রায়ে এটিই প্রমাণিত হয়েছে যে অ্যাসোসিয়েটেড পার্টি ট্রানজেকশন (এপিটি) বিধিটি ‘দরকারি’ এবং ‘ম্যানচেস্টার সিটির বেশির ভাগ আপত্তি খারিজ করা হয়েছে’।
সিটি আদালতে গিয়েছিলে এপিটি নীতি নিয়ে। ক্লাবের মালিকদের ঘনিষ্ঠ কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে যেন বাজারমূল্যের ন্যায্যতা বজায় থাকে, সেটি নিশ্চিত করতেই করা হয় ওই নীতি। তবে এপিটির কারণে বাণিজ্যিক চুক্তি করার সময় কোম্পানিগুলো একে অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না দাবি করে মামলা করে সিটি।
সোমবার আদালত এ নিয়ে রায় দেওয়ার পর সিটি নিজেদের বিজয়ী দাবি করে বিবৃতি দেয়। সেখানে তারা বলে, ক্লাব নিজেদের দাবিতে সফল হয়েছে। আদালতের কাছে এপিটি বিধিকে বেআইনি মনে হয়েছে। আর দুটি স্পনসরশিপ চুক্তি নিয়ে প্রিমিয়ার লিগের সিদ্ধান্ত বাতিল হয়েছে।
কেন নিজেদের বিজয়ী দাবি করছে, সেটির ব্যাখ্যায় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের বক্তব্য এ রকম, ‘আদালত এপিটি সিস্টেমের প্রয়োজনীয়তার পক্ষেই রায় দিয়ে ম্যানচেস্টার সিটির বেশির ভাগ আপত্তি খারিজ করে দিয়েছেন। এ ছাড়া আদালত এটাও বলেছেন যে লিগের আর্থিক নিয়ন্ত্রণ কার্যকর রাখতে আইনটি প্রয়োজন।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত