'রোনালদোর রাগ তাকে মহাতারকা বানিয়েছে'
০৯ অক্টোবর ২০২৪, ০১:০৭ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৪, ০১:০৮ এএম
বয়স প্রায় ৪০ এর কোটায়। কিন্তু এই বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।এখনও ক্ষুরধার তার গোল করার দক্ষতা।ম্যাচের পরে ম্যাচ এখনও জিতিয়ে চলেছেন তার ক্লাব আল নাসেরকে।
ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেও রোনালদোর এমন ক্ষুধা দেখে মুগ্ধ রবার্ট লেভান্ডোফস্কি। পোলিশ স্ট্রাইকারের মতে, আল নাসের তারকার এই উচ্চাকাঙ্ক্ষা পেছনে তার রাগ ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। আগামী ১২ অক্টোবর পর্তুগালের মুখোমুখি হওয়ার আগে প্রতিদ্বন্দ্বীকে প্রশংসায় ভাসিয়েছেন লেভা।
রোনালদোকে নিয়ে লেভানডফস্কি বলেছেন, ‘রোনালদো, ইতিহাসের অনেক পৃষ্ঠার রচিয়তা।'বার্সেলোনার পোলিশ স্ট্রাইকারের চোখে রোনালদো এমন একজন, যিনি সাফল্যের মাত্রাকে আরও উঁচুতে নিয়ে গেছেন।সউদী প্রো লিগে রোনালদো নিজে শুধু গোল করছেন না, সতীর্থদের দিয়ে করিয়েও যাচ্ছেন।
আল-নাসেরের ফরোয়ার্ড গত মৌসুমে লিগে রেকর্ড ৫০ গোল করেছিলেন। কিছুদিন আগে ছুঁয়েছেন ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক।
অবসরের আগে তার লক্ষ্য ১ হাজার ক্যারিয়ার গোল। এই মৌসুমেও গোলের পর গোল করছেন। সবমিলিয়ে রোনালদো ব্যক্তিগত সামর্থ্যের ক্ষেত্রে নতুন এক উচ্চতা সেট করে দিয়েছেন।
রোনালদোকে দেখে নিজেও উৎসাহিত হচ্ছেন আরেক 'বুড়ো' লেভানদোভস্কি। তার মতে, রোনালদোর এমন সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে তার 'রাগ'। আগামী ১২ অক্টোবর পর্তুগালের মুখোমুখি হওয়ার আগে প্রতিদ্বন্দ্বীকে প্রশংসায় ভাসিয়ে লেভা বলেন, 'রোনালদো ইতিহাসের অনেক পৃষ্ঠার রচয়িতা এবং সে তার চারপাশে থাকা সবার জন্য বারের উচ্চতা বাড়িয়ে চলছেন। সম্ভাব্য সব কিছু অর্জন করেছেন তিনি। '
লেভা আরও বলেন, '৩৯ থেকে ৪০ বছরে পা দিতে যাচ্ছে রোনালদো। সে যেভাবে রাগ প্রকাশ করে বা নার্ভাস হয়, তাতে তার উচ্চাকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে যায়। যদি তার রাগ না থাকতো, তাহলে হয়তো মনে হতো সে শুধু খেলার জন্যই খেলছে।
কিন্তু তার খেলার আগ্রহ পরিষ্কার এবং শারীরিকভাবে সে খুবই ভালো অবস্থায় আছে। যা থেকে বোঝা যায়, তার বেছে নেওয়া পথটি সফলতার। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তার সংখ্যা উপরের দিকেই যাচ্ছে। অবশ্যই সে ব্যতিক্রম এবং আর মতো ব্যতিক্রম খুব কমই আছে।'
শনিবার উয়েফা নেশনস লিগের ম্যাচে মুখোমুখি হবেন রোনালদো ও লেভা, যেখানে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে পোল্যান্ড। রোনালদোর এত প্রশংসা করলেও লেভা বলছেন, ম্যাচে কোনো ছাড় দেবেন না তারা।
তিনি বলেন, 'রোনালদো ক্যারিয়ারে যা অর্জন করেছে এবং সে নিজের অর্জন ও নাম্বার দিয়ে ফুটবলের ইতিহাসে যে প্রভাব ফেলেছে, তা আমি পুরোপুরি বুঝতে পারছি। এটা ইতিহাসে অমর হয়ে থাকবে। কিন্তু ম্যাচের কথা বললে, আমি এটাকে শুধু দুই দলের ম্যাচ হিসেবেই দেখছি এবং পর্তুগালের বিপক্ষে আমাদের দল হিসেবে খেলতে হবে। তাদের অনেক দারুণ খেলোয়াড় আছে, আগে যাদের মুখোমুখি আমি হয়েছি এবং কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমি জানি।
পর্তুগালের জার্সিতে ২১৪ ম্যাচ খেলে ১৩২ গোল করেছেন রোনালদো। সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিক এই বয়সেও ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন। অন্যদিকে লেভা নিজেও ওই বিশ্বকাপে খেলার অপেক্ষায় আছেন। যদিও তার নিজের বয়স এখন ৩৬ বছর।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নওগাঁর আত্রাই পৈসাতা গ্রামে ৩জনকে পিটিয়ে জখম আহতদের উদ্ধার করে ৯৯৯ পুলিশ
মাদারীপুরে গুড়ি বৃষ্টি আর হিমেল বাতাসে জনজীবন স্থবির
দুমকীতে বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাঁধা
দুবাই মেডিকেল ইউনিভার্সিটিতে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীর অ্যাওয়ার্ড লাভ
'বরবাদ' সিনেমা শতকোটির গন্ডি পেরিয়ে যাবে! কি বললেন শাকিব?
রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় মা ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত
দোয়ারাবাজারে ভারতেীয় সীমান্তে ৩০০ বস্তা রশুন আটক করেছে টাস্কফোর্স
রাজশাহীতে নেসকোর ভৌতিক বিল বন্ধসহ নানারকম হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ
শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
যুবদলের উদ্যোগে ৩১ দফা অবহিতকরণে আলোচনা সভা
এমাজউদ্দীন আহমদের গ্রহণযোগ্যতা ছিল সর্বজনীন
বাংলাদেশে সা'দ পন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা
ভারত বাধা পেরিয়ে শিরোপা জিততে মরিয়া বাংলাদেশ
দোয়ারাবাজারে ভ্যানের ধাক্কায় শিশু নিহত
গারো পাহাড়ের পানি হাতায় ঘুরতে এসে ভোগা নদীতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু
সিলেট-তামাবিল চার লেন উন্নতিকরণে অনিয়ম-দূর্নীতির অভিযোগ
১০ বছর আগে উধাও মালয়েশিয়া বিমানের নতুন করে খোঁজ শুরু
৯/১১-র ধাঁচে রাশিয়ায় ড্রোন হামলা ইউক্রেনের, বন্ধ বিমানবন্দর
আজ ঐতিহ্যবাদী লেখক হোসেন মাহমুদের ৫ম মৃত্যুবার্ষিকী
দ. আফ্রিকাকে প্রথমবার হোয়াইটওয়াশের অভিযানে পাকিস্তান