মেসির ফেরার ম্যাচে হোঁচট আর্জেন্টিনার
১২ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম
দলের মুল ভরসা ভিনিসিয়াস জুনিয়র আর গোলবারের আস্থার প্রতীক অ্যালিসন বেকারকে ছাড়াই প্রতিপক্ষের মাঠে শুরুতেই হতাশা ব্রাজিল দলে। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলের ম্যাচে চিলির মাঠে কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে অবশ্য দমে যায়নি দরিভাল জুনিয়রের শিষ্যরা। নিজেদের চেনা ছন্দে ফিরে জয় নিয়েই ফিরেছে ব্রাজিল। বাংলাদেশ সময় শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাইয়ে লাতিন অঞ্চলের ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়ে জয়ে ফিরেছে সেলেসাওরা। আগের ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরেছিলো তারা। চিলির মাঠে নিজেদের খুঁজে ফেরা ব্রাজিল গোল হজম করে বসেছিল শুরুতেই। মনে হচ্ছিল দুঃসময় প্রলম্বিত হচ্ছে আরও। কিন্তু চিলির বিপক্ষে দলকে পথ দেখালেন ইগো জেসুস ও লুইস হেনরিক। তাদের নৈপুণ্েয জয়ে ফিরল দরিভাল জুনিয়রের দল। খেলার ২ মিনিটে এডুয়ার্ডো ভার্গাসের গোলে পিছিয়ে পড়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলকে সমতায় ফেরান তরুণ ফরোয়ার্ড জেসুস। পরে ম্যাচের শেষ সময়ে ব্যবধান গড়ে দেন বদলি হিসেবে নামা হেনরিক। নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই দ্বিতীয় মিনিটে গোল হজম করে বসে ব্রাজিল। ফেলিপে লয়োলার ক্রসে দূরের পোস্টে জোরাল হেডে জাল খুঁজে নেন অরক্ষিত ভার্গাস। লাফিয়েও বলের নাগাল পাননি ব্রাজিল গোলরক্ষক এডারসন। ১৪ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো স্বাগতিকরা। ফরোয়ার্ড দারিও ওসিরিওর শট শেষ সময়ে বাঁক খেয়ে বেরিয়ে যায়। বল দখলে এগিয়ে থাকা ব্রাজিলের আক্রমণে ছিল না তেমন কোনো ধার। প্রতিপক্ষের ডি বক্সে গিয়ে বারবারই খেই হারিয়ে ফেলেন রদ্রিগো-রাফিনহারা। সফরকারীদের বিবর্ণ ফুটবলের মাঝে আশার ঝিলিক দেখান জেসুস। প্রথমার্ধের যোগ করা সময়ে তিনিই পথ দেখান দলকে। সাভিনহোর চমৎকার ক্রসে হেডে জাল খুঁজে নেন এই তরুণ ফরোয়ার্ড। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েই দলকে সমতায় ফেরান জেসুস। আক্রমণাত্মক ফুটবলে দ্বিতীয়ার্ধে চিলিকে চেপে ধরে ব্রাজিল। ৫২ মিনিটে জালে বলও পাঠায় তারা। কিন্তু রাফিনহা অফসাইডে থাকায় মেলেনি গোল। ৭৪ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করেন জেসুস। ডি বক্সে একটুর জন্য দানিলোর বাড়ানো বলের নাগাল পাননি তিনি। বল ধরতে গিয়ে চিলি গোলরক্ষক তালগোল পাকালেও সুযোগটা নিতে পারেননি রাফিনহা। ৮৯ মিনিটে চমৎকার গোলে ব্রাজিলকে এগিয়ে নেন হেনরিক। ব্রুনো গিমারাইসের কাছ থেকে বল পেয়ে ডি বক্স থেকে দূরের পোস্ট ঘেঁষে বাম পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন তিনি। বাকি সময়ে আর খেলায় ফিরতে পারেনি চিলি।
এদিকে, নিকোলাস ওতামেন্দির গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে বাছাই পর্বের ম্যাচে ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রবল বৃষ্টিতে মাঠে জমে থাকা পানিতে স্বাভাবিক খেলা খেলতে পারেনি কোনো দল। ইনজুরি কাটিয়ে দলে ফেরা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিও ঝলক দেখাতে পারেনি। যদিও প্রতিকূল পরিবেশে শুরুতেই অবশ্য গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখতে পারেনি লিওনেল স্কালোনির দল। পরে গোলটি শোধ করে সমর্থকদের মুখে হাসি ফোটায় ভেনেজুয়েলা। নিকোলাস ওতামেন্দির গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর সলোমোন রন্দনের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। দুই দলের বারবার ফাউলের কারণেও ম্যাচে ছন্দপতন ঘটেছে। ম্যাচে মোট ৩৩ বার ফাউলের বাঁশি বাজাতে হয়েছে রেফারিকে। এর মধ্যে ২০ বারই করেছে ভেনেজুয়েলা। বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই ম্যাচে জয়শূন্য রইল লিওনেল মেসিরা। গত মাসে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। তাই ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলো আলবিসেলেস্তেরা। কিন্তু বৃষ্টির কারনে নিজেদের সেরাটা দিতে পারেনি লিওনেল স্কালোনির দল। তাইতো ম্যাচ শেষে এভাবেই ক্ষোভ ঝাড়লেন মেসি, ‘খুবই কঠিন ছিল, বাজে এক ম্যাচ। মাঠে পানির জন্য বল বারবার থমকে যাচ্ছিল। আমরা ড্র করেছি, কারণ এই মাঠে খেলা আমাদের জন্য কঠিন ছিল। যেভাবে প্রস্তুতি আমরা নিয়েছি, সেরকম খেলা এখানে সম্ভব ছিল না। তার পরও আমরা লড়াই করে গেছি। জলাবদ্ধ মাঠে যতটা সম্ভব ছিল, খেলার চেষ্টা করেছি আমরা।’ বিরক্তি প্রকাশ করে আর্জেন্টাইন কোচ ম্যাচ নিয়ে বলেন, ‘ফুটবল খেলার ন্যূনতম অবস্থাও ছিল না এই মাঠে। আমাদের যা করার দরকার ছিল, তা করার চেষ্টা করেছি আমরা। তবে এই পর্যায়ের দুটি দলের খেলা হওয়ার মতো অবস্থা সেখানে ছিল না।’ ম্যাচ জিততে না পারলেও পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখলে রেখেছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টপে আছে তারা। বলিভিয়ার কাছে হেরেও ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। আর কষ্টের জয়ে চতুর্থ স্থানে উঠে এলো ব্রাজিল। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। ৬ পয়েন্ট নিয়ে চিলির অবস্থান নবম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ