উল্টোরথে জার্মানি-নেদারল্যান্ডস
১৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ এএম
সাদামাটা শুরুর পর ছয় মিনিটের মধ্যে দুই গোল করে সহজ জয়ের সম্ভাবনা জাগাল জার্মানি। তবে এদিন জেকোর নৈপুণ্যে ব্যবধান কমিয়ে শেষ পর্যন্ত লড়াই জিইয়ে রাখল বসনিয়া। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জয় অবশ্য আটকাতে পারেনি তারা। গতপরশু রাতে প্রতিপক্ষের মাঠে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে চারবারের বিশ্বকাপ জয়ীরা। তাদের জয়ের নায়ক ডেনিস উন্দাভ, দুটি গোলই করেন তিনি।
ম্যাচের শুরু থেকে একচেটিয়া পজেশন ধরে রাখে জার্মানি। আক্রমণে যদিও সেভাবে প্রভাব বিস্তার করতে পারছিল না তারা। ৩০তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য আক্রমণে, লক্ষ্যে প্রথম শট নিয়েই এগিয়ে যায় সফরকারীরা। ফ্লোরিয়ান ভিরৎজের কাটব্যাক পেয়ে নিচু শটে গোলটি করেন উন্দাভ। দুই মিনিট পর ফের জালে বল পাঠায় জার্মানি, তবে অফসাইডে সেটা কাটা পড়ে। চার মিনিট পরই অবশ্য দ্বিতীয় গোল পেয়ে যায় তারা। বাঁ দিক থেকে ছয় গজ বক্সে ক্রস বাড়ান মাক্সিমিলিয়ান, সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের বাধা সামলে ছুটে গিয়ে ঠা-া মাথায় পা বাড়িয়ে বলের দিক পাল্টে দেন উন্দাভ।
দ্বিতীয় গোল হজমের আগের মিনিটে বসনিয়া সমতা টানার খুব কাছাকাছি গিয়েছিল। কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের; পাল্টা আক্রমণে এমেদিন দেমিরোভিচের শট ক্রসবার কাঁপায়। ৫৮তম মিনিটে খুব কাছ থেকে জালে বল জড়িয়ে হ্যাটট্রিকের আনন্দে মাতেন উন্দাভ। তবে এ যাত্রায় তার কপাল মন্দ, আগমুহূর্তে শট নেওয়া তার সতীর্থ অফসাইডে ছিলেন। ১০ মিনিট পর জালে বল পাঠান সের্গে জিনাব্রি, সেটাও অফসাইডে বাতিল হয়ে যায়।
জার্মানদের একের পর এক গোলের উচ্ছ্বাস নিভে যাওয়ার পর ৭০তম মিনিটে ব্যবধান কমান জেকো। কর্নারে উড়ে আসা বল হেডে ঠিকানায় পাঠান অভিজ্ঞ ফরোয়ার্ড। এতে নাটকীয়তার আভাস মিললেও বাকি সময়ে আর তেমন কিছু করতে পারেনি বসনিয়া।
হাঙ্গেরিকে ৫-০ গোলে উড়িয়ে আসর শুরুর পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ ড্র করেছিল জার্মানরা। ফের জয়ে ফেরার মধ্য দিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষস্থানও ধরে রাখল তারা, তিন ম্যাচে দলটির পয়েন্ট ৭। দিনের আরেক ম্যাচে হাঙ্গেরির মাঠে ১-১ ড্র করেছে নেদারল্যান্ডস। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডাচরা। জয়বঞ্চিত থাকার পাশাপাশি এই ম্যাচে ডাচদের দুশ্চিন্তা বাড়িয়েছে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের দেখা লাল কার্ড। নেদারল্যান্ডসের পরের ম্যাচ জার্মানির বিপক্ষে। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে দলের অন্যতম সেরা তারকাকে হারানো ডাচদের জন্য বড় ধাক্কাই বটে।
নেদারল্যান্ডসের জার্সিতে এই প্রথম লাল কার্ড দেখলেন ফন ডাইক। ৩ মিনিটের মধ্যে দুবার হলুদ কার্ড দেখে ৭৯ মিনিটে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে ইএসপিএন নেদারল্যান্ডসকে ডাইক বলেছেন, ‘(লাল কার্ড) এটা হতাশার, এমন কিছু ঘটা উচিত নয়। প্রথম (হলুদ কার্ড) কার্ডের জন্য রাগ লাগছে।’
হাঙ্গেরির রোলান্ড সাল্লাই ৩২ মিনিটে গোল করে এগিয়ে দেন দলকে। ৮৩ মিনিটে গোল করে ডাচদের সমতায় ফেরান ডেনজেল ডামফ্রিজ। এর ৩ মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডাইক। ম্যাচ শেষ ডাচ কোচ রোনাল্ড কোমান বলেছেন, ‘এমনকি ১০ জন নিয়েও আমরা আক্রমণাত্মক খেলেছি। আমি ভেবেছিলাম আমরা গোল করতে যাচ্ছি।’
২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে হাঙ্গেরি। আর সবশেষে বসনিয়ার পয়েন্ট ১। আগামীকাল মিউনিখে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও জার্মানি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: সিলেটে এড. এমরান আহমদ চৌধুরী
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গ্রহনযোগ্য নির্বাচন দিন
আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩
মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রেসিডেন্টের প্রেস সচিব হলেন সরওয়ার আলম
তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান
দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২
ব্রাহ্মণপাড়ায় বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা
পাকিস্তানে সামরিক আদালতে ২৫ বেসামরিক ব্যক্তির সাজায় উদ্বিগ্ন ইইউ
ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে সকল অপকর্মের বিচার করতে হবে : কাইয়ুম চৌধুরী
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব এর জনসভা জনসমুদ্রে পরিণত
ভারতের সাথে চুক্তি সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর
খুনি হাসিনাকে ফিরিয়ে এনে গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড বিচার নিশ্চিত করতে হবে-বাংলাদেশ ইসলামী দল
উগ্রবাদী সাদপন্থীদের বিচার নিশ্চিতকরণ এবং কার্যক্রম বন্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি
কালিয়াকৈর নিট এশিয়ায় টেক্সটাইলে ভয়াবহ অগ্নিকান্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় আগুন