ইংল্যান্ডের কোচ হতে পেরে গর্বিত টুখেল
১৭ অক্টোবর ২০২৪, ০৫:৩১ এএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪, ০৫:৩১ এএম
ফুটবল গত কয়েকদিনে সবেচেয় আলোচিত ঘটনা ইংল্যান্ডের কোচ হিসেবে টমাস টুখেলের দায়িত্ব গ্রহণ।১৮ মাসের চুক্তিতে ইংল্যান্ড পুরুষ জাতীয় দলের দায়িত্ব নিলেন টুখেল।
এখনই অবশ্য ডাগআউটে থাকছেন না এই জার্মান কোচ। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি কাজ শুরু করবেন তিনি।
গত জুন-জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের বিপক্ষে হারের পর সরে দাঁড়ান ইংল্যান্ডের সেই সময়ের প্রধান কোচ গ্যারেথ সাউথগেট। অন্তর্বর্তীকালীন দায়িত্বে আছেন লি কার্সলি। তারই উত্তরসূরি হিসেবে যোগ দেবেন টুখেল।
ইংল্যান্ডের তৃতীয় বিদেশি কোচ হলেন তিনি। এর আগে এই দায়িত্বে ছিলেন সদ্য প্রয়াত সুইডিশ কোচ সভেন-গোরান এরিকসন ও ইতালির ফাবিও কাপেলো।
১৭ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিলেন টুখেল। গত দুই ইউরোয় রানার্সআপ দলটির কোচ হতে পেরে সম্মানিত ৫১ বছর বয়সী এই কোচ,'ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেওয়ার সম্মান দেওয়ার জন্য আমি গর্বিত বোধ করছি। এই দেশের ফুটবলের সঙ্গে অনেক দিন ধরেই ব্যক্তিগত সংযোগ অনুভব করেছি আমি এবং এর মধ্যে।'
'ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার এবং এই বিশেষ ও মেধাবী খেলোয়াড়দের সঙ্গে কাজ করাটা দারুণ রোমাঞ্চকর।'
সাবেক এই ডিফেন্ডারের ছয় বছরের পেশাদারখেলোয়াড়ি জীবন উল্লেখযোগ্য কিছু নয়। ২০০৭ সালে কোচিংয়ে নাম লেখান তিনি ৩৪ বছর বয়সে। বরুশিয়া ডর্টমুন্ড, পিএসজি, চেলসি ও বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের দায়িত্বে ছিলেন তিনি।
তার কোচিংয়ে বরুশিয়া জিতেছে লিগ কাপ, ফরাসি লিগের দুটি শিরোপাসহ পিএসজি জিতেছে ৬টি ট্রফি। তার হাত ধরেই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে পিএসজি, সেখানে তারা হেরে যায় বায়ার্ন মিউনিখের কাছে।
ইংলিশ ফুটবলে তার পদচারণা শুরু হয় চেলসি দিয়ে। ২০২১ সালের জানুয়ারিতে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জায়গায় দায়িত্ব পেয়ে ওই মৌসুমে চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি এনে দেন তিনি। তার কোচিংয়ে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপও জিতে নেয় চেলসি। কিন্তু তার এই অধ্যায় শেষ হয়ে যায় ২০২২ সালে।
পরের বছর জার্মান ফুটবলে ফেরেন তিনি বায়ার্নের কোচ হয়ে। প্রত্যাশিতভাবেই বুন্ডেসলিগা জয় করে বায়ার্ন। কিন্তু গত মৌসুমে লিগে তৃতীয় হয়ে এক যুগের মধ্যে প্রথমবার লিগ শিরোপা জিততে ব্যর্থ হয় ক্লাবটি। তার বিদায় ঘণ্টাও বেজে যায়।
এবার তিনি শুরু করতে যাচ্ছেন নতুন পথচলা, যেটি সত্যিকার অর্থেই হতে পারে তার ক্যারিয়ারের কঠিনতম চ্যালেঞ্জ। ১৯৬৬ বিশ্বকাপ জয়ের পর এত সুদীর্ঘ সময়ে আর কোনো বড় ট্রফি জিততে পারেনি ইংল্যান্ড। সাউথগেটের কোচিংয়ে টানা দুটি ইউরোর ফাইনালে হেরে গেছে তারা, বিশ্বকাপে থমকে গেছে সেমি-ফাইনালে ও কোয়ার্টার-ফাইনালে। ট্রফির জন্য মরিয়া হয়েই একজন জার্মানকে দায়িত্বে এনেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।
এফএ-এর প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যামের ভাষায়, তারা বিশ্বের সেরা কোচদের একজনকে নিয়োগ দিয়েছে। এবং তাকে পেয়ে বিশ্বসেরা দল হয়ে ওঠার স্বপ্নও দেখতে শুরু করেছে ইংল্যান্ড,'টমাস ও দলের এখন একটাই লক্ষ্য, ২০২৬ বিশ্বকাপ জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করা।'
সাউথগেটের কোচিংয়ে ২০১৮ বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলার পর ২০২২ আসরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ এক বুদ্ধি প্রতিবন্ধী নিহত
এবার সাদপন্থিদের ১০ দফা দাবি
সা'দ পন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আশুলিয়া থানায় স্মারক লিপি প্রদান
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বাংলাদেশ নিয়ে কটুক্তি করা বিজেপি নেতা শুভেন্দুকে জুতাপেটা
সিকদার গ্রুপের ১৫ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ
শীতের তীব্রতায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ,বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা
চিরিরবন্দরে আগাম জাতের আলুর ভালো ফলন ও দাম পেয়ে কৃষকেরা খুশি
‘রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০২৪’ পেল হংকংয়ে বসবাসরত ১০ বাংলাদেশি নারী
বিডিআর বিদ্রোহ : ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন
মার্কিন সিইও হত্যাকাণ্ড, সামাজিক মাধ্যমে ভুল তথ্যের বিপজ্জনক প্রভাব
গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ
ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু