নিজের সেরাটাই দিতে চান কৃষ্ণা
১৮ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪, ১২:১০ এএম
শুরু হয়ে গেছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াই। কাঠমান্ডুতে ৭ দলের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আছে গ্রুপ ‘এ’ তে। শিরোপা ধরে রাখার মিশনে আগামী রোববার মাঠে নামবেন সাবিনা খাতুনরা। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় তাদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। আর এই ম্যাচ জিতলেই সেমির টিকিট পেয়ে যাবে লাল-সবুজের মেয়েরা।
সাফ নারী চ্যাম্পিয়নশিপে যদিও এবারের বাংলাদেশ দলটি গত আসরের মত অতটা শক্তিশালি নয়। তবে প্রথম ম্যাচে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার লম্বা সময় পেয়েছে বাংলাদেশ দল। অনুশীলনে নিয়মিত ঘাম ঝরাচ্ছেন কৃষ্ণা রানী-সাবিনারা। দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন গত আসরের ফাইনালে জোড়া গোল করা তারকা ফরোয়ার্ড কৃষ্ণা রানি সরকার। গত সাফের পরের সময়টা ভালো কাটেনি তার। পায়ের পাতার চোটে মাঠের বাইরে ছিলেন অনেকটা সময়। তবে আশার কথা চোট কাটিয়ে ফিরেছেন দলে, কিন্তু রেখে যাওয়া জায়গার দাবিদার যে এখন অনেকে। বাস্তবতা বুঝে নিয়েছেন কৃষ্ণাও। তারপরও ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড অবশ্য হাল ছাড়ছেন না। সাফজয়ী এই ফরোয়ার্ড নিজেকে তৈরিও করছেন সেভাবেই। নেপালের আনফা গ্রাউন্ডে গতকাল অনুশীলন শেষে কৃষ্ণা বলেন, ‘যখনই সুযোগ মিলবে, উজাড় করে দেবেন নিজের সেরাটা। আগের চেয়ে এখন অনেক ভালোবোধ করছেন এখন কৃষ্ণা। তিনি যোগ করেন, ‘সবার দোয়ায় আবার জাতীয় দলে ফিরতে পেরেছি। দলের সঙ্গে তাল মেলাতে কষ্ট হয়েছে, যেহেতু অনেক দিন ধরে চোটাক্রান্ত ছিলাম। নিজেকে মানিয়ে নিয়েছি এবং এখন চোটের অবস্থা ভালো। কেননা, পায়ে এখন কোনো ব্যথা নেই, কোনো কিছুই নেই। আগের মতো খেলতে পারছি, দৌড়াতে পারছি।’
টুর্নামেন্টের গত আসরে সব মিলিয়ে চার গোল করেছিলেন কৃষ্ণা। চোটে পড়ে ছন্দ না হারালে এবারও তিনি থাকতেন আক্রমণভাগের মধ্যমণিদের একজন হয়ে। কৃষ্ণার দীর্ঘ অনুপস্থিতিতে তার জায়গা খেলেছেন তহুরা খাতুন, শাসুন্নাহার জুনিয়র ও রিতুপর্ণা চাকমা। এদের সঙ্গে যোগ হয়েছেন নবাগত সাগরিকা। এদের ছাপিয়ে মূল একাদশে নিজের জায়গা করে নেয়াটা বেশ কঠিন কৃষ্ণার জন্য। তার কথায়,‘যেহেতু দীর্ঘদিন পর মাঠে ফিরেছি, আমার প্রধান লক্ষ্য হচ্ছে, এক মিনিটের জন্য মাঠে নামলেও ভালোভাবে খেলা। সুযোগ পেলে অবশ্যই সেটা কাজে লাগাবো। এক মিনিট বলেছি কারণ, দেখুন, দীর্ঘদিন যখন একজন খেলোয়াড় চোটে থাকে, তার প্রতি হয়তো নিজের আত্মবিশ্বাসও অনেকটা কম থাকে।’ কৃষ্ণা আরও বলেন,‘যেহেতু অন্যরা নিয়মিত খেলোয়াড়, তারা খেলবে আমার পজিশনে। তাই মনে হয়, আমি হয়তো একটু পরে (বদলি) খেলব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। তবে যখনই খেলব, এক মিনিট নয়, এটা আসলে কথার কথা, আমি বলতে চেয়েছি, এক মিনিটের জন্যও যদি নামতে পারি, আমি আমার শতভাগটাই দেব। যখনই সুযোগ পাব, শতভাগ দিয়ে খেলব।’ গেলবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের আক্রমণভাগের মূল ভরসা ছিলেন সাবিনা খাতুন, সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা। ৪ গোল করা স্বপ্না অবসর নেওয়াই সেই ধারাল আক্রমণ ত্রয়ী এখন আর নেই। তবে কৃষ্ণার বিশ্বাস, বর্তমান দলে যারা আছেন, স্বপ্নার শূন্যতা পূরণের সামর্থ্য আছে তাদের। তিনি যোগ করেন, ‘দেখুন, ফাইনালে স্বপ্না যখন চোট পেয়ে মাঠ ছাড়ে, এরপর শামসুন্নাহার জুনিয়র নেমে কিন্তু নেপালের বিপক্ষে গোল করেছিল। তো আমি মনে করি, আমাদের স্ট্রাইকারের যে লাইন-আপ আছে, এখানে শুধু সাগরিকা যোগ হয়েছে, তাছাড়া সব একই আছে। স্বপ্না নেই, তবে আমি মনে করি, যারা আছে, তারা ভালোই করবে।’
এদিকে সাফ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে শক্তিশালী ভারত। গতকাল বিকালে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের এই ম্যাচে ভারত ৫-২ গোলে হারায় পাকিস্তানকে। আজ ‘বি’ গ্রুপের দুই ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপ-শ্রীলঙ্কা এবং নেপাল-ভুটান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ এক বুদ্ধি প্রতিবন্ধী নিহত
এবার সাদপন্থিদের ১০ দফা দাবি
সা'দ পন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আশুলিয়া থানায় স্মারক লিপি প্রদান
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বাংলাদেশ নিয়ে কটুক্তি করা বিজেপি নেতা শুভেন্দুকে জুতাপেটা
সিকদার গ্রুপের ১৫ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ
শীতের তীব্রতায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ,বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা
চিরিরবন্দরে আগাম জাতের আলুর ভালো ফলন ও দাম পেয়ে কৃষকেরা খুশি
‘রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০২৪’ পেল হংকংয়ে বসবাসরত ১০ বাংলাদেশি নারী
বিডিআর বিদ্রোহ : ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন
মার্কিন সিইও হত্যাকাণ্ড, সামাজিক মাধ্যমে ভুল তথ্যের বিপজ্জনক প্রভাব
গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ
ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু