মদ্রিচের রেকর্ডের রাতে রিয়ালের জয়ের নায়ক এমবাপে ভিনিসিয়ুস
২০ অক্টোবর ২০২৪, ০৫:৫০ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৪, ০৫:৫০ এএম
লুকা মদ্রিচ।মাঝমাঠে রিয়ালের একসময়ের বিখ্যাত বিখ্যাত 'বারমুডা ট্রায়াঙ্গেলের' শেষ স্তম্ভ।এক যুগ ধরে রিয়ালের মাঝমাঠে দায়িত্ব দুর্দান্তভাবে পালন করে গেছেন এই ক্রোয়েট কিংবদন্তি। বর্ণিল ক্যারিয়ারে করেছেন অসংখ্য গোল,জিতছেন ট্রফি,গড়েছেন রেকর্ড।তবে শনিবার মদ্রিচ রিয়ালের জার্সিতে ছুলেন অনন্য মাইলফলক।
এদিন সেল্টা ভিগোর বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেই রেকর্ড গড়েছেন লুকা মদ্রিচ। ৩৯ বছর ৪০ দিন বয়সে মাঠে নেমে রিয়ালের জার্সি গায়ে সবচেয়ে বেশি বয়সে ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন এই ক্রোয়াট। ভেঙে দিয়েছেন হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের রেকর্ড।
তার রেকর্ডের রাতে জয় পেয়েছে লস ব্লাংকোরা। শনিবার (১৯ অক্টোবর) লা বালাইদসে স্বাগতিক সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পে রিয়ালকে এগিয়ে দেন। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে স্বাগতিকদের সমতায় ফেরান উইলট সোয়েডবার্গ। এর ১৫ মিনিট পরেই লস ব্লাঙ্কোদের জয়সূচক গোল এনে দেন ভিনিসিউস জুনিয়র।
প্রথম দিকে আক্রমণ-পাল্টা আক্রমণের পর ২১ মিনিটে দুর্দান্ত এক গোলে রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। সেল্টার এক খেলোয়াড় বল ক্লিয়ার করতে গেলে তা কামাভিঙ্গার গায়ে লেগে এমবাপ্পের পায়ে আসে। এই ফরাসি সুপারস্টার ডি-বক্সের বেশ বাইরে থেকে বুলেট গতির শটে বল জালে জড়ান। লিগে নবম ম্যাচে এটি তার ষষ্ঠ গোল।
২২ মিনিটে সেল্টা রিয়ালের জালে বল পাঠালেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ৪১ মিনিটে সেল্টার খেলোয়াড়কে কাতিয়ে ডি-বক্সে ঢুকে শট নেন ভিনিসিউস, কিন্তু তা বারের ওপর দিয়ে যায়। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই জুড বেলিংহ্যামের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৫১ মিনিটে রিয়ালের রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে সমতায় ফেরে সেল্টা। সতীর্থের ক্রস কাজে লাগিয়ে বল জালে পাঠান সোয়েডবার্গ।
৫৫ মিনিটে এমবাপ্পের পাস থেকে বল জালে পাঠিয়েছিলেন ভিনিসিউস। কিন্তু সেই গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ৫৯ মিনিটে সোয়েডবার্গের ক্রসে পা লাগাতে ব্যর্থ হন সেল্টার বোর্হা ইগলেসিয়াস। ৬৫ মিনিটে এমবাপ্পেকে সেল্টার ডি-বক্সে ফেলে দিলেও রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি।
বদলি নেমে শুধু রেকর্ড নয় দলের জয়েও অবদান রেখেছেন মদ্রিচ। তার পাস থেকেই জয়সূচক গোলটি করেন ভিনিসিউস। চলতি মৌসুমে লিগে ১০ ম্যাচে ৫ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান।
এই জয়ে ১০ ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে বার্সেলোনা। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে সেল্টা ভিগো।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া