পাকিস্তানের সঙ্গে ড্র করে মান বাঁচালো বাংলাদেশ
২১ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ড্র করে মান বাঁচালো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে যোগকরা সময়ের গোলে পাকিস্তানের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে মান বাঁচিয়েছেন সাবিনা খাতুনরা। পাকিস্তানের ইংল্যান্ড প্রবাসী ফরোয়ার্ড জাহমেনা মালিক ও বাংলাদেশের ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র একটি করে গোল করেন।
ঠিক দুই বছর আগে একই টুর্নামেন্টে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। অথচ রোববার পাকিস্তানের কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে লাল-সবুজদের। ম্যাচের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও বাংলাদেশ দলের ডিফেন্ডারের ভুলে প্রথমে গোল পায় পাকিস্তানই। ৩১ মিনিটে মাঝমাঠ থেকে লং পাস ঠিক মতো রিসিভ করতে পারেননি বাংলাদেশের ডিফেন্ডার শিউলি আজিম। এতে পাকিস্তানী ফরোয়ার্ড জাহমেনা মালিক বল পেয়ে বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমাকে পরাস্ত করেন (১-০)। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে লড়লেও প্রথমার্ধে সমতায় ফেরতে পারেনি বাংলাদেশ। ম্যাচে ৪৩ মিনিটে ঋতুপর্ণা চাকমার জোরালো শট পাকিস্তানের ক্রসবারে লেগে ফেরত আসলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে লড়াই করে সাবিনা বাহিনী। একাধিকবার গোলের সুযোগ তৈরি করেও সাফল্য পায়নি বাংলাদেশ। ফিনিশিং ব্যর্থতায় সেই অপেক্ষা দীর্ঘায়িত হয়। বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনেন দলে। অধিনায়ক সাবিনা খাতুনের পরিবর্তে কৃষ্ণা রানী সরকারকে মাঠে নামান তিনি। তহুরা খাতুন কাল ফরোয়ার্ড লাইনে ছিলেন পুরোই নিষ্প্রভ। কয়েকটি পরিবর্তন করেও তেমন ফল আসছিল না। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে এগিয়ে ছিল পাকিস্তানই। তবে চতুর্থ রেফারি ৬ মিনিট যোগকরা সময় দেন। এতেই মান বাঁচে বাংলাদেশের মেয়েদের। পাশাপাশি টুর্নামেন্টে টিকে থাকার সুযোগও মেলে। যোগকরা সময়ের
প্রথম মিনিটেই (৯০+১ মিনিট) বাম প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার ক্রসে জটলার মধ্যে হেডে গোল করেন শামসুন্নাহার (১-১)। এই গোলে যেন হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ দল। অবশ্য দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে ম্যাচে ফেরার সুযোগ দিয়েছে পাকিস্তানই। ৭২ মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল পাকিস্তান। বাংলাদেশ গোলরক্ষক রূপনা চাকমাকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি তারা। উল্টো গোলরক্ষককে আঘাত করে হলুদ কার্ড দেখেছেন পাকিস্তানী ফরোয়ার্ড। এ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হতো বাংলাদেশ ও ভারতের। তবে ম্যাচটি ড্র হওয়ায় এখন তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-ভারত ম্যাচের দিকে। ২৩ অক্টোবরের ঐ ম্যাচ ড্র হলে বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হিসেবে খেলবে শেষ চারে। ভারতের কাছে হারলেও সুযোগ থাকবে বাংলাদেশের। সেক্ষেত্রে গোল ব্যবধানে নির্ধারণ হবে গ্রুপ রানার্সআপ। প্রথম ম্যাচে পাকিস্তান ৫-২ গোলে হেরেছিল ভারতের বিপক্ষে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল