মেসির হ্যাটট্রিকে রাঙানো মায়ামির দিন
২১ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
কী দারুণ একটা দিনই না কাটল ইন্টার মায়ামির! নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে গোল উৎসব করে গড়ল মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড। পেল ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুখবর। ক্লাব সমর্থকদের জন্য দিনটি হয়ে থাকল অবিস্মরণীয়। বাংলাদেশ সময় গতকাল ভোরে ম্যাচটি ৬-২ গোলে জিতেছে মায়ামি। দ্বিতীয়ার্ধে বদলি নেমে হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে পাঁচ দিনের মধ্যে পূর্ণ করেন দ্বিতীয় হ্যাাটট্রিক। চোটের জন্য মৌসুমের অনেকটা সময় বাইরে কাটানো মেসি ১৯ ম্যাচে করলেন ২০ গোল। সঙ্গে অবদান রাখলেন ১৬ গোলে। তার দুই গোলে অবদান রাখা লুইস সুয়ারেজ করলেন জোড়া গোল। চলতি আসরে উরুগুয়ের অভিজ্ঞ এই ডিফেন্ডার করলেন ২০ গোল। আসরে সুয়ারেজের নবম অ্যাসিস্ট।
২২ জয় ও আট ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৭৪। ২০২১ সালে রেভ্যুলেশনের গড়া ৭৩ পয়েন্ট ছাড়িয়ে গড়ল রেকর্ড। এরই মধ্যে সাপোর্টার্স শিল্ড ঘরে তুলেছে মায়ামি। এখন লক্ষ্য অধরা এমএলএস কাপ। ম্যাচ শেষে ক্লাব বিশ্বকাপে মায়ামির খেলার ঘোষণা দেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রেই আগামী বছর ১৫ জুন থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হবে বিভিন্ন মহাদেশের ৩২ ক্লাবের এই টুর্নামেন্ট। ঘরের মাঠে সেটার উদ্বোধনী ম্যাচে খেলবে মায়ামি।
জমে গেছে এমবাপে-ভিনি জুটি
চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করল সেল্টা ভিগো। একবার সমতা টেনে পয়েন্ট পাওয়ার আশাও জাগাল তারা। তবে, দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পর আর পারল না দলটি। কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়রের গোলে জয়ের আনন্দে মাঠ ছাড়ল রিয়াল মাদ্রিদ। গতপরশু রাতে সেল্টার মাঠে লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ের পর রেয়ালের ১০ ম্যাচে পয়েন্ট হলো ২৪। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
জয়ে ফিরল ইউনাইটেড
ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রথমার্ধের ব্যর্থতা বিরতির পর ঝেড়ে ফেলল ম্যানচেস্টার ইউনাইটেড। সমতায় ফেরার পর আক্রমণের তীব্রতায় দ্রুত দ্বিতীয় গোলও আদায় করে নিল তারা। পাঁচ ম্যাচ পর জয়ের পথে ফিরল এরিক টেন হাগের দল। ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে প্রতিযোগিতার সফলতম ক্লাবটি। দ্বিতীয়ার্ধের শুরুতে আলেহান্দ্রো গার্নাচোর গোলে ইউনাইটেড সমতায় ফেরার পর ব্যবধান গড়ে দেন রাসমুস হয়লুন। এবারের লিগে ২১ বছর বয়সী ডেনিশ ফরোয়ার্ডের এটা প্রথম গোল। লিগে আট ম্যাচে এটা তাদের তৃতীয় জয়। সঙ্গে দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠেছে ইউনাইটেড। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে ১২ নম্বরে ব্রেন্টফোর্ড। সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
বোর্নমাউথে ধাক্কা আর্সেনালের
ম্যাচের শুরু থেকেই আর্সেনালের পারফরম্যান্সে তেমন ধার ছিল না। প্রথমার্ধে ১০ জনের দলে পরিণত হওয়ার পর তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। সেই সুবিধা কাজে লাগিয়ে দারুণ এক জয় তুলে নিল বোর্নমাউথ। প্রতিপক্ষের মাঠে লিগের ম্যাচে ২-০ গোলে হেরেছে আর্সেনালে। রায়ান ক্রিস্টি স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান জাস্টিন ক্লাইভার্ট। এবারের লিগে তো বটেই, চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়েই আর্সেনালের এটা প্রথম হার।
এখানে জিতলে শীর্ষে ওঠার সুযোগ ছিল আর্সেনালের। উল্টো এখন আরও পিছিয়ে পড়ার শঙ্কায় তারা। আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে দলটি। তাদের ওপরে ম্যানচেস্টার সিটি ও নিচে অ্যাস্টন ভিলার পয়েন্টও সমান ১৭। সিটি একটি ম্যাচ কম খেলেছে। সিটির সমান সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
কেইনের হ্যাটট্রিকে ফেরা
আক্রমণের ঢেউ তুলেও মিলছিল না গোল। অবশেষে দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙলেন হ্যারি কেইন। এরপর আরও দুবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিকের আনন্দে ভাসলেন ইংলিশ স্ট্রাইকার। স্টুটগার্টকে উড়িয়ে জয়ের পথে ফিরল বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় বুন্দেসলিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে বায়ার্ন। এবারের লিগে এটা তার দ্বিতীয় হ্যাটট্রিক। আসরে তার মোট গোল হলো আটটি। চ্যাম্পিয়ন্স লিগে দিনামো জাগরেবের বিপক্ষে দলের ৯-২ ব্যবধানে জয়েও হ্যাটট্রিক করেছিলেন তিনি। বায়ার্নের চতুর্থ গোলটি করেন কিংসলে কোমান।
লিগে দুই ও সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল জার্মানির সফলতম ক্লাবটি। সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ। তিন নম্বরে ফ্রেইবুর্গের পয়েন্ট ১৫। গতবারের চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেন ১৪ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু