ঢাকা   শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ | ১০ কার্তিক ১৪৩১

সাবিনাদের ভাবনায় শুধুই ভুটান

Daily Inqilab শফিকুল শামীম, কাঠমান্ডু (নেপাল) থেকে

২৫ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪, ১২:০৯ এএম

একটা জয়ই পাল্টে দিয়েছে পুরো দলের চিত্র। চলমান সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পয়েন্ট নষ্ট করে বাংলাদেশ দলে যে ঝড় উঠেছিল তা নিমিষেই কেটে গেছে ভারতের বিপক্ষে অবিশ^াস্য এক জয়ে। সাফের সবচেয়ে সফল দল ভারতকে পাত্তাই দিলেন না তহুরা-ঋতুপর্ণারা। দল নির্বাচন নিয়ে ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলারের সঙ্গে খেলোয়াড়দের যে দুরত্ব তৈরী হয়েছিল তা ভুলে গিয়ে এখন কাঠমান্ডুতে আনন্দে উদ্বেলিত এক টুকরো বাংলাদেশ। সাবিনাদের ভাবনায় এখন শুধুই সেমিফাইনাল ম্যাচ। যে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। আগামী রোববার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দু’দল। স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হবে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ফাইনালে ওঠার লড়াই।
শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের পর গতকাল টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। অনুশীলন না থাকলেও সেমিফাইনাল ম্যাচ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। সেমিতে মাঠে নামার আগে প্রতিপক্ষকে সমীহ করেই কথা বলেছেন সাবিনা। তার মতে এবারের টুর্নামেন্টে কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। তাদের ভাবনায় এখন শুধুই সেমিফাইনাল ম্যাচ। ভারতের বিপক্ষের ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে সেভাবে ভুটানের সঙ্গে খেলতে পারলে জয়টা খুব কঠিন হবেনা বলেই মনে করেন এই ফরোয়ার্ড। যদিও গত আসরে সেমিফাইনালে এই ভুটানকে ৮-০ গোলে হারিয়েই ফাইনাল খেলেছিল লাল-সবুজরা। তবে এবারের ভুটান আগের চেয়ে অনেক পরিপক্ক। দলটি সম্পর্কে সাবিনা বলেন, ‘মালদ্বীপের বিপক্ষে ১১-০ গোলে জিতেছে নেপাল। এই দলটির বিপক্ষেই ভুটানের জয় ১৩-০ গোলে। বুঝাই যাচ্ছে প্রতিপক্ষ হিসাবে ভুটান খুবই শক্তিশালী। তাই আমাদের প্রস্তুতি নিতে হবে ভালোভাবে।’
ভারত ম্যাচে মাঝমাঠে মারিয়া মান্ডা ও মনিকা চাকমার সঙ্গে নিজের রসায়ন নিয়ে সাবিনা বলেন, ‘মাঝমাঠে মারিয়া ও মনিকার সঙ্গে আমার একটি রসায়ন বেশ জমে। তাহলে প্রতিপক্ষকে চাপে রাখা যায়। আগের ম্যাচে সেটা করতে পেরেছি বলেই ভারতের বিপক্ষে জয়টা ধরা দিয়েছে। তাছাড়া রক্ষণে মাসুরা পারভীনকে বলেছিলাম ভাল খেলা দেখাতে, সে তাই করেছে। সেমিতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
চাপ কাটাতে ভারত ম্যাচের আগে সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের সঙ্গে কথা বলেন সাবিনা। এ নিয়ে অধিনায়ক বলেন, ‘আমি আগের দিন ছোটন স্যারের সঙ্গে কথা বলেছি। ১৪ বছরের একটি বন্ডিং রয়েছে উনার সঙ্গে আমার। আমার মনে হয়, আমি নিজেকে যতটা না জানি, উনি এরচেয়ে বেশি জানেন। উনি বলেছিলেন হার, ডড্র কিংবা জয় সব কিছুতেই সেমিফাইনালে খেলবি তোরা। তবে ফাইনালের মানসিকতা নিয়ে খেলতে হবে।’ সাম্প্রতিক সিনিয়র ও জুনিয়র বির্তক নিয়ে সাবিনার কথা, ‘আমরা সিনিয়ররা যখন বাড়ি থেকে ক্যাম্পে ফিরি, তখন জুনিয়রদের জন্য খাবার নিয়ে আসি। আবার রেস্টুরেন্টে খেতে গেলেও তাদের নিয়ে যাই। তাহলে এখানে বিতর্ক কোথা থেকে এলো। মিডিয়াকে বুঝতে হবে, এমন বিতর্ক আমরা সিনিয়ররা নিতে পারলেও জুনিয়ররা তা পারে না। তারা দু:খিত হয়। তাই পজিটিভ বিতর্কই হওয়া উচিত।’
দীর্ঘদিন পর মাঠে ফেরা দলের তারকা ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার বলেন, ‘গত দিনে ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। এই আত্মবিশ্বাসটা ছিল। কোচদের সঙ্গে কথা বলেছি। উনারা যা বলেছেন তাতে সহমত। সেভাবে টিম নামানো হয়েছে। মেয়েরা ভালো খেলেছে। রেজাল্ট পেয়েছি। আসলেই ভারত শক্তিশালী টিম। আমাদের লক্ষ্য ছিল যা করার প্রথমার্ধে করে ফেলার। সেটা করেছি। দ্বিতীয়ার্ধে ভালো খেলেছে। একটা গোল খেয়েছি। গোল আরও হলে ভালো হতো। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি এতেই সন্তুষ্ট।’ তিনি যোগ করেন, ‘এখন আমাদের সব ভাবনা সেমিফাইনাল নিয়ে। সেমিতে আমাদের প্রতিপক্ষ ভুটান। তারা এবার খুবই ভালো দল। আশা করছি ভারত ম্যাচের মতই সতীর্থরা সেমিফাইনালে ভুটানের বিপক্ষে নিজেদের সেরাটাই মাঠে ঢেলে দেবে। আসলে আমাদের মধ্যে অনেক আত্মবিশ্বাস আছে যেভাবে খেলছি সেভাবে খেলতে পারলে সেমিফাইনালে ভালোভাবে জিততে পারব। আমাদের প্রধান লক্ষ্য শিরোপা ধরে রাখা। লক্ষপূরণে আমরা ম্যাচ বাই ম্যাচ এগুচ্ছি। সাফল্য পেতে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।’

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রোহিঙ্গাদের দেশের মাটিতে পা রাখতে দিল না ইন্দোনেশিয়া

রোহিঙ্গাদের দেশের মাটিতে পা রাখতে দিল না ইন্দোনেশিয়া

হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

সুবিদ আলী ভুইয়া ও মৃণাল কান্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

সুবিদ আলী ভুইয়া ও মৃণাল কান্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

তত্ত¡াবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল চায় ইসলামী ফ্রন্ট

তত্ত¡াবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল চায় ইসলামী ফ্রন্ট

যশোর আদ্-দ্বীন নার্সি ইনস্টিটিউটে নবীন বরণ ও গুনিজন সংবর্ধনা

যশোর আদ্-দ্বীন নার্সি ইনস্টিটিউটে নবীন বরণ ও গুনিজন সংবর্ধনা

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল

আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা করলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা করলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহŸান পীর সাহেব চরমোনাই’র

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহŸান পীর সাহেব চরমোনাই’র

প্রেসিডেন্টের অপসারণ নিয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

প্রেসিডেন্টের অপসারণ নিয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলারী আ.লীগ নেতা গ্রেফতার

সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলারী আ.লীগ নেতা গ্রেফতার

'কেটে গেছে সকল শংকা, নিশ্চিত হয়েছে ভেন্যু, উন্মুখ দর্শক,আতিফের অপেক্ষা'

'কেটে গেছে সকল শংকা, নিশ্চিত হয়েছে ভেন্যু, উন্মুখ দর্শক,আতিফের অপেক্ষা'

টয়লেটের কাজ সেরে সঙ্গে সঙ্গে অজু করা প্রসঙ্গে।

টয়লেটের কাজ সেরে সঙ্গে সঙ্গে অজু করা প্রসঙ্গে।

বরিশাল অঞ্চলে ‘জরায়ুমুখ ক্যন্সার’ প্রতিরোধে ৫ লাখ কিশোরীকে ‘এইচপিভি’ টিকাদান কর্মসূচী শুরু

বরিশাল অঞ্চলে ‘জরায়ুমুখ ক্যন্সার’ প্রতিরোধে ৫ লাখ কিশোরীকে ‘এইচপিভি’ টিকাদান কর্মসূচী শুরু

সাহিত্যসমাজে অবক্ষয়

সাহিত্যসমাজে অবক্ষয়

যৌতুক

যৌতুক

কবিতার বাঁক বদল এবং নতুন ধারা

কবিতার বাঁক বদল এবং নতুন ধারা

মানুষের বিবর্তন

মানুষের বিবর্তন

বিদ্যুৎ ব্যবহারে অবহেলা

বিদ্যুৎ ব্যবহারে অবহেলা

তারেক রহমানের স্টেট রিফরমেশন : দুর্নীতিমুক্ত বাংলাদেশ

তারেক রহমানের স্টেট রিফরমেশন : দুর্নীতিমুক্ত বাংলাদেশ