ম্যাকাওয়ের জালে বাংলাদেশের ৭ গোল
২৬ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের ‘বি’ গ্রুপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে ফিলিপাইনকে ১-০ গোলে হারালেও এবার ম্যাকাওকে বিধ্বস্ত করেছে লাল-সবুজরা। শুক্রবার কম্বোডিয়ার রাজধানী নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের হ্যাটট্রিকে বাংলাদেশ ৭-০ গোলে হারায় ম্যাকাওকে। বিজয়ী দলের হয়ে ফয়সাল একাই করে চার গোল। বাকি তিনটির মধ্যে ফরোয়ার্ড মো. মানিক ও রিফাত কাজী একটি করে গোল করলেও বাকিটি হয় আত্মঘাতি গোল।
শুক্রবার ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ দল। বলতে গেলে প্রতিপক্ষকে চাপে রেখে একের পর এক গোল আদায় করে নেন ফয়সাল-মানিকরা। কোচ সাইফুল বারী টিটুর শিষ্যদের আগ্রাসী খেলার বিরুদ্ধে ম্যাকাও কোনো প্রতিরোধই করতে পারেনি। যদিও বিরতির কাছাকাছি গিয়ে গোলের খাতা খোলে বাংলাদেশ। আক্রমণের ধারায় থেকে ম্যাচের ৪০ মিনিটে প্রথম গোলের দেখা পায় লাল-সবুজের কিশোররা। এসময় সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে ডান পায়ের টোকায় বল জালে জড়ান ফয়সাল (১-০)। এরপর ফয়সাল আরেকটি সুযোগ পেলেও প্রথমার্ধে আর গোল করতে পারেননি। তবে বিরতির পর যেন গোলক্ষুধা বেড়ে যায় ফয়সাল ও তার দলের। আক্রমণের ধার বাড়িয়ে দ্বিতীয়ার্ধে আরও ৬টি গোল আদায় করে নেয় বাংলাদেশ। ম্যাচের ৬৪ মিনিটে আরহাম ইসলাম বক্সে ঢুকে প্রতিপক্ষের গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করলেও পরের মিনিটেই বদলি ফরোয়ার্ড মো. মানিক গোল করে ব্যবধান বাড়ান। মাঝমাঠ থেকে থ্রু পাস পেয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে মাপা শটে গোল করেন মানিক (২-০)। ম্যাচের ৭১ মিনিটে বাঁ প্রান্ত থেকে কোনাকুনি শটে গোল করেন রিফাত কাজী (৩-০) বল গোলরক্ষকের গায়ে লেগে গোললাইন অতিক্রম করে। দুই মিনিট পর চতুর্থ গোলটি পায় বাংলাদেশ। এসময় মানিকের ক্রসে ম্যাকাও ডিফেন্ডার তাং তিন বল ক্লিয়ার করতে গিয়ে নিজেই তা জড়িয়ে দেন জালে (৪-০)। ম্যাচের শেষ দিকে এসে ফের জ্বলে উঠেন বাংলাদেশ অধিনায়ক। ৭৪ মিনিটে ফয়সাল নিজেই দলকে পঞ্চম গোল উপহার দেন (৫-০)। ৮১ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এসময় সতীর্থের পাসে বল পেয়ে বক্সের ভেতরে ফাঁকায় প্লেসিং শটে গোল করেন ফয়সাল (৬-০)। তিন মনিট পর নিজের চতুর্থ ও দলের হয়ে সপ্তম গোল করে ম্যাকাওয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফয়সাল (৭-০)। প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে হারলেও ম্যাকাওকে হারিয়ে টুর্নামেন্টের মূল পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক