বার্সা-রিয়াল মহারণ আজ
২৬ অক্টোবর ২০২৪, ১০:০৬ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ১০:০৬ এএম
হান্সি ফ্লিকের হাত ধরে দারুণ সময় পার করছে ফুটবল ক্লাব বার্সেলোনা। লা লিগায় আধিপত্য ধরে রাখার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও রয়েছে দুর্দান্ত ছন্দে। পুরোনো হিসাব চুকিয়ে সবশেষ ঘরের মাঠে তারা উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউইনখকে। তবে ফ্লিকের আসল পরীক্ষা আজ। লা লিগায় এবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে কাতালোনিয়ার ক্লাবটি।
ক্লাব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় শনিবার রাত একটায়।
চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। বিশেষ করে তাদের আক্রমণভাগ রয়েছে দুর্দান্ত ফর্মে। লিগে প্রথম দশ ম্যাচেই তারা করেছে ৩৩ গোল। মূলত আক্রমণভাগে লামিনে ইয়ামাল, রাফিনিয়া এবং রবার্ট লেভানদভস্কির মধ্যে দারুণ বোঝাপড়া গড়ে উঠেছে। যা সব মিলিয়ে বার্সাকে বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে রেখেছে।
দলটির আক্রমণভাগের সঙ্গে মিডফিল্ড এবং রক্ষণভাগের সমন্বয়ও চোখে পড়ার মতো। এরই মাঝে বার্সাকে স্বস্তি দিচ্ছে পেদ্রি এবং গাভির মতো তারকাদের চোট থেকে ফিরে আসাও।
রক্ষণেও খুব একটা পিছিয়ে নেই বার্সেলোনা। ১০ ম্যাচে গোল হজম করেছে কেবল ১০টি। সব মিলিয়ে ১০ রাউন্ড শেষে বার্সার হার কেবল একটিতে। ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। তবে লা লিগায় টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকা রিয়ালের বিপক্ষে কাচটা মোটেও সহজ হবে না ফিকের দলের জন্য।
বার্সার চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে তালিকার দুইয়ে শিরোপাধারী রিয়াল। সাম্প্রতিক পারফরম্যান্সে বার্সেলোনা এগিয়ে থাকলেও রিয়াল কোচ কার্লো অআনচেলত্তির মতে, ক্লাসিকোয় আগে থেকে কোনো দলকে এগিয়ে রাখা ঠিক নয়।
“সৌভাগ্যবশত, এখন কেউ আমাকে রাত জাগিয়ে (দুর্ভাবনায়) রাখতে পারে না। (বার্সেলোনা) খুব ভালো করছে। কিন্তু ক্লাসিকোর মতো ম্যাচে আগে থেকে ফেভারিট বাছাই করা খুব কঠিন। এটা নির্ভর করে ম্যাচের গতিপ্রকৃতির ওপর। খেলোয়াড়রা কীভাবে চাপ সামলাচ্ছে, ছন্দ ধরে রাখতে পারছে এবং ম্যাচের মুহূর্তগুলো কতটা বুঝতে পারছে…সেটাই ব্যবধান গড়ে দেয়।”
“নিজেদের খেলার ধরন সম্পর্কে বার্সার পরিষ্কার ধারণা আছে। তারা খুব ভালো পারফর্ম করছে। তারা খুবই সাহসী দল। ম্যাচটির জন্য আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং নিজেদের সেরা খেলাটা খেলতে হবে।”
পারফরম্যান্সের বিবেচনায় গত মৌসুমের চেয়ে এবার যেন ধার কিছুটা কমে গেছে রিয়ালের। আবার কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর নজিরও গড়ছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচেই যেমন, বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৫-২ গোলে জিতেছে রিয়াল। সবগুলো গোলই তারা করেছে দ্বিতীয়ার্ধে।
এই ম্যাচে হারলে দুই দলের পয়েন্টের ব্যবধান হয়ে যাবে ৬। রিয়াল কোচের বিশ্বাস ক্লাসিকোর গুরুত্বের কারণে দলের সবাই প্রস্তুত থাকবে।
“সাধারণত এই ধরনের ম্যাচ নিয়ে আগে থেকে এত কথা বলতে হয় না... এটা এমন কোনো ম্যাচ নয়, যেটা নিয়ে (খেলোয়াড়দের উজ্জীবিত করার) কথা বলতে হবে। ডর্টমুন্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধে ৯০ মিনিট পর্যন্ত আমরা যেভাবে খেলেছি, (সব সময়) সেরকম খেলা অসম্ভব। আমাদের শুরুটা ওইরকম হওয়া উচিত, যেটা আমরা করার চেষ্টা করব। আমি মনে করি আমরা অনেক কিছুই সঠিকভাবে করেছি।”
“বল পায়ে ও বল ছাড়া সঠিক কাজ করতে আমরা নিজেদের প্রস্তুত করব। জয়ের জন্য আমাদের পরিপূর্ণ একটি ম্যাচ খেলতে হবে এবং আমরা সেটাই করার চেষ্টা করব।”
দলটিতে যুক্ত হয়েছেন সময়ের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপে। লিগ মৌসুমে ৯ ম্যাচে তার গোল ৬টি। ফরাসি তারকার কারিয়ারে প্রথম ক্লাসিকো হতে যাচ্ছে এটি। আনচেলত্তির আশা, দিনটা রাঙিয়ে তুলবেন বিশ্বকাপজয়ী এই তারকা।
“আমরা সন্তুষ্ট। (এমবাপে) গোল করছে, সে দলে খুবই গুরুত্বপূর্ণ... সে তার সেরা ফর্মের খোঁজে আছে। আমাদের তাড়াহুড়ো নেই, তারও নেই। অবশ্যই সে আরও ভালো করবে, কারণ তার ভালো করার সব গুণ আছে।”
“তার অভিজ্ঞতা আছে, সে বার্সেলোনার বিপক্ষে অনেক খেলেছে। সে জানে তাকে কী করতে হবে…খেলার জন্য তার প্রস্তুতির ধরন হলো, খুব শান্ত থাকা, সহজভাবে চিন্তা করা। সে নিজের সামর্থ্যে অনেক বিশ্বাস করে। আমরা আত্মবিশ্বাসী যে, (শনিবার) সে দলের জন্য ভালো কিছু বয়ে আনবে এবং সেও এটাই চায়।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
পাকিস্তান থেকে জাহাজে এবার যা যা এসেছে
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে