ঢাকা   রোববার, ২৭ অক্টোবর ২০২৪ | ১২ কার্তিক ১৪৩১
এল ক্লাসিকো

বার্নাব্যুতেই রিয়ালকে বিধ্বস্ত করে ধরাছোঁয়ার বাইরে বার্সালোনা

Daily Inqilab ইনকিলাব

২৭ অক্টোবর ২০২৪, ০৩:৫২ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪, ০৩:৫৪ এএম

 

 

ভিনিসিয়ুস এমনিতে ব্যলন ডি'অর জেতার দৌড়ে ঢের এগিয়ে আছেন বাকি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে। সোমবার সেই জয়ের আনন্দ তিনি আরও মধুর করতে পারতেন আজ বার্সালোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ করে।তবে সেটি হয়নি।উল্টো চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হারের হতাশা বর্ষসেরা খেলোয়াড়ের পদক অনুষ্ঠানে যেতে হবে রিয়াল মিডিফিল্ডারের।

ঘরের মাঠ সান্তিয়াগোতে শনিবার রাতে মৌসুমের প্রথম ক্লাসিকোতে বার্সালোনার কাছে ৪-০ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে এমন বাজে হারের তিক্ত অভিজ্ঞতা খুব বেশি নেই লস ব্লাংকোদের।

এ হারে থামল রিয়ালের অপরাজিত যাত্রা।গত ১৩ মাস ধরে অপরাজিত রিয়াল। ৪২ ম্যাচ ধরে লা লিগায় কার্লো আনচেত্তির দলকে হারাতে পারেনি কেউই।সেই রিয়ালকেই আজ ঘরের মাঠে বিধ্বস্ত করল বার্সা।

কাতালান স্মরণীয় এ জয়ে । রবার্ট লেভানদোভস্কি জোড়া গোল করেন। এছাড়া লামিনে ইয়ামাল ও রাফিনিয়া বাকি গোল দুটি করেন। এর আগে টানা চার এল ক্লাসিকোয় বার্সেলোনাকে হারিয়েছিল রিয়াল।

এমন ঝড়ের আভাস অবশ্য শুরুতে বুঝতে পারেননি বার্নাব্যুতে খেলা দেখতে আসা হাজারো রিয়াল সমর্থক।আক্রমণ-পাল্টা আক্রমণ হলেও হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

অবশ্য লিড নিয়ে বিরতিতে যেত পারত রিয়াল।তাতে মূল বাধা ছিল অফসাইড আর বার্সার কৌশল।বায়ার্ন ম্যাচের মতো এদিনও ‘হাই-লাইন’ ডিফেন্সের কৌশল বেছে নেয় বার্সেলোনা। এতে বারবার অফসাইডের ফাঁদে পড়েন রেয়ালের খেলোয়াড়রা, প্রথম ২০ মিনিটে ৫ বার।

পরেও অফসাইডে কপাল পুড়েছে স্বাগতিকদের।৩২তম মিনিটে লুকাস ভাসকেসের থ্রু বল বক্সে ঢুকে জালে পাঠিয়ে উল্লাসে মাতেন এমবাপে। একটু পরই উবে যায় সেই আনন্দ, ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

 

প্রথমার্ধে গোলের জন্য রেয়ালের শট ছিল কেবল একটি, সেটিও লক্ষ্যভ্রষ্ট। এই সময়ে বার্সেলোনার ৬ শটের ২টি ছিল গোলমুখে।শুরতে রাফিনিয়া সহজ সুযোগ মিস না করলে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারত বার্সাও। 

 

দ্বিতীয়ার্ধে বার্সা ছিল আরও বেশি অপ্রতিরোধ্য।একের পর এক আক্রমণে রিয়াল রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখেন লেভা-রাফিনিয়ারা।লেভানদোভস্কির ব্যর্থতা ও গোলপোস্ট বাধা হয়ে না দাঁড়ালে বার্সার জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। অন্যদিকে রিয়ালের হারে বড় দায় এমবাপ্পের। এই ফরাসি দুইবার জালে বল পাঠালেও দুবারই তা অফসাইডের জন্য বাতিল হয়। এছাড়া বেশ কয়েকবার গোলরক্ষককে একা পেয়েও জালে বল পাঠাতে ব্যর্থ হন তিনি।  

৫৪ থেকে ৫৬, দুই মিনিটের মধ্যে জোড়া গোল করে বার্সেলোনার হাতে ম্যাচের লাগাম এনে দেন লেভান্ডোফস্কি।

প্রথমটিতে এসিস্টের ভূমিকাত মার্ক কাসাদো। মাঝমাঠ থেকে তার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে জালে খুঁজে নেন লেভা। এরপর আলেহান্দ্রো বাল্দের ক্রসে বক্সে লাফিয়ে হেডে দ্বিতীয় গোলটি করেন এই পোলিশ স্ট্রাইকার।

 

এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কির গোল হলো ১১ ম্যাচে ১৪টি। ৬টির বেশি নেই আর কারও।

 

৬০ মিনিটে এমবাপ্পের শট সহজেই আটকে দেন পেনা। ৬৪ মিনিটে সুবর্ণ সুযোগ মিস করেন এমবাপ্পে। ভিনিসিউসের বানিয়ে দেয়া বলে একা গোলরক্ষককে পেয়েও গায়ে মেরে সুযোগ নষ্ট করেন এই ফরাসি তারকা। ৬৬ মিনিটে বল জালে পাঠান এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে সে গোল বাতিল করেন রেফারি। এর ঠিক পরের মুহূর্তেই প্রতিআক্রমণে দ্রুত ওপরে উঠে বাঁয়ে পাস দেন ডি ইয়ং। রাফিনিয়া সে বল ধরে লেভাকে পাস দেন। লেভা শট নিলেও পোস্টে লেগে প্রতিহত হয়। ৬৮ মিনিটে অল্পের জন্য হ্যাটট্রিক মিস করেন লেভান্ডোফস্কি। 

 

৭০ মিনিটে মদ্রিচের নেয়া ফ্রি-কিকে ঠিকঠাক পা লাগাতে ব্যর্থ হন বেলিংহ্যাম। ৭১ মিনিটে মদ্রিচের বাড়ানো বল থেকে ফের একাকী গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন এমবাপ্পে।

৭৬তম মিনিটে তৃতীয় গোলটি করেন লামিন ইয়ামাল। পেনার বাড়ানো বল এক খেলোয়াড়ের মাথা থেকে যায় রাফিনিয়ার পায়ে। তিনি ইয়ামালকে পাস বাড়ান। সহজেই বল জালে পাঠান এই তরুণ স্প্যানিশ তারকা।

৮৪ তম মিনিটে নিখুঁত ফিনিশে এক হালি গোল পূর্ণ করেন রাফিনিয়া।ইনিগো মার্তিনেসের পাস ধরে সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের একজনকে ছিটকে ফেলে, বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দেন ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। গোটা বের্নাবেউয়ে তখন রাজ্যের হতাশা।

১১ ম্যাচে ১০ জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ৩০।সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল।








বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভিনিসিয়ুসের হাতে উঠছে ব্যালন ডি'অর?

ভিনিসিয়ুসের হাতে উঠছে ব্যালন ডি'অর?

হল্যান্ডের গোলে জিতে সবার উপরে সিটি

হল্যান্ডের গোলে জিতে সবার উপরে সিটি

বেনাপোলে গৃহবধূকে বালিশ চাপায় শ্বাসরোধ করে হত্যা, আটক -৪

বেনাপোলে গৃহবধূকে বালিশ চাপায় শ্বাসরোধ করে হত্যা, আটক -৪

এত সংস্কারের কথা হচ্ছে, কিন্তু গরিব মানুষের কথা ভাবছি না: দেবপ্রিয় ভট্টাচার্য

এত সংস্কারের কথা হচ্ছে, কিন্তু গরিব মানুষের কথা ভাবছি না: দেবপ্রিয় ভট্টাচার্য

সিটি ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং পয়েন্টে দেয়া যাবে মেটলাইফের প্রিমিয়াম

সিটি ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং পয়েন্টে দেয়া যাবে মেটলাইফের প্রিমিয়াম

বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ

বাজার পরিদর্শনে উপদেষ্টা আসিফ

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে আলোচনা সভা

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে আলোচনা সভা

সুন্দরগঞ্জে গৃহবধূর একসঙ্গে তিন ছেলের জন্ম, দর্শকের উপচে পড়া ভীর

সুন্দরগঞ্জে গৃহবধূর একসঙ্গে তিন ছেলের জন্ম, দর্শকের উপচে পড়া ভীর

গৌরনদীতে শিক্ষকের চড়থাপ্পরে পরীক্ষাথীর্র কানের পর্দা ফেটে গুরুতর আহত

গৌরনদীতে শিক্ষকের চড়থাপ্পরে পরীক্ষাথীর্র কানের পর্দা ফেটে গুরুতর আহত

প্রেসিডেন্টের অপসারণ ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি

প্রেসিডেন্টের অপসারণ ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি

নোয়াখালীতে গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

নোয়াখালীতে গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

প্রেসিডেন্ট অপসারণ: ‘পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত’

প্রেসিডেন্ট অপসারণ: ‘পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত’

ডিএমপিতে যুক্ত হচ্ছে ভারতের মাহিন্দ্রা গাড়ি

ডিএমপিতে যুক্ত হচ্ছে ভারতের মাহিন্দ্রা গাড়ি

অন্তর্বর্তী সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

অন্তর্বর্তী সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

গাজী ছিলেন একজন আপোষহীন সাংবাদিক নেতা - সিকৃবি ভিসি ড. মো. আলিমুল ইসলাম

গাজী ছিলেন একজন আপোষহীন সাংবাদিক নেতা - সিকৃবি ভিসি ড. মো. আলিমুল ইসলাম

মারাত্মক শব্দদূষণ

মারাত্মক শব্দদূষণ

তারেক রহমানের ঐতিহাসিক দায়

তারেক রহমানের ঐতিহাসিক দায়

দলে গণতন্ত্র চর্চা অপরিহার্য

দলে গণতন্ত্র চর্চা অপরিহার্য

বিএনপি এখন সংশোধিত -জামালপুর জেলা বিএনপির সভাপতি

বিএনপি এখন সংশোধিত -জামালপুর জেলা বিএনপির সভাপতি

রফতানির বিপুল সম্ভাবনা কাজে লাগাতে হবে

রফতানির বিপুল সম্ভাবনা কাজে লাগাতে হবে