এএফসির অনুষ্ঠানে সালাউদ্দিন-তাবিথ
২৯ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এএফসি অ্যাওয়ার্ড নাইট এবং এএফসি সদস্যভুক্ত দেশগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকের সম্মেলন যোগ দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদ্য বিদায়ী সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও নব-নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল। সালাউদ্দিন সাফের সভাপতি এবং তাবিথ বাফুফের সভাপতি হিসেবে যোগ দিচ্ছেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের জন্য বাফুফে সাধারণ সম্পাদকের সঙ্গে রোববার একই ফ্লাইটে কোরিয়া গেছেন কাজী সালাউদ্দিন ও বাফুফে এবং এএফসির নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ। এই অনুষ্ঠানে যোগ দিতে সোমবার সিউল রওনা হয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। একই দিন দুপুরে বাফুফের সভাপতি হিসেবে অনুষ্ঠানে যোগ দিতে দেশে ছেড়েছেন তাবিথ আউয়াল। জানা গেছে বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতেই তাবিথের এই সফর।
এদিকে বহুল আলোচিত নির্বাচন শেষে নতুন সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফের ২১ সদস্যের নব-নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে আগামী ৯ নভেম্বর। দক্ষিণ কোরিয়া থেকে সোমবার এ তথ্য নিশ্চিত করেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তিনি জানান, বাফুফের প্রথম সভার আলোচ্য সূচিতে রয়েছে স্ট্যান্ডিং ও অ্যাডহক কমিটি গঠন। বিভিন্ন কমিটির মাধ্যমে বাফুফের কর্মকাÐ পরিচালিত হয়। সিনিয়র সহ-সভাপতি এবং সহ-সভাপতিদের মধ্য থেকেই বিগত দিনগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যাশনাল টিমস, ডেভলপমেন্ট, ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মনোনীত হয়ে এসেছে। এবারও সেই ধারা অনুসরণ করা হবে, না ভিন্নতা আসবে এ নিয়ে ফুটবলাঙ্গনে বেশ কৌত‚হল রয়েছে। স্ট্যান্ডিং কমিটি ছাড়াও বাফুফের ব্যাংক হিসাব পরিচালনায় স্বাক্ষরকারী মনোনয়ন নিয়েও আলোচনা হবে প্রথম সভায়। ২০০৮ সাল থেকে দীর্ঘদিন বাফুফের চেকে স্বাক্ষরের এখতিয়ার ছিল সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের। ৫ আগস্টের পর সালাম মুর্শেদীর পদত্যাগ এবং নাবিল আত্মগোপনে থাকায় সালাউদ্দিনের পাশাপাশি নতুন ফিন্যান্স চেয়ারম্যান ইমরুল হাসানের পাশাপাশি সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে চেক স্বাক্ষরের ক্ষমতা দেওয়া হয়েছিল। দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠেয় এএফসি অ্যাওয়ার্ড নাইট এবং এএফসি সদস্যভুক্ত দেশগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকের সম্মেলন যোগ দিতে ইমরান হোসেন তুষার রোববার কোরিয়া গেছেন। তিনি সেখান থেকে কম্বোডিয়া, শ্রীলঙ্কা সফর করে ৭ নভেম্বর ঢাকায় ফিরবেন। সাধারণ সম্পাদকের উপস্থিতিতেই প্রথম সভা অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর সাধারণত প্রথম সপ্তাহের মধ্যেই প্রথম সভা অনুষ্ঠিত হয়। এবার একটু বিলম্ব হচ্ছে।
অন্যদিকে সব সময়ই নির্বাচনের পর মতিঝিলের বাফুফে ভবনে বেশ উৎসবমুখর আমেজ থাকে। কিন্তু এবার বাফুফে ভবনে ভিন্ন পরিবেশ বিরাজ করছে। ভোটযুদ্ধ শেষে নব-নির্বাচিতরা বাফুফে ভবনে এখনো আসেননি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক