‘নেপালের সঙ্গে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে’
২৯ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
টানা দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করে শিরোপা ধরে রাখার স্বপ্ন বুনছে বাংলাদেশের মেয়েরা। রোববার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তহুরা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে বাংলাদেশ। একই দিন রাতে দ্বিতীয় সেমিফাইনালে অনেক নাটকের পর ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয় নেপাল। এ দুই দল আগামীকাল শিরোপার জন্য লড়বে।
আগের সেমিতে বড় জয় পেয়ে গতকাল কাঠমান্ডুর টিম হোটেলে আয়েশি সময় কাটিয়েছে বাংলাদেশ দল। মাঠের অনুশীলন না থাকায় হোটেলেই নিজেদের মত সময় কাটান সাবিনা খাতুন-তহুরা খাতুনরা। টিম হোটেলে আয়েশি সময় কাটালেও সাংবাদিকদের ফাইনাল ভাবনা জানিয়েছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। দলের তারকা ডিফেন্ডার আফিদা খন্দকার বলেন,‘ফাইনালে নেপালের সঙ্গে ভালো প্রতিদ্ব›িদ্বতা হবে আমাদের। এবারের আসরে সব দলই মোটামুটি ভালো খেলেছে। এবার আমরা নেপালের বিপক্ষে এখনও খেলিনি। শিরোপা নির্ধারণী ম্যাচে ওরা আমাদের প্রতিপক্ষ হয়েছে। আশা করছি ওদের সঙ্গেও নিজেদের সেরাটা দিয়ে লড়বো।’ তিনি যোগ করেন,‘ রোববার আমরা মাঠে বসে ওদের খেলা দেখেছি। ওদের খেলা দেখে বোঝার চেষ্টা করেছি। আগে যেভাবে নেপালের সঙ্গে খেলেছি সেভাবেই খেলব ফাইনালেও।’
ভারতের বিপক্ষে নেপালের রেখা পওডেলের লাল কার্ড বাংলাদেশের ডিফেন্ডারদের জন্য বড় স্বস্তির খবর। কারণ সাবিত্রা ভান্ডারি আর রেখা পওডেল দু’জনই আক্রমনভাগের ত্রাস। এ বিষয়ে আফিদা বলেন, ‘ওরা দুজন থাকলে আমাদের ওপর বেশি প্রেসার পড়তো। এদিকে দিয়ে আমরা স্বস্তিতে আছি।’ ফাইনালে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ হতে পারে দর্শক। নেপাল ফাইনালে ওঠায় স্বাভাবিকভাবেই স্টেডিয়াম পরিপূর্ণ দর্শকদের সমর্থন পাবে স্বাগতিকরা। তবে এ নিয়ে বাড়তি কোনো চাপ নিচ্ছেনা বাংলাদেশের মেয়েরা। আফিদার কথায়, ‘আমাদের চাপ নেওয়ার কোনও প্রয়োজন নেই। গতবার আপুরা ইতিহাস রচনা করেছেন, এবার আমাদের শিরোপা ধরে রাখার পালা। আমরা অবশ্যই আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব। ভালো খেলে দেশবাসীকে আনন্দ দেব। দেশবাসীর কাছে প্রার্থনা থাকবে তারা সব সময় যেন আমাদের দোয়া করেন। আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই বাংলাদেশে ফিরতে পারব।’
তবে ফাইনালে মাঠে নামার আগে বাংলাদেশ দলে বড় দুশ্চিন্তা শামসুন্নাহার জুনিয়রের ইনজুরি। বাংলাদেশ দলের ফিজিও লাইজু ইয়াসমিন লিপা জানান, শামসুন্নাহার জুনিয়র ৫০ ভাগ ফিট আছে। তবে ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে যাবেন এই ফরোয়ার্ড। এদিকে, বাংলাদেশ নারী দলের সাবেক প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের সমালোচনা করায় দলের বর্তমান ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলারকে কড়া জবাব দিয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন। তার কথায়, ‘স্যারকে (গোলাম রব্বানী ছোটন) উনি (পিটার জেমস বাটলার) আসলে কতটুকু জানেন। আপনি তখনই কাউেেক নিয়ে কোনো মন্তব্য করবেন, যখন আপনি তার সম্পর্কে জানবেন। যদি দেশের মানুষও ছোটন স্যারের অবদানের কথা ভুলে যায়, এটা দুঃখজনক।’ সাবিনা যোগ করেন, ‘১৪ বছর ধরে আপনি যে মেয়েগুলোকে সন্তানদের মতো বড় করেছেন, তাদের সঙ্গে কে কেমন আচরণ করছেন, সেটা দেখে যদি ওনার (গোলাম রব্বানী ছোটন) খারাপ লেগে থাকে, উনি কোনো মন্তব্য করে থাকেন, তা আসলে অন্যায় কিছু না বা দোষের কিছু নয়।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক