ঢাকা   বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ | ১৫ কার্তিক ১৪৩১

বাংলাদেশের টানা দ্বিতীয়, না নেপালের প্রথম!

Daily Inqilab শফিকুল শামীম কাঠমান্ডু (নেপাল) থেকে

৩০ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ১২:০২ এএম

একই ভেন্যু, ফাইনালের প্রতিপক্ষও সেই নেপাল। দুই বছর আগে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার শিরোপা ধরে রাখার মিশনে আজ স্বপ্নের ফাইনালে নেপালের বিপক্ষেই মাঠে নামছে লাল-সবুজের মেয়েরা। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টা) শুরু হবে ম্যাচটি।
গত আসরের মতো এবারও স্বাগতিকদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে মরিয়া সাবিনা খাতুনরা। অন্যদিকে ৬ষ্ঠ বারের মতো টুর্নামেন্টের ফাইনালে ওঠা নেপালের মেয়েরা মরিয়া ঘরের মাঠে প্রথম শিরোপার স্বাদ পেতে। এ ম্যাচ শেষেই জানা যাবে বাংলাদেশ টানা দ্বিতীয় শিরোপা জিতল, না নেপাল পেলো প্রথম শিরোপা জয়ের স্বাদ!
এবারের নারী সাফের ফাইনালে দুই দেশের লড়াইয়ে কিছুটা এগিয়ে আছে বাংলাদেশ দল। কারণ নেপালের দুই ভয়ংকর ফরোয়ার্ড সাবিত্রা ভান্ডারি ও রেখা পাউডেল জুটিতে ভাঙ্গণ ধরেছে। সেমিফাইনালে ভারতের বিপক্ষে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে রেখাকে। তাই ফাইনালে বাংলাদেশের বিপক্ষে তাকে পাচ্ছে না স্বাগতিকরা। লাল-সবুজ শিবিরেও একটু ঘাটতি রয়েছে। পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে একমাত্র গোলদাতা শামসুন্নাহার জুনিয়র ইনজুরিতে থাকায় ফাইনালে খেলা হচ্ছেনা তার। শামসুন্নাহারের জায়গায় দেখা যেতে পারে বয়সভিত্তিক দল থেকে উঠে আসা সাগরিকাকে। তবে বাংলাদেশ দলের মুল ভরসা ফরোয়ার্ড তহুরা খাতুন রয়েছেন দারুণ ফর্মে। শেষ চারের ম্যাচে ভুটানের বিপক্ষে তহুরার হ্যাটট্রিকে ৭-১ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। এছাড়া ছন্দে ফিরেছেন অধিনায়ক সাবিনা খাতুন। গোল পেয়েছেন লেফট উইঙ্গার ঋতুপর্ণা চাকমা ও ডিফেন্ডার শিউলি আজিম। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচে মাঝ মাঠে চমৎকার খেলেছেন মনিকা চাকমা ও মারিয়া মান্ডা। ফাইনালেও তাদের ওপর ভরসা রাখছেন দলের ইংলিশ কোচ পিটার বাটলার। সাফের শিরোপা ধরে রাখতে বদ্ধ পরিকর বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে গতকাল সাবিনা বলেন, ‘শিরোপা ধরে রাখতে এই দল নিয়ে আমি আত্মবিশ্বাসী। মেয়েরা যেসব বিতর্কের মধ্য দিয়ে গেছে, সেসব কিছু অতিক্রম করে যেভাবে ফুটবল খেলেছে সেটা অবিশ্বাস্য। প্রশংসা করা উচিত। আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে কৃতজ্ঞ।’ তিনি যোগ করেন, ‘আমার মনে হয় না, কোনো কিছুর ঘাটতি থাকবে মাঠে। শিরোপা জেতার জন্যই খেলব।’ তবে শ্রেষ্ঠত্বের মঞ্চে মেয়েরা আরো দুর্দান্ত খেলা উপহার দিবে বলে জানান ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার, ‘শিহরণ জাগানিয়া ফাইনাল হবে আশাকরি। আমরা অনেকটা পথ এসেছি, আরো এগিয়ে যেতে চাই। নেপালের প্রতি ভীষণ শ্রদ্ধা আছে আমার। ফাইনালের জন্য সব কিছু সেরাভাবে নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। কেননা, কখনো কখনো উপলক্ষ্য আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে।’ স্বাগতিক সমর্থক নিয়ে কোচের কথা, ‘স্বাগতিকরা মাঠে সমর্থন পাবে তাদের দর্শকের মাধ্যমে। আমাদের কিছুটা অসুবিধা তো হবেই। দলের অনেকেই তরুণ। আবার অনেকেরই এই মাঠে খেলার অভিজ্ঞতা আছে। আমার কাছে মনে হয়, স্বাগতিক দলই বেশি চাপে থাকবে।’
এদিকে অপরাজিত বাংলাদেশের বিপক্ষে বেশ সতর্ক নেপাল। স্বাগতিক কোচ রাজেন্দ্রা সংবাদ সম্মেলনে সেই সতর্কতার ব্যাখ্যা দিলেন এভাবে, ‘গতবার আমরা তাদের (বাংলাদেশ) বিপক্ষে ফাইনাল খেলেছিলাম, আমাদের কিছু ট্যাকটিক্যাল ভুল হয়েছিল বলে হেরেছিলাম। আশা করি, এবার সেই ভুলের পুনরাবৃত্তি হবে না। অতীত অতীই। তবে অতীত থেকে শিক্ষা নিয়েছি আমরা।’ তিনি যোগ করেন, ‘ইংলিশ কোচের (পিটার জেমস বাটলার) অধীনে বাংলাদেশ শক্তিশালী দল। তাদের খেলার পদ্ধতিও ইংলিশদের মতোই। তাই এটা নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের। ঘরের মাঠে খেলা বলে সমর্থকদের পাশে পাওয়ার সুবিধা আমাদের পক্ষে থাকবে। কিন্তু টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি এগিয়ে থাকা বাংলাদেশকে নিয়ে সতর্ক থাকতে হবে আমাদের।’


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ব্যালন ডি’অর হয়তো ভিনিরই জেতা উচিত ছিল: গার্দিওলা

ব্যালন ডি’অর হয়তো ভিনিরই জেতা উচিত ছিল: গার্দিওলা

ভিনিসিয়ুসের ব্যালন ডি'অর না পাওয়ার কারণ জানাল ফ্রান্স ফুটবল

ভিনিসিয়ুসের ব্যালন ডি'অর না পাওয়ার কারণ জানাল ফ্রান্স ফুটবল

উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

ক্রাইম ধারার ফিল্মে মূল চরিত্রে রবার্ট প্যাটিনসন

ক্রাইম ধারার ফিল্মে মূল চরিত্রে রবার্ট প্যাটিনসন

ট্রোলিং মোকাবিলায় যা করেন অনন্যা

ট্রোলিং মোকাবিলায় যা করেন অনন্যা

অ্যানিমেটর মাহেদী হাসানের কার্টুন সিরিজ

অ্যানিমেটর মাহেদী হাসানের কার্টুন সিরিজ

চুড়ান্ত ভর্তি শেষে ইবিতে আসন ফাঁকা ১০৩ টি

চুড়ান্ত ভর্তি শেষে ইবিতে আসন ফাঁকা ১০৩ টি

আবার শুরু হচ্ছে হা-শো

আবার শুরু হচ্ছে হা-শো

সাদিয়া আয়মান ও রনির প্রেমের গুঞ্জণ

সাদিয়া আয়মান ও রনির প্রেমের গুঞ্জণ

জানুয়ারিতে হবে ফোক ফেস্ট

জানুয়ারিতে হবে ফোক ফেস্ট

ভারতীয় বন্যহাতি প্রতিহত করেই আমাদের বাঁচতে হবে

ভারতীয় বন্যহাতি প্রতিহত করেই আমাদের বাঁচতে হবে

শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার ও শিক্ষকের পদত্যাগ দাবি

শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার ও শিক্ষকের পদত্যাগ দাবি

বরগুনায় স্কুলছাত্রীর হত্যাকারী বিচার দাবি

বরগুনায় স্কুলছাত্রীর হত্যাকারী বিচার দাবি

কয়লাখনির পাশের ক্ষতিগ্রস্ত ১২ গ্রামবাসীর ক্ষতিপূরণ দাবি

কয়লাখনির পাশের ক্ষতিগ্রস্ত ১২ গ্রামবাসীর ক্ষতিপূরণ দাবি

উপকূলীয় জনপদে শোভা পাচ্ছে কাশফুলের শুভ্রতা

উপকূলীয় জনপদে শোভা পাচ্ছে কাশফুলের শুভ্রতা

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খুলে সমকামীদের প্রমোট করার আত্মঘাতী সিদ্ধান্ত নিলে জনগণ রুখে দিবে

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খুলে সমকামীদের প্রমোট করার আত্মঘাতী সিদ্ধান্ত নিলে জনগণ রুখে দিবে

শেখ হাসিনার প্রত্যেক্ষ হুকুমে সংঘটিত দেশব্যাপী সেই নারকীয় হত্যাকাণ্ড!

শেখ হাসিনার প্রত্যেক্ষ হুকুমে সংঘটিত দেশব্যাপী সেই নারকীয় হত্যাকাণ্ড!

ব্যবসা নয়, ধর্ম মন্ত্রণালয়ের কাজ হচ্ছে হাজীদের সেবা করা : ধর্ম উপদেষ্টা

ব্যবসা নয়, ধর্ম মন্ত্রণালয়ের কাজ হচ্ছে হাজীদের সেবা করা : ধর্ম উপদেষ্টা

গফরগাওয়ে আওয়ামী সন্ত্রাসীদের বিচার দাবি ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল

গফরগাওয়ে আওয়ামী সন্ত্রাসীদের বিচার দাবি ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল

ক্যাম্পাসকে র‌্যাগিং ও মাদকমুক্ত ঘোষণা নতুন ভিসির

ক্যাম্পাসকে র‌্যাগিং ও মাদকমুক্ত ঘোষণা নতুন ভিসির