ব্যালন ডি’অর হয়তো ভিনিরই জেতা উচিত ছিল: গার্দিওলা
৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩২ এএম | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩২ এএম
রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের অবিশ্বাস্যভাবে ব্যালন ডি’অর না জেতা নিয়ে এখন সরগরম ফুটবল দুনিয়া।এই ব্রাজিলিয়ান মিডিফিল্ডারের প্রতি 'অন্যায়' করা হয়েছে বলে অধিকাংশের মত। সেই একই সুরে কথা বললেন কিংবদন্তী কোচ পেপ গার্দিওলাও।
তার দলের তারকা রদ্রি পুরুষ্কার জিতলেও তিনি নিজের শিষ্যকেই যোগ্য বলেননি। উল্টো চলমান বিতর্ক উস্কে দিয়েছেন, হয়তো ব্যালন ডি’অর ভিনির জেতা উচিত ছিল মন্তব্য করে।
গার্দিওলা বলেন, ‘এটা (ব্যালন ডি’অর) কি ভিনিসিউসের জেতা উচিত ছিল? সম্ভবত।’
তবে ফরাসি সাময়ীকির দেয়া এ পুরস্কারে যোগ্য প্রার্থী বাছাইয়ে একক কোনো দেশ বা ব্যক্তির কর্তৃত্ব যে নেই সেটাও মনে করিয়ে দিলেন তিনি। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ-১০০ তে থাকা দেশের সাংবাদিকদের নিয়ে গঠন করা জুরি বোর্ড ফ্রান্স ফুটবলের বাছাই করা ৩০ জনের তালিকা থেকে সেরা পাঁচজনকে বেছে নেন। সেই তালিকায় সেরাদের সেরারাই জায়গা পান।
গার্দিওলা বলেন, ‘ভোটটা দেন সাংবাদিকরাই। আপনি জানেন, কোনো অভিজাত শ্রেণীর মানুষ এ সিদ্ধান্ত নেন না। শুধু একটা দেশ থেকে নয়, সারা পৃথিবীর মানুষ থেকে ভোট আসে। সেখানে ভিন্ন মত থাকে এবং সেটাই ফুটবলকে সুন্দর করে তুলেছে, নাকি?’
এদিকে সোমবার (২৮ অক্টোবর) রাতে প্যারিসের মঞ্চে ভিনিসিউসের হাতে পুরস্কার উঠবে না জানার পর অনুষ্ঠান বর্জন করে তার ক্লাব রিয়াল মাদ্রিদ। অন্যান্য পুরস্কার নেয়ার জন্য তার কোচ কার্লো আনচেলত্তি ও সতীর্থরাও সেখানে উপস্থিত হননি। তবে, নিজেদের খেলোয়াড় ব্যালন ডি’অর পাবেন না জেনে রিয়ালের অনুষ্ঠান বর্জন করাতে দোষের কিছু দেখেন না গার্দিওলা। যদিও তিনি স্প্যানিশ জায়ান্টদের ফল মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। উদাহরণ টেনেছেন, গত মৌসুমে দারুণ পারফরম্যান্স করেও লিওনেল মেসির কাছে তার শিষ্য আর্লিং হলান্ডের ব্যালন ডি’অর হেরে যাওয়ার বিষয়টিও।
সিটি কোচ বলেন, ‘এটা তাদের ইচ্ছে। তারা যদি স্বাগত জানাতে চায়, ভালো। যদি না চায়, তাও ভালো। অন্য ক্লাবের কী সিদ্ধান্ত নেয়া উচিত ছিল সেটা ম্যানচেস্টার সিটির কেউ বিচার করবে না। উদাহরণস্বরূপ, গত মৌসুমে আর্লিং হলান্ড ট্রেবল জিতল, ৫০ গোলের বেশি করলো। আমি তাকে বলেছিলাম, শুধু সেখানে থাকাতেই তোমার খুশি হওয়া উচিত। রদ্রিকেও আমি একই কথা বলেছিলাম। যদি তুমি প্রথম দুই, তিন বা চারের মধ্যে থাকো, সেটা অসাধারণ। তোমার খুশি থাকা উচিত। গত মৌসুমে, আর্লিংয়ের জেতা উচিত ছিল? হ্যাঁ। মেসির জেতা উচিত ছিল, হ্যাঁ। কে জিতল সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি এবং তোমার সতীর্থরা সে মৌসুমে দারুণ কিছু করেছে।’
এদিকে রদ্রির ব্যালন ডি’অর জেতাতে গার্দিওলা তুলনা করেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সঙ্গে। নিজের শিষ্যকে নিয়ে বেশ গর্বিতও তিনি।
৫৩ বছর বয়সি স্প্যানিশ এ কোচ বলেন, ‘ক্লাব হিসেবে আমরা অনেক খুশি। রদ্রি এই ক্লাবের প্রথম ফুটবলার যে পুরস্কারটি জিতেছে। এটা অনেকটা প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতো। আমরা অনেক গর্বিত
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী