ঢাকা   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১

সেই নেপালেই এবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

Daily Inqilab শফিকুল শামীম, কাঠমান্ডু, নেপাল থেকে

৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

দুই বছর আগে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছিলেন সাবিনা খাতুনরা। এবার একই ভেন্যুতে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালকেই হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ জাতীয় নারী দল। গতকাল দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে এবারের সাফের ফাইনালে দারুণ ফুটবল খেলে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুললো বাংলাদেশ। বিজয়ীদের পক্ষে মিডফিল্ডার মনিকা চাকমা ও ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা একটি করে গোল করেন। নেপালের হয়ে একমাত্র গোলটি শোধ দেন ফরোয়ার্ড আমিশা কার্কি।

কাল দু’দলের মধ্যকার ফাইনালটি ফাইনালের মতই হয়েছে। পুরো ম্যাচে উপভোগ্য ফুটবল খেলে দর্শকদের মাতিয়ে রেখেছে বাংলাদেশ ও নেপালের ফুটবলাররা। ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেললেও প্রথমার্ধে কেউই পায়নি গোলের দেখা। তবে সব আকর্ষণ অপেক্ষা করছিল বুঝি দ্বিতীয়ার্ধে। এই অর্ধে এসেছে তিন গোল। যার দু’টি ছিল বাংলাদেশের আর এক গোল নেপালের। তবে দশরথ স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকের সামনে বাংলাদেশকে সহজে জিততে দেয়নি স্বাগতিক নেপাল। সাবিত্রা-আমিশারা আক্রমণে এসে ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ শিবিরে। ইংলিশ কোচ পিটার বাটলারের দলকে এমন উত্তেজনাপূর্ণ ম্যাচে জিততে বেশ গলদঘর্ম হতে হয়েছে। তবে শেষ হাসি হেসেছে সাবিনারাই। ফাইনালের প্রথমার্ধে গোল না হওয়ায় দু’দল গোলশূন্য স্কোরলাইন রেখে ড্রেসিংরুমে যায়।

ম্যাচে শামসুন্নাহার জুনিয়রকে একাদশে রেখে খেলেছে বাংলাদেশ। আক্রমণের শুরুটা করে লাল-সবুজরাই। ২ মিনিটের সময় বাংলাদেশের সামনে ভালো সুযোগ আসে। নেপালের একজন খেলোয়াড় গোলকিক নিতে গিয়ে ঠিকমতো মারতে পারেননি। বক্সের বাইরে থাকা তহুরা বল পেয়ে জোরালো শট নিলে তা ক্রসবারে লেগে প্রতিহত হয়। ফিরতি বলে তার হেড গোলকিপারের হাতে জমা হয়। ১০ মিনিটে সাবিত্রা ভান্ডারির পাসে আমিশা কার্কির ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শট ক্রসবার কাঁপালে উৎসবে মাততে পারেনি দর্শকরা। প্রতিহত হলে হতাশ হতে হয় স্বাগতিকদের। ২৫ মিনিটে ফ্রিকিক থেকে গোলকিপার রুপনা চাকমা বল ঠিকমতো হাতে জমাতে পারেননি, বল পেয়ে সাবিত্রা শট নেওয়ার আগেই এক ডিফেন্ডার ক্লিয়ার করেন। নাহলে গোল হজম করতে হতো। ৩৪ মিনিটে মারিয়া মান্দার ফ্রিকিক ক্রসবারের অনেক ওপর দিয়ে যায়। পরের মিনিটে গোলরক্ষকের ভুলে বক্সের বাইরে মনিকা পেয়ে ক্রসবারের অনেক ওপর দিয়ে মেরে সুযোগ হাতছাড়া করেন। বিরতির পর খেলায় উত্তেজনা বাড়ে। আক্রমণ প্রতি আক্রমণে চলতে থাকে খেলা। গোলও আসে এই অর্ধে তিনটি। শুরুতে বাংলাদেশ এগিয়ে যায়। ৫২ মিনিটের আক্রমণ থেকে গোল আসে। সাবিনার পাসে প্রতিপক্ষের এক ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে ডান দিকে বল ঠেলে দেন। সেই বল বক্সের ভেতরে পেয়ে ডিফেন্ডারবেষ্টিত অবস্থায় আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে শটে গোল করে মাটিতে লুটিয়ে পড়েন (১-০) মনিকা। তাতেই উৎসবে মাতে লাল-সবুজরা। চার মিনিট পর নেপাল সমতায় ফেরে। সাবিত্রা ভান্ডারির দারুণ এক পাসে আমিশা কার্কি বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে নিখুঁত শটে দলকে সমতা ফেরান (১-১)। নিস্তব্ধ গ্যালারি জেগে ওঠে আনন্দে। এরপর আরও তিনটি আক্রমণ থেকে গোল ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। ৬১ মিনিটে সাবিত্রার শট দ্বিতীয় পোস্ট দিয়ে বাইরে চলে যায়। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে মারিয়া মান্দার জোরালো শট গোলরক্ষক আঞ্জিলা বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাত দিয়ে বল বাইরে পাঠিয়ে দেন। ১০ মিনিট পর রাশমির শট মাসুরার পা হয়ে গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে লুফে নেন। দুই মিনিট পর বাংলাদেশ ম্যাচের লাগাম নিজেদের করে নিতে শুরু করে। ঋতুপর্ণার কর্নারে শামসুন্নাহার জুনিয়র ঠিকমতো লক্ষ্যে হেড নিতে পারেননি। বল মাথা ছুঁয়ে পোস্টের পাস দিয়ে চলে যায়। তবে ৮১ মিনিটে বাংলাদেশ ব্যবধান বাড়ায়। শামসুন্নাহার সিনিয়রের থ্রো ইনে ঋতুপর্ণার বাঁ পায়ের সরাসরি ভাসিয়ে দেওয়া বল নেপালী গোলরক্ষকের হাত ছুঁয়ে দ্বিতীয় পোস্টের মাঝামাঝি ভেতরের অংশে লেগে জড়িয়ে যায় জালে (২-১)। যোগ করা সময়ের ৫ মিনিটে কোনো দলই পারেনি গোল করতে। রেফারির শেষ বাঁশি বাজতেই বাংলাদেশের শিবিরে বাধভাঙা আনন্দ। হাজারো দর্শককে স্তব্ধ করে সাবিনা-তহুরাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। গোলাম রব্বানী ছোটনের পর পিটার বাটলারও ইতিহাসের অংশ হয়ে গেলেন!

বাংলাদেশের একাদশ: রুপনা চাকমা, আফঈদা খন্দকার, মাসুরা পারভীন, শিউলী আজিম, সাবিনা খাতুন (স্বপ্না রানী), শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সিটির হারের রাতে জয় পেয়েছে ইউনাইটেড-চেলসি-লিভারপুল

সিটির হারের রাতে জয় পেয়েছে ইউনাইটেড-চেলসি-লিভারপুল

আগের শিরোপা ‘বাই চান্স’ আসেনি,মেয়েরা প্রমাণ করেছে: সাবিনা

আগের শিরোপা ‘বাই চান্স’ আসেনি,মেয়েরা প্রমাণ করেছে: সাবিনা

অকস্মাৎ মৃত্যু ইসলামে কাম্য নয়

অকস্মাৎ মৃত্যু ইসলামে কাম্য নয়

হাসিনা পালিয়ে না গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ইসমাইল সম্রাট

হাসিনা পালিয়ে না গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ইসমাইল সম্রাট

কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০

কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০

দস্তগীরের বানোয়াট প্রশ্নের সমুচিত জবাব দিলেন ম্যাথু মিলার

দস্তগীরের বানোয়াট প্রশ্নের সমুচিত জবাব দিলেন ম্যাথু মিলার

বাংলাদেশের মাটিতে যত খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যকান্ড হয়েছে সবার বিচার এই মাটিতেই হবে; শামা ওবায়েদ

বাংলাদেশের মাটিতে যত খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যকান্ড হয়েছে সবার বিচার এই মাটিতেই হবে; শামা ওবায়েদ

রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি- সিলেটে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী

রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি- সিলেটে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী

অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা

অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা

ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা

ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা

শিক্ষাব্যবস্থায় ইসলামী জ্ঞান-গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে

শিক্ষাব্যবস্থায় ইসলামী জ্ঞান-গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার

ঢাকাকে বাসযোগ্য করতে হবে

ঢাকাকে বাসযোগ্য করতে হবে

মানবাধিকারের নামে সমাকামিতা প্রমোট করা জনগণ মানবে না

মানবাধিকারের নামে সমাকামিতা প্রমোট করা জনগণ মানবে না

ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত

পর্তুগাল জমিয়তের উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন

পর্তুগাল জমিয়তের উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন

শিক্ষার সব স্তরে 'ইসলাম শিক্ষা' বাধ্যতামূলকসহ ৭ দাবি

শিক্ষার সব স্তরে 'ইসলাম শিক্ষা' বাধ্যতামূলকসহ ৭ দাবি

আয়রন ডোমের আদলে তুরস্কের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ

আয়রন ডোমের আদলে তুরস্কের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ

ইরান সামরিক বাজেট তিন গুণ বাড়াবে

ইরান সামরিক বাজেট তিন গুণ বাড়াবে

রহস্যঘেরা মায়া সভ্যতার শহরের খোঁজ মেক্সিকোয়

রহস্যঘেরা মায়া সভ্যতার শহরের খোঁজ মেক্সিকোয়