আগামী মৌসুমে নেইমারের গন্তব্য কোথায়?
০২ নভেম্বর ২০২৪, ০৫:১৯ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ০৫:২১ এএম
বার্সালোনা-পিএসজির মতো বিশ্বসেরা ক্লাবগুলোতে খেলেছেন নেইমার। সবাইকে চমকে দিয়ে অবশ্য ক্যারিয়ারের মধ্যগগণে পাড়ি জমিয়েছিলে সউদীতে।তবে শেষটা কোথায় করবেন ইনজুরি জর্জরিত এক ক্যারিয়ার পার করা এই ব্রাজিলিয়ান তারকা?গুঞ্জন জন্মস্থানেই ফিরতে পারেন নেইমার।আগামী মৌসুমেই তাকে দেখা যেতে পারে শৈশবের ক্লাব সন্তোসে।
বার্সেলোনা থেকে পিএসজি হয়ে নেইমার এখন খেলছেন সউদী আরবের ক্লাব আল হিলালে। তবে নেইমার যখন যেখানেই গেছেন, শৈশবের ক্লাব সান্তোসে ফেরার প্রসঙ্গ বারবার এসেছে। সম্প্রতি আবারও নেইমারের বিষয়টি আলোচনায় এসেছে। এবার নেইমারের সান্তোসে ফেরার বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্লাবটির সহসভাপতি ওসভালদো নিকো। আগামী মৌসুমেই নেইমার সান্তোসে ফিরবেন বলে মন্তব্য করেছেন তিনি।
নেইমারের সান্তোসে ফেরা নিয়ে এক টেলিভিশন অনুষ্ঠানে নিকো বলেছেন, ‘নেইমার জুনে সান্তোসে আসবে। আমাদের মধ্যে এই আলাপ হয়েছে। এখানে সবাই নেইমারের সঙ্গে খেলেছে। এমনকি জে লাভ এবং আন্দ্রে ফিলিপে আর সে (নেইমার) যখন এখানে ছিল, তখন গোলও করেছে। সব মিলিয়ে বিষয়টি হচ্ছে নেইমার সান্তোসে ফিরছে।’
২০২৩ সালের আগস্টে ৮ কোটি ৭০ লাখ ডলারে পিএসজি থেকে আল হিলালে যান নেইমার। তাঁর সঙ্গে আল হিলালের দুই বছরের চুক্তি শেষ হবে ২০২৫ সালের জুনে। তবে এখনই প্রশ্ন উঠেছে—এরপর কী? আল হিলাল কি নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করবে, নাকি ব্রাজিলিয়ান তারকা অন্য কোথাও তাঁর ঠিকানা গড়বেন।
বার্সালোনা পিএসজি এর বিশ্বসেরা ক্লাবগুলোতে খেলেছেন। সবাইকে চমকে দিয়ে অবশ্য ক্যারিয়ারের মধ্যগগণে পাড়ি জমিয়েছিলে সউদীতে।তবে শেষটা কোথায় করবেন ইনজুরি জর্জরিত এক ক্যারিয়ার পার করা এই ব্রাজিলিয়ান তারকা?গুঞ্জন জন্মস্থানেই ফিরতে পারেন নেইমার।আগামী মৌসুমেই তাকে দেখা যেতে পারে শৈশবের ক্লাব সন্তোসে।
বার্সেলোনা থেকে পিএসজি হয়ে নেইমার এখন খেলছেন সউদী আরবের ক্লাব আল হিলালে। তবে নেইমার যখন যেখানেই গেছেন, শৈশবের ক্লাব সান্তোসে ফেরার প্রসঙ্গ বারবার এসেছে। সম্প্রতি আবারও নেইমারের বিষয়টি আলোচনায় এসেছে। এবার নেইমারের সান্তোসে ফেরার বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্লাবটির সহসভাপতি ওসভালদো নিকো। আগামী মৌসুমেই নেইমার সান্তোসে ফিরবেন বলে মন্তব্য করেছেন তিনি।
নেইমারের সান্তোসে ফেরা নিয়ে এক টেলিভিশন অনুষ্ঠানে নিকো বলেছেন, ‘নেইমার জুনে সান্তোসে আসবে। আমাদের মধ্যে এই আলাপ হয়েছে। এখানে সবাই নেইমারের সঙ্গে খেলেছে। এমনকি জে লাভ এবং আন্দ্রে ফিলিপে আর সে (নেইমার) যখন এখানে ছিল, তখন গোলও করেছে। সব মিলিয়ে বিষয়টি হচ্ছে নেইমার সান্তোসে ফিরছে।’
২০২৩ সালের আগস্টে ৮ কোটি ৭০ লাখ ডলারে পিএসজি থেকে আল হিলালে যান নেইমার। তাঁর সঙ্গে আল হিলালের দুই বছরের চুক্তি শেষ হবে ২০২৫ সালের জুনে। তবে এখনই প্রশ্ন উঠেছে—এরপর কী? আল হিলাল কি নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করবে, নাকি ব্রাজিলিয়ান তারকা অন্য কোথাও তাঁর ঠিকানা গড়বেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ আমোরি
কন্যার নাম প্রকাশ করলেন রণবীর-দীপিকা দম্পতি,দিয়েছেন মিষ্টি ছবি
তুরস্কে বিজয়ী বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন পীর সাহেব চরমোনাই
সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’র ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
শেরপুরে তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু
কাঁচা সড়কে জনদুর্ভোগ
দেরি করে ভাত দেওয়ায় হত্যা
গ্রামে প্রবেশের সড়ক নেই
বন্য হাতি হামলা
পলো বাওয়া উৎসব
গোদাগাড়ীর মহিশালবাড়ী হাটে ময়লার স্তূপ
কুয়াকাটায় ব্যবসা বাণিজ্যে গতি ফিরছে
গারো পাহাড়ে কলার আবাদ
সেতুর পনেরো শতাংশ কাজ করতেই প্রকল্পের মেয়াদ শেষ
ডেঙ্গুতে ১০ মাসে মৃত্যু ৩০০
বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এবং বাস্তবতা
স্বেচ্ছায় রক্ত ও চক্ষু দানকে উৎসাহিত করতে হবে
অনন্য চিন্তক-দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ
বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে
বিদ্যুৎ সংকট আর্থ-সামাজিক অস্থিরতার কারণ হতে পারে